আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

লিঙ্কে ক্লিক করুন
প্রাথমিক শিক্ষক

প্রাইমারি ভাইভা প্রস্তুতি ২০২২ ও প্রাথমিক মডেল ভাইভা

প্রাইমারি ভাইভা প্রস্তুতি ২০২২ নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ ভাইভার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি সহায়ক হবে। ৩ জুন ২০২২ তৃতীয় ধাপের পরীক্ষার মাধ্যমে শেষ হয় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়ােগ লিখিত পরীক্ষা। পরবর্তী ধাপ ভাইভাতে ভালাে করতে আমাদের আজকের বিশেষ আয়ােজন প্রাথমিক মডেল ভাইভা। [ভাইভা মার্ক : ২০]

প্রাইমারি ভাইভা প্রস্তুতি ২০২২ ও প্রাথমিক মডেল ভাইভা

প্রার্থী আসসালামু আলাইকুম। আসতে পারি, স্যার?
পরীক্ষক ওয়ালাইকুম আসসালাম, আসুন।
প্রার্থী ধন্যবাদ, স্যার।
পরীক্ষক বসুন, আপনার নাম কী?
প্রার্থী মাে: জয়নুল আবেদিন।
পরীক্ষক এ নামের একজন বিখ্যাত ব্যক্তির নাম বলুন এবং তিনি কবে ও কোথায় জন্মগ্রহণ করেন?
প্রার্থী শিল্পাচার্য জয়নুল আবেদিন, তিনি ২৯ ডিসেম্বর ১৯১৪ কিশােরগঞ্জ জেলার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন।
পরীক্ষক আচ্ছা বলুনতাে শিক্ষা কী?
প্রার্থী সাধারণ অর্থে জ্ঞান বা দক্ষতা অর্জনই শিক্ষা। ব্যাপক অর্থে পদ্ধতিগত জ্ঞান লাভের প্রক্রিয়াকেই শিক্ষা বলে।
পরীক্ষক প্রান্তিক যােগ্যতা কী?
প্রার্থী প্রাথমিক স্তরে শিক্ষালাভ শেষে একটি শিশুর যতটুকু আচরণিক পরিবর্তন হবে, জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি ও মূল্যবােধের বিকাশ ঘটবে, তাই হচ্ছে ঐ স্তরে অর্জন উপযােগী যােগ্যতা বা প্রান্তিক যােগ্যতা।
পরীক্ষক DIT’র পূর্ণরূপ কী?
প্রার্থী DIT’র পূর্ণরূপ Dhaka Improvement Trust.
পরীক্ষক সংবিধানের কোন অনুচ্ছেদে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে?
প্রার্থী ১৭নং অনুচ্ছেদে।
পরীক্ষক কবে প্রাথমিক ও গণশিক্ষা বিভাগকে পৃথক মন্ত্রণালয়ে রূপান্তরিত করা হয়?
প্রার্থী ২ জানুয়ারি ২০০৩।
পরীক্ষক প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করে কোন সংস্থা?
প্রার্থী জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (NAPE)।
পরীক্ষক প্রাথমিক শিক্ষকদের বাধ্যতামূলক প্রশিক্ষণের বর্তমান নাম কী?
প্রার্থী ডিপ্লোমা-ইন-প্রাইমারি এডুকেশন (DPEd)।
পরীক্ষক কৃষ্ণ সাগরের তীরবর্তী ৫টি দেশের নাম বলুন।
প্রার্থী তুরস্ক, বুলগেরিয়া, রাশিয়া, জর্জিয়া ও ইউক্রেন।
পরীক্ষক রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ কোনটি এবং এটি কত সালে কোন পত্রিকায় প্রকাশিত হয়?
প্রার্থী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম ‘কবি কাহিনী। এটি ১৮৭৮ সালে ভারতী’ পত্রিকায় প্রকাশিত হয়।
পরীক্ষক উচ্চ মাধ্যমিক পর্যায়ে ছাত্রী উপবৃত্তি প্রকল্প কবে চালু হয়?
প্রার্থী ১ আগস্ট ২০০২।
পরীক্ষক মুদ্রাস্ফীতি কী?
প্রার্থী অর্থের মূল্য যখন ক্রমাগত কমে আসে এবং সার্বিক দ্রব্যের মূল্য ক্রমাগত বেড়ে যায় তখন এটিকে মুদ্রাস্ফীতি বলে।
পরীক্ষক কে, কবে এবং কোথায় ছয় দফা দাবি পেশ করেন?
প্রার্থী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৫ ফেব্রুয়ারি ১৯৬৬ লাহােরে বিরােধী দলগুলাের কনভেনশনের নির্বাচনী কমিটিতে ছয় দফা দাবি পেশ করেন।
পরীক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম কবে, কতটি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন?
প্রার্থী ১৯৭৩ সালে; ৩৬,১৬৫টি।
পরীক্ষক কোন দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দান করে?
প্রার্থী ভুটান সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দান করে।
পরীক্ষক মুক্তিযুদ্ধে একমাত্র নৌ সেক্টর ছিল কোনটি?
প্রার্থী ১০নং সেক্টর।
পরীক্ষক Nomencalture শব্দটির বাংলা অর্থ কী?
প্রার্থী পরিভাষা বা নামকরণ পদ্ধতি।
পরীক্ষক বাংলাদেশের কোন অঞ্চল বরেন্দ্রভূমি নামে পরিচিত?
প্রার্থী  বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল (রাজশাহী বিভাগ) বরেন্দ্রভূমি নামে পরিচিত।
পরীক্ষক জাতীয় প্রাথমিক শিক্ষাসপ্তাহ কত সালে প্রবর্তন করা হয়?
প্রার্থী ২০১১ সালে।
পরীক্ষক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর নাম কী?
প্রার্থী মাে: জাকির হােসেন।
পরীক্ষক বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভিশন ও মিশন কী?
প্রার্থী ভিশন-মানসম্মত প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও জীবনব্যাপী শিক্ষা। মিশন প্রাথমিক শিক্ষার সুযােগ সম্প্রসারণ ও গুণগতমান উন্নয়নের মাধ্যমে সবার জন্য প্রাথমিক ও জীবনব্যাপী শিক্ষা নিশ্চিতকরণ।
পরীক্ষক বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা কয়টি?
প্রার্থী ৬৫,৫৬৬টি। তথ্যসূত্র : বার্ষিক প্রতিবেদন ২০২০-২০২১ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
পরীক্ষক CRVS’র পূর্ণরূপ কী?
প্রার্থী Civil Registration and Vital Statistics.
পরীক্ষক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরাে কবে প্রতিষ্ঠা করা হয়?
প্রার্থী ১৪ এপ্রিল ২০০৫।
পরীক্ষক ঠিক আছে, আপনি এবার আসতে পারেন।
প্রার্থী ধন্যবাদ স্যার, আস্সালামু আলাইকুম।

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button