আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
খেলাধুলা

খেলাধুলা বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান

খেলাধুলা বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশ নিচ্ছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। ইনশাল্লাহ! আশা করি লেখাটি আপনাদের উপকারে আসলে শেয়ার করে অনুপ্রাণিত করবেন।

খেলাধুলা বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান

প্রশ্ন : বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করে
উত্তর : ২৬ জুন, ২০০০ সালে।

প্রশ্ন : বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস লাভ করে
উত্তর : ১৯৯৭ সালে।

প্রশ্ন : প্রথম বাংলাদেশী গ্রান্ড মাস্টার
উত্তর : নিয়াজ মোরশেদ (১৯৮৭ সালে)।

প্রশ্ন : সর্বশেষ বাংলাদেশী গ্রান্ডমাস্টার
উত্তর : এনামূল হক রাজীব।

প্রশ্ন : আইসিসি ট্রফিতে বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করে
উত্তর : ১৯৭৯ সালে (ইংল্যান্ডে)।

প্রশ্ন : প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন
উত্তর : শফিকুল হক হীরা।

প্রশ্ন : অভিষেক টেস্টে বাংলাদেশ দলের অধিনায়ক
উত্তর : নাঈমুর রহমান দুর্জয়।

প্রশ্ন : টেস্টে বাংলাদেশ অভিষেক ম্যাচ খেলে
উত্তর : ভারতের বিরুদ্ধে।

প্রশ্ন : টেস্টে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করা তিনজন বাংলদেশী খেলোয়াড়
উত্তর : মুশফিকুর রহিম, তামিম ইকবালসাকিব আল হাসান

প্রশ্ন : বাংলাদেশের পক্ষে প্রথম হ্যাট্রিককারী খেলোয়াড়
উত্তর : অলক কাপালি।

প্রশ্ন : অভিষেক টেস্টে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান
উত্তর : মোহাম্মদ আশরাফুল।

প্রশ্ন : বাংলাদেশ প্রথম ওয়ানডে ম্যাচ জয়লাভ করে
উত্তর : কেনিয়ার বিপক্ষে।

প্রশ্ন : বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ প্রথম জয়লাভ করে
উত্তর : স্কটল্যান্ডের বিপক্ষে।

প্রশ্ন : বাংলাদেশ শততম ওয়ানডে জয় করে
উত্তর : আফগানিস্তানের বিরুদ্ধে (৩১৫তম ম্যাচে)।

প্রশ্ন : বাংলাদেশ প্রথম বিশ্ব অলিম্পিকে অংশগ্রহণ করে
উত্তর : ১৯৮৪ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে।

প্রশ্ন : বাংলাদেশে সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়
উত্তর : অষ্টম সাফ গেমসে (নেপালের বিপক্ষে )।

প্রশ্ন : ইংলিশ চ্যানেল পাড়ি দেয়া প্রথম বাংলাদেশী ও এশীয়
উত্তর : ব্রজেন দাস।

প্রশ্ন : বাংলাদেশ মহিলা ক্রিকেট দল ওয়ানডে স্ট্যাটাস লাভ করে
উত্তর : যুক্তরাষ্ট্রকে হারিয়ে।

প্রশ্ন : মা ও মণি হলো
উত্তর : ক্রীড়া প্রতিযোগিতার নাম (ফুটবল)।

প্রশ্ন : বিসিবির বর্তমান সভাপতি
উত্তর : নাজমুল হাসান পাপন এমপি।

প্রশ্ন : বাফুফের বর্তমান সভাপতি
উত্তর : কাজী সালাউদ্দীন।

প্রশ্ন : বাংলাদেশ ওয়ানডে বিশ্বকাপ এর আয়োজক
উত্তর : দশম বিশ্বকাপ।

প্রশ্ন : কমনওয়েলথ গেমসে স্বর্ণজয়ী শ্যূটার
উত্তর : আসিফ হোসেন খান।

প্রশ্ন : বাংলাদেশের প্রথম টেস্ট জয়
উত্তর : জিম্বাবুয়ের বিরুদ্ধে ।

এই বিভাগ থেকে আরো পড়ুন

প্রশ্ন : এশিয়া কাপ ক্রিকেট-২০১৫ অনুষ্ঠিত হয় কোথায়?
উত্তর : শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে

প্রশ্ন : এশিয়া কাপ ক্রিকেট-২০১৫ তে চ্যাম্পিয়ান হয় কোন দেশ?
উত্তর : ভারত

প্রশ্ন : এশিয়া কাপ ক্রিকেট-২০১৫ তে রানার্স আপ হয় কোন দেশ?
উত্তর : বাংলাদেশ।

প্রশ্ন : বাংলাদেশের পক্ষে ওয়ানডে অভিষেকে ৫ উইকেট পেয়েছেন
উত্তর : তাসকিন আহমেদ ।

প্রশ্ন : অভিষেক ওয়ানডে ম্যাচে হ্যাট্রিককারী বাংলাদেশী বোলার
উত্তর : তাইজুল ইসলাম ।

প্রশ্ন : টেস্ট অভিষেকে দুই ম্যাচে পরপর ৫ উইকেট নিয়ে অন্যন্য কীর্তি গড়ে
উত্তর : মেহেদি হাসান মিরাজ ।

প্রশ্ন : টি টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান
উত্তর : তামিম ইকবাল

প্রশ্ন : বাংলাদেশের টেস্ট ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরিয়ান
উত্তর : তামিম ইকবাল ।

প্রশ্ন : বাংলাদেশের সর্বাধিক সেঞ্চুরিয়ান
উত্তর : তামিম ইকবাল ।

প্রশ্ন : আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডে ও টেস্ট উভয় ফরমেটেই অভিষেক ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হওয়ার কৃতিত্ব অর্জন করেন
উত্তর : মুস্তাফিজুর রহমান

প্রশ্ন : বিকেএসপি হলো
উত্তর : একটি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের নাম

প্রশ্ন : আর মা ও মনি হলো
উত্তর : একটি ক্রীড়া প্রতিযোগিতার নাম।

প্রশ্ন : টেস্ট ক্রিকেটের ইতিহাসে একই টেস্টে সেঞ্চুরি ও হ্যাট্রিককারী প্রথম ক্রিকেটার
উত্তর : সোহাগ গাজী।

প্রশ্ন : বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়
উত্তর : ১৯৯৯ সালে।

প্রশ্ন : বাংলাদেশ শততম টেস্ট ম্যাচ খেলে কার সাথে?
উত্তর : শ্রীলংকার বিরুদ্ধে (১৫-১৯ মার্চ, ২০১৭)।

প্রশ্ন : বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ শততম টেস্ট ম্যাচে জয়লাভ করে?
উত্তর : চতুর্থ

প্রশ্ন : ১০,০০০ রানের মাইলফলক স্পর্শকারী প্রথম বাংলাদেশী ক্রিকেটার কে?
উত্তর : তামিম ইকবাল (টেস্ট- ৩,৬৭৭; ওডিআই- ৫,২৩৭; টি-২০-১,২০২)।

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button