আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
প্রশ্ন সমাধান

মৎস্য অধিদপ্তরের অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান

মৎস্য অধিদপ্তরের অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান নিয়ে নিচে আলোচনা করা হলো। পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৪ ডিসেম্বর ২০২১। আপনারা যারা মৎস্য অধিদপ্তরের অফিস সহায়ক পদের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি সহায়ক হবে। তো চলুন প্রশ্ন ও উত্তর গুলো পড়ে নেওয়া যাক।

মৎস্য অধিদপ্তরের অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান

১। কারাগারের রােজনামচা’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

২। ভাষার উপাদান কয়টি?
উত্তর: ৪টি

৩। চলিত ভাষার সৃষ্টি হয়েছে-
উত্তর: ১৯১৪ খ্রি.

৪। সােনার তরী’ কবিতাটি কোন ছন্দে রচিত?
উত্তর: মাত্রাবৃত্ত

৫। শুদ্ধ বানান কোনটি?
উত্তর: পিপীলিকা

৬। আবার আসিব ফিরে’ কবিতাটি কোন কাব্যগ্রন্ধ থেকে নেয়া হয়েছে?
উত্তর: রূপসী

৭। দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনি কোনটি?
উত্তর: স ।

৮। পরীক্ষা’ শব্দের সন্ধি বিচ্ছেদ-
উত্তর: পরি + ঈক্ষা ।

৯। বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণ কয়টি?
উত্তর: ১০টি

১০। ‘মক্ষিকা’ এর সমার্থক শব্দ কোনটি?
উত্তর: মাছি ।

১১। বাংলা ভাষায় পুরুষ কত প্রকার?
উত্তর: তিন প্রকার

এই বিভাগ থেকে আরো পড়ুন

১২। বাংলা ভাষায় বচন কত প্রকার?
উত্তর: ২ প্রকার ।

১৩। কোনটি কোকিল শব্দের প্রতিশব্দ নয়?
উত্তর: পরভৃৎ

১৪। লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
উত্তর: কবিরাজ

১৫। ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের সময়কাল কত মিনিট?
উত্তর: ১৮ মিনিট

ইংরেজি অংশের সমাধান

১৬। Poor শব্দটি Noun কোনটি?
উত্তর: poverty

১৭। Mouse এর Plural form কোনটি?
উত্তর: mice

১৮। ‘সে কি ভাত খায়’- এর ইংরেজি কোনটি?
উত্তর: Does he eat rice?

১৯। কোনটি শুদ্ধ বানান?
উত্তর: Achievement

20। — room is very neatly made’ fill in the blank.
উত্তর: The

21 ‘I count – your help’ fill in the blank.
উত্তর: on

২২। Which is a possessive adjective?
উত্তর: our

২৩। Which one is Gerund?
উত্তর: Speaking

২৪। ‘All at once’ means-
উত্তর: Suddenly

২৫। Which is the antonym of Village?
উত্তর: urban

গণিত অংশের সমাধান

২৬। ১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যার যােগফল কত?
উত্তর: ৪৯৫০

২৭। এক কুড়ি কৈ মাছের দাম ৫০.০০ টাকা হলে একটি কৈ মাছের দাম কত?
উত্তর: ২.৫০ টাকা

২৮। ০.০০১x০.০১x০.০০১ = কত?
উত্তর: ০.০০০০০০০১

২৯। নিচের ভগ্নাংশগুলাের মধ্যে কোনটি বৃহত্তম?
উত্তর: ১/৪

৩০। ৩,৪ ও ৫ এর ল.সা.গু কোনটি?
উত্তর: ৬০

৩১। নিচের কোনটি মৌলিক সংখ্যা?
উত্তর: ২৯

৩২। ৩,৪ ও ৫ এর গ.সা.গু কোনটি?
উত্তর: ১

৩৩। রেখার বৈশিষ্ট্য কোনটি?
উত্তর: কেবল দৈর্ঘ্য আছে

৩৪। ত্রিভুজের ক্ষেত্রফল কোনটি?
উত্তর: ১/২ x ভূমি x উচ্চতা

৩৫। জনসংখ্যার ঘনত্ব
উত্তর: জনসংখ্যা/আয়তন

৩৬। কোনটি অধিবর্ষ
উত্তর: ২০২০

৩৭। ১ থেকে ১০ পর্যন্ত জোড় মৌলিক সংখ্যা কয়টি?
উত্তর: ১টি।

৩৮। গুণক
উত্তর: গুণফল/গুণ্য

৩৯। ১ এয়র’ = ?
উত্তর: ১০০ ব.মি.

৪০। একটি সুষম ঘড়ভূজের একটি অন্তঃকোণের পরিমাণ হবে-
উত্তর: ১২০ ডিগ্রি।

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button