আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
আন্তর্জাতিক বিষয়াবলীবিসিএস লিখিত আন্তর্জাতিক বিষয়াবলী

উপনিবেশবাদ এবং নব-উপনিবেশবাদ বলতে কি বুঝায়? উদাহরণসহ লিখুন।

উপনিবেশবাদ : ল্যাটিন শব্দ ‘কলােনিয়া (Colonia) থেকে ইংরেজি কলােনি” (Colony) বা উপনিবেশ শব্দটির উদ্ভব ঘটেছে। উপনিবেশ’ শব্দটির মূল অর্থ হলাে ‘মানবসমাজের একটি স্থানান্তরিত অংশ। রাজনৈতিক দিক থেকে বিচার করলে উপনিবেশ বলতে বােঝায়

  • দেশের সীমান্তের বাইরে কোনাে রাষ্ট্রের বসতি স্থাপন; অথবা
  • রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন কোনাে একটি ভূখণ্ড, যে ভূখণ্ড উক্ত রাষ্ট্রের কাছে নির্দিষ্টভাবে আনুগত্য প্রকাশ করে।

আবার অনেকের মতে, কোনাে সার্বভৌম রাষ্ট্রের মালিকানাধীন দূরবর্তী ভূখণ্ডকে উপনিবেশ বলে।

নব-উপনিবেশবাদ : প্রাক্তন ঔপনিবেশিক শক্তিসমূহ কর্তৃক স্বাধীনতাপ্রাপ্ত দুর্বল রাষ্ট্রগুলাের ওপর প্রভাব বিস্তারের প্রচেষ্টার নাম হলাে নব-উপনিবেশবাদ বা New-Colonialism।

নবঔপনিবেশিকতার ফলে আফ্রিকার বহু দেশে পশ্চিম ইউরােপীয় দেশসমূহের রাজনৈতিক, সামাজিক ও সামরিক প্রাধান্যের স্থলে অর্থনৈতিক প্রাধান্য বজায় থাকে। তাছাড়া সম্প্রতি যুক্তরাষ্ট্র কর্ক আফগানিস্তান ও ইরাক দখল নব ঔপনিবেশিকতার প্রকৃষ্ট উদাহরণ।

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button