আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
প্রশ্ন সমাধান

আগস্ট ও সেপ্টেম্বর ২০২১ এ অনুষ্ঠিত চাকরীর পরীক্ষার প্রশ্ন ও সমাধান

আগস্ট ও সেপ্টেম্বর ২০২১ এ অনুষ্ঠিত চাকরীর পরীক্ষার প্রশ্ন ও সমাধান নিয়ে নিচে আলোচনা করা হলো্। আপনারা যারা বিভিন্ন চাকরী পরীক্ষায় অংশ গ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই উপকারী হবে। লেখাটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।

আগস্ট ও সেপ্টেম্বর অনুষ্ঠিত চাকরীর পরীক্ষার প্রশ্ন ও সমাধান পিডিএফ

আগস্ট ও সেপ্টেম্বর ২০২১ এ অনুষ্ঠিত চাকরীর পরীক্ষার প্রশ্ন ও সমাধান

আগস্ট ও সেপ্টেম্বর ২০২১ এ অনুষ্ঠিত চাকরীর পরীক্ষার প্রশ্ন ও সমাধান

প্রশ্ন : ‘পরীক্ষা’ শব্দটির সন্ধি-বিচ্ছেদ কোনটি
উত্তর : পরি + ঈক্ষা ।

প্রশ্ন : ‘বিদ্যালয়’ শব্দটির সন্ধি-বিচ্ছেদ নিচের কোনটি?
উত্তর : বিদ্যা + আলয়।

প্রশ্ন : ‘সন্ধান’ শব্দটির সন্ধি-বিচ্ছেদ নিচের কোনটি?
উত্তর : সম্ + ধান।

প্রশ্ন : ‘গায়ক’ শব্দটির সন্ধি-বিচ্ছেদ নিচের কোনটি?
উত্তর : গৈ + অক।

এই বিভাগ থেকে আরো পড়ুন

প্রশ্ন : ‘প্রত্যেক’ শব্দটির সন্ধি-বিচ্ছেদ নিচের কোনটি?
উত্তর : প্রতি + এক।

প্রশ্ন : ‘অন্ন’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
উত্তর : দ্যুতি।

প্রশ্ন : ‘ইচ্ছা’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
উত্তর : বিভু।

প্রশ্ন : ‘অম্ল’-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
উত্তর : মধুর।

প্রশ্ন : ‘নির্মল’-এর বিপরীতার্থক শব্দ নেটি?
উত্তর : পঙ্কিল।

প্রশ্ন : ‘অথৈ জল’ বাগধারা নিচের কোন অর্থ প্রকাশ করে—
উত্তর : ভীষণ বিপদ।

প্রশ্ন : ‘চালাক-চতুর’ কি ধরনের সমাস?
উত্তর : কর্মধারয়।

প্রশ্ন : সুগন্ধি কি ধরনের সমাস?
উত্তর : বহুব্রীহি।

প্রশ্ন : ‘বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন।’ ইহা কোন কারক?
উত্তর : কর্মকারক।

প্রশ্ন : সৎ পাত্রে কন্যা দান করিও। এখানে সৎ পাত্রে কোন কারক?
উত্তর : সম্প্রদান কারক।

আগস্ট ও সেপ্টেম্বর ২০২১ এ অনুষ্ঠিত চাকরীর পরীক্ষার প্রশ্ন ও সমাধান

প্রশ্ন : নােবেল পুরস্কার বিজয়ী বাঙালি কবির নাম কী?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্ন : কবর কবিতার রচয়িতা কে?
উত্তর : জসীমউদ্দীন।

প্রশ্ন : ‘হিমু’ নাটকটির রচয়িতা কে?
উত্তর : হুমায়ুন আহমেদ।

প্রশ্ন : ইমদাদুল হকের উপন্যাস নিচের কোনটি?
উত্তর : সারাবেলা।

প্রশ্ন : কোনটি দেশী শব্দ?
উত্তর : ঝােল।

প্রশ্ন : ‘হাসনাহেনা’ কোন দেশী শব্দ?
উত্তর : জাপানি।

প্রশ্ন : যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
উত্তর : বরিস জনসন।

প্রশ্ন : NATO stands for-
উত্তর : North Atlantic Treaty Organization.

প্রশ্ন : সর্বশেষ টি-২০ ক্রিকেট ম্যাচ খেলতে বাংলাদেশে কোন দল আসে?
উত্তর : নিউজিল্যান্ড।

প্রশ্ন : UNDP-তে কি হয়?
উত্তর : United Nations Development Program

প্রশ্ন : Covid-19 রােগী প্রথম কোন শহরে দেখা যায়?
উত্তর : উহান।

প্রশ্ন : Malacca Strait কোথায় অবস্থিত?
উত্তর : ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগর।

প্রশ্ন : গণচীনের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : মাও সেতুং।

আগস্ট ও সেপ্টেম্বর ২০২১ এ অনুষ্ঠিত চাকরীর পরীক্ষার প্রশ্ন ও সমাধান

প্রশ্ন : CIA কি?
উত্তর : Central Intelligence Agency

প্রশ্ন : ‘স্ফুলিং’ ছায়াছবির পরিচালক কে?
উত্তর : তৌকির আহমেদ।

প্রশ্ন : বাংলাদেশের সর্বশেষ বিভাগের নাম কি?
উত্তর : ময়মনসিংহ।

প্রশ্ন : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতি কে?
উত্তর : কাজী সালাউদ্দিন।

প্রশ্ন : ‘আকবর নামা’ গ্রন্থের লেখক কে?
উত্তর : আবুল ফজল।

প্রশ্ন : বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি?
উত্তর : মহাস্থানগড়।

প্রশ্ন : ৬ দফা দাবী কে উত্থাপন করেন—
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

প্রশ্ন : মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
উত্তর : ১১।

প্রশ্ন : ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

প্রশ্ন : বাংলাদেশকে প্রথম কোন দেশ স্বীকৃতি দেয়?
উত্তর : ভুটান।

প্রশ্ন : শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়?
উত্তর : ১৪ ডিসেম্বর।

প্রশ্ন : CPU কি?
উত্তর : Central Processing Unit.

প্রশ্ন : Facebook এর Inventor কে?
উত্তর : Mark Zuckerberg

আগস্ট ও সেপ্টেম্বর ২০২১ এ অনুষ্ঠিত চাকরীর পরীক্ষার প্রশ্ন ও সমাধান

প্রশ্ন : কম্পিউটারের RAM হচ্ছে-
উত্তর : Read Access Memory

প্রশ্ন : নিম্নের কোনটির Memory Capacity সর্বোচ্চ?
উত্তর : Terabyte.

প্রশ্ন : কোনটি নির্দেশক নয়?
উত্তর : তম।

প্রশ্ন : ক্রিয়ার প্রথম অংশকে কী বলে?
উত্তর : ধাতু।

প্রশ্ন : বাংলা ভাষায় কারকের সংখ্যা কত?
উত্তর : ছয়।

প্রশ্ন : নিচের কোনটি ‘গোঁফ খেজুরে’ অর্থ প্রকাশ করে?
উত্তর : খুব অলস।

প্রশ্ন : ‘সবিতা’ শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি?
উত্তর : সূর্য।

প্রশ্ন : দুটি শব্দের উচ্চারণ এক বা প্রায় এক কিন্তু অর্থ আলাদা। সেগুলােকে কী বলে?
উত্তর : শব্দজোড়।

প্রশ্ন : বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি?
উত্তর : ৭

প্রশ্ন : নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরন?
উত্তর : গরুরগাড়ি।

প্রশ্ন : পাশাপাশি ধ্বনির মিলনকে কী বলে?
উত্তর : সন্ধি।

আগস্ট ও সেপ্টেম্বর ২০২১ এ অনুষ্ঠিত চাকরীর পরীক্ষার প্রশ্ন ও সমাধান

প্রশ্ন : ক্লীব লিঙ্গ শব্দ কোনটি?
উত্তর : গাড়ি।।

প্রশ্ন : ‘গণপ্রজাতন্ত্রী’ কোন শ্রেণির শব্দ?
উত্তর : তৎসম ।

প্রশ্ন : ‘লােকে কিনা বলে’-বাক্যের লােক শব্দের আগে কোন বিভক্তি যুক্ত আছে?
উত্তর : এ।

প্রশ্ন : মেঘে বৃষ্টি হয়। মেঘে কোন কারক?
উত্তর : অপাদান কারক।

প্রশ্ন : বাঘের ভয়ে সকালে ভীত। বাঘের কোন কারক?
উত্তর : অপাদান কারক।

প্রশ্ন : অর্থ অনর্থ ঘটায়। অনর্থ কোন কারক?
উত্তর : কর্মকারক।

প্রশ্ন : নিজের চেষ্টায় বড় হও। চেষ্টায় কোন কারক?
উত্তর : করণ কারক।

প্রশ্ন : গগণে জমেছে মেঘ। মেঘ কোন কারক?
উত্তর : কর্মকারক।

প্রশ্ন : অনুচ্ছেদ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তর : অনু + ছেদ।

প্রশ্ন : উল্লেখ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তর : উৎ + লেখ।

প্রশ্ন : উন্নয়ন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তর : উৎ + নয়ন।

প্রশ্ন : ‘বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে’-বাক্যটি
উত্তর : যৌগিক।

প্রশ্ন : মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
উত্তর : হাঙর নদী গ্রেনেড ।

প্রশ্ন : ‘প্রমাদ’ শব্দের অর্থ কী?
উত্তর : ভুলভ্রান্তি।

প্রশ্ন : নিচের কোনটি গুনবাচক বিশেষণের উদাহরণ?
উত্তর : চৌকশ লােক।

আগস্ট ও সেপ্টেম্বর ২০২১ এ অনুষ্ঠিত চাকরীর পরীক্ষার প্রশ্ন ও সমাধান

প্রশ্ন : খনার বচন কী সংক্রান্ত?
উত্তর : কৃষি।

প্রশ্ন : কোনটি শুদ্ধ বানান?
উত্তর : ন্যূনতম।

প্রশ্ন : বাংলা সাহিত্যের সবচেয়ে পুরাতন গ্রন্থ কোনটি?
উত্তর : চর্যাপদ।

প্রশ্ন : Wisdom শব্দের বাংলা প্রতিশব্দ?
উত্তর : প্রজ্ঞা।

প্রশ্ন : ‘ভূত’ শব্দের বিপরীত শব্দ?
উত্তর : ভবিষ্যৎ।

প্রশ্ন : বাংলা বর্ণমালায় মােট বর্ণ কয়টি?
উত্তর : ৫০টি।

প্রশ্ন : ভাষা আন্দোলনভিত্তিক ‘কবর’ নাটকের রচয়িতা কে?
উত্তর : মুনীর চৌধুরী।

প্রশ্ন : ‘যা চিরস্থায়ী নয়’-এর এক কথায় প্রকাশ কোনটি?
উত্তর : নশ্বর।

প্রশ্ন : ‘বিনয়’-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
উত্তর : ঔদ্ধত্য।

প্রশ্ন : বাকল্যান্ড বাধ কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর : বুড়িগঙ্গা।

প্রশ্ন : মুদ্রার অবমূল্যায়ন হলে কি ঘটে?
উত্তর : আমদানী কমে যায়।

প্রশ্ন : ইয়াল্টা কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়?
উত্তর : ১৯৪৫।

প্রশ্ন : আগরতলা ষড়যন্ত্র মামলায় কতজনকে আসামী করা হয়?
উত্তর : ৩৫ জন।

প্রশ্ন : Grands National Assembly কোন দেশের পার্লামেন্ট?
উত্তর : তুরস্ক।

প্রশ্ন : বেগম পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন?
উত্তর : সুফিয়া কামাল।

আগস্ট ও সেপ্টেম্বর ২০২১ এ অনুষ্ঠিত চাকরীর পরীক্ষার প্রশ্ন ও সমাধান

প্রশ্ন : আন্তর্জাতিক নিরাপদ মাতৃত্ব দিবস কবে?
উত্তর : ২৮ মে।

প্রশ্ন : বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহকেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর : রাঙ্গামাটি।

প্রশ্ন : পদ্মা সেতুতে স্প্যানের সংখ্যা কতটি?
উত্তর : ৪১ টি।

প্রশ্ন : ১ ট্যারা বাইট = কত মেগা বাইট?
উত্তর : ১০ লক্ষ মেগা বাইট।

প্রশ্ন : বাংলাদেশের সাক্ষরতার হার
উত্তর : ৭৪.৭%।

প্রশ্ন : UNHCR-এর সদর দফতর কোথায়?
উত্তর : জেনেভা ।

প্রশ্ন : GCC-এর সদস্য সংখ্যা কত?
উত্তর : ৬।

প্রশ্ন : Law of the Sea Convention অনুযায়ী উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত Exclusive Economic Zone হিসেবে গণ্য?
উত্তর : ২০০ নটিক্যাল মাইল।।

প্রশ্ন : বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়ক কে ছিলেন?
উত্তর : আনােয়ারুল করিম শামীম।

প্রশ্ন : বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন?
উত্তর : মিথিলা।

প্রশ্ন : শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
উত্তর : শ্ৰৎ + ধা + অ + আ।

প্রশ্ন : কায়কোবাদের ‘মুহাশ্মশান’ কোন ধরনের রচনা?
উত্তর : মহাকাব্য।

প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্য কাব্য কোনটি?
উত্তর : পুনশ্চ।

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button