৯ম-১০ম শ্রেণীর বাংলা ব্যাকরণ বাের্ড বই থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব- ৬


৯ম-১০ম শ্রেণীর বাংলা ব্যাকরণ বাের্ড বই থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব- ৬ Important Q&A from Bangla Grammar Baird Book of 9th-10th class part-6
১) সংখ্যাবাচক শব্দ- ৪ প্রকার
২) তারিখ বাচক শব্দ – ১ থেকে ৪ পর্যন্ত হিন্দি নিয়মে সাধিত
৩) বচন ব্যাকরণের- পারিভাষিক শব্দ
৪) বচন শব্দের অর্থ- সংখ্যার ধারণা
৫) বাংলা ভাষায় বচন-২ প্রকার।
৬) টা, টি খানা, খানি- বিশেষ্যের একবচন নির্দেশ করে
৭) উন্নত প্রাণীবাচক শব্দে ব্যবহৃত – রা
৮) প্লাণিবাচক ও অগ্রাণিবাচক শব্দের বহু বচনে – গুলা, গুলি,গুলাে
৯) ক্তর বহুবচনে ব্যবহৃত হয়- পাল ও যূথ।
১০) সমাস মানে -সংক্ষেপ, মিলন
১১) সমাসের রীতি বাংলায় এসেছে- সংস্কৃত থেকে
১২) সমাস নিষ্পন্ন পদের নাম- সমস্তপদ
এই বিভাগ থেকে আরো পড়ুন
- ক্রিয়াবিশেষণ
- ক্রিয়া
- বিশেষণ
- সর্বনাম
- বিশেষ্য
- শব্দের শ্রেণিবিভাগ
- সংখ্যাবাচক শব্দ
- অর্থের দিকে দিয়ে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়? প্রত্যেকটির সংজ্ঞা ও উদাহরণ দাও।
- নরবাচক ও নারীবাচক শব্দ
- শব্দদ্বিত্ব : অনুকার দ্বিত্ব, ধ্বন্যাত্মক দ্বিত্ব, পুনরাবৃত্ত দ্বিত্ব
১৩) যে যে পদের সমাস হ্য তাদের বলে – সমস্যমান পদ
১৪) সমাস যুক্ত পদের প্রথম অংশকে বলে – পূর্বপদ।
১৫) পরবর্তী অংশকে বলে – উত্তরপদ
১৬) সমস্তপদকে ভাঙ্গলে পাওয়া যায় – ব্যাস বাক্য বা বিগ্রহবাক্য
১৭) সমাস প্রধানত – ৬ প্রকার
১৮) দ্বন্দ্ব সমাস চেনার উপায় – এবং, ও, আর এই ৩ টি অব্যয় থাকবে
১৯) মিলনার্থে দ্বন্দ্ব – মা-বাপ, চা-বিস্কুট
২০) বিরােধার্থে দ্বন্দ্ব – দা- কুমড়া, অহি-নকুল
২১) বিপরীতার্থে দ্বন্দ্ব – জমা-খরচ, আয়-ব্যয়
২২) সমার্থক অর্থে দ্বন্দ্ব – হা-বাজার, খাতা- পত্র
২৩) অলুক দ্বন্দ্ব সমাস- দুধে-ভাতে, জলে-স্থলে
২৪) বহুপদী দ্বন্দ্ব সমাস হলাে- তিন বা বহু পদের দ্বন্দ্ব
২৫) বহুপদী দ্বন্দ্ব সমাসের উদাহরণ – সাহেব বিবি গােলাম
২৬) কর্মধারয় সমাসের চিহ্ন- বিশেষণের সাথে বিশেষ্যের সমাস হয়
২৭) কর্মধারয় সমাস – নীলপদ্ম, কাঁচামিঠা, জজ সাহেব, ধােয়ামােছা
২৮) কর্মধারয় সমাস- ৪ প্রকার
২৯) মধ্যপদলােপী কর্মধারয় সমাস- সিংহাসন, সাহিত্যসভা, স্মৃতিসৌধ
৩০) উপমান কর্মধারয় সমাস – ভ্রমরকৃষ্ণ, তুষার শুভ্র, অরুণরাঙ্গা।
৩১) উপমান অর্থ- তুলনীয় বস্তু।
৩২) প্রত্যক্ষ বস্তুর সাথে পরােক্ষ বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুকে বলে – উপমেয
৩৩) যার সঙ্গে তুলনা করা হয়েছে তাকে বলে – উপমান
৩৪) উপমিত কর্মধারয় সমাস – চন্দ্রমুখ, সিংহপুরুষ
৩৫) রূপক কর্মধারয় সমাস-ক্রোধানল, বিষাদসিন্দু, মনমাঝি
৩৬) তৎপুরুষ সমাস- ৯ প্রকার