৯ম-১০ম শ্রেণীর বাংলা ব্যাকরণ বাের্ড বই থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব- ৮


৯ম-১০ম শ্রেণীর বাংলা ব্যাকরণ বাের্ড বই থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব- ৮ Important Q&A from Bangla Grammar Baird Book of 9th-10th class part-8
১) সংখ্যাবাচক বহুব্রীহি সমাসচেনা – পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদ বিশেষ্য
২) এই সমাসের সমস্তপদে যুক্ত থাকে – আ, ই, ঈ ।
৩) সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের উদাঃ – দশগজি, চৌচালা, চারহাতি
৪) নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাঃ – দ্বীপ, অন্তরীপ, নরপশু, পন্ডিতমূর্খ
৫) দ্বিগু সমাসে-সমষ্টি থাকবে।
৬) দ্বিগু সমাসের উদাঃ – ত্রিকাল, চৌরাস্তা, তেমাথা, পঞ্চবটী
৭) অব্যয়ীভাব সমাস চেনার উপায়- পূর্বপদে অব্যয়ের অর্থ প্রাধান্য থাকবে
৮) সামীপ্য অর্থেঅব্যয়ীভাব সমাস – উপকণ্ঠ, উপকূল।
৯) বিপসা (অনু, প্রতি) অর্থেঅব্যয়ীভাবসমাস- প্রতিদিন, ক্ষণে ক্ষণে
এই বিভাগ থেকে আরো পড়ুন
- ক্রিয়াবিশেষণ
- ক্রিয়া
- বিশেষণ
- সর্বনাম
- বিশেষ্য
- শব্দের শ্রেণিবিভাগ
- সংখ্যাবাচক শব্দ
- অর্থের দিকে দিয়ে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়? প্রত্যেকটির সংজ্ঞা ও উদাহরণ দাও।
- নরবাচক ও নারীবাচক শব্দ
- শব্দদ্বিত্ব : অনুকার দ্বিত্ব, ধ্বন্যাত্মক দ্বিত্ব, পুনরাবৃত্ত দ্বিত্ব
১০) অভাব অর্থে অব্যয়ীভাব সমাস- নিরামিষ, নির্জল, নিরুৎসাহ
১১) পর্যন্ত অর্থে অব্যয়ীভাব সমাস- আপাদমস্তক, আসমুদ্রহিমাচল
১২) সাদৃশ্য অর্থে অব্যয়ীভাব সমাস-উপশহর, উপগ্রহ, উপবন
১৩) অতিক্রান্ত অর্থে অব্যয়ীভাব সমাস- উদ্বেল, উচঘৃঙ্খল
১৪) বিরােধ অর্থে অব্যয়ীভাব সমাস- প্রতিবাদ, প্রতিকূল
১৫) পশ্চাৎ অর্থেঅব্যয়ীভা সমাস-অনুগমন, অনুধাবন
১৬) ঈষৎ অর্থেঅব্যয়ীভাববসমাস- আনত, আরক্তিম।
১৭) প্লাদি সমাসের উদাঃ – প্রবচন, পরিভ্রমন, প্রভাত
১৮) নিত্যসমাস চেনা যায়- ব্যাসবাক্য হয় না বা লাগে না
১৯) নিত্যসমাসের উদাঃ – গ্রামান্তর, দর্শনমাত্র গৃহান্তর, আমরা
২০) গঠনগতভাবে শব্দ-২ প্রকার।
২১) অর্থমূলক ভাবে শব্দ- ৩ প্রকার
২২) উৎসগত দিক থেকে শব্দ- ৫ প্রকার
২৩) মৌলিক শব্দ-গােলাপ, নাক, লাল, তিন
২৪) যৌগিক শব্দ- গায়ক, কর্তব্য, বাবুআনা, মধূর, দৌহিত্র, চিকামারা
২৫) রূঢ়ি শব্দ- হস্তী, গবেষণা, বাঁশি, তৈল, প্রবীণ, সন্দেশ
২৬) যােগরূঢ় শব্দ- পঙ্কজ, রাজপত, মহাযাত্রা, জলধি
২৭) পদগুলাে প্রধানত – ২ প্রকার
২৮) সব্যয় পদ-৪ প্রকার
২৯) বিশেষ্যপদ- ৬ প্রকার
৩০) বিশেষণ পদ – ২ প্রকার
৩১) নাম বিশেষণ – ১০ প্রকার
৩২) ভাববিশেষণ – ৪ প্রকার