বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি

৯ম-১০ম শ্রেণীর বাংলা ব্যাকরণ বাের্ড বই থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব- ১

৯ম-১০ম শ্রেণীর বাংলা ব্যাকরণ বাের্ড বই থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব- ১

ভাষার সৃষ্টি হয়- ধ্বনির সাহায্যে

ভাষার মূল উপাদান – ধ্বনি

ধ্বনির সৃষ্টি হয়- বাগযন্ত্রের সাহায্যে

বর্তমানে পৃথিবীতে ভাষা প্রচলিত আছে – সাড়ে তিন হাজারের বেশি (৩৫০০+)।

ভাষাভাষীর দিক থেকে বাংলার অবস্থান – ৪র্থ

বর্তমানে পৃথিবীতে কত লােকের মুখের ভাষা বাংলা- প্রায় ত্রিশ কোটি

পৃথিবীর সব ভাষারই – উপভাষা আছে

ভাষার রূপ- ২ টি।

সাধু ভাষা- নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযােগী

সাধু ভাষা- গুরু গম্ভীর ও তৎসম শব্দবহুল

ভাষার চলিত রীতি – পরিবর্তনশীল

নাটক ও বক্তৃতার সংলাপের উপযােগী – চলিত ভাষা

বাংলা ভাষার শব্দ সম্ভারকে ভাগ করা যায- ৫ ভাগে।

তৎসম শব্দ চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য

তদ্ভব শব্দ- হাত, চামার

এই বিভাগ থেকে আরো পড়ুন

অর্ধতৎসম শব্দ-জ্যোছনা, ছেরাদ্দ, গিন্নী, বােষ্টম, কুচ্ছিত

দেশি শব্দ-কুড়ি, চুলা, কুলা, গজ, চোঙ্গা, টোপর, ডাব, ডাগর, চেঁকি

ধর্ম সংক্রান্দ আরবি শব্দ- আল্লাহ, ইসলাম, ঈমান, ওজু কোরবানি ইত্যাদি

প্রশাসনিক আরবি শব্দ-আদালত, আলেম, ইনসান, উকিল, এজলাস, কলম, কানুন ইত্যাদি

ধর্ম সংক্রান্ত ফারসি শব্দ-খােদা, গুনাহ, দোজখ, নামাজ, ফেরেশতা ইত্যাদি

প্রশাসনিক ফারসি শব্দ- কারখানা, চশমা, জবান বন্দি, তারিখ, তােশক, দফতর, দরবার ইত্যাদি

ইংরেজি শব্দ- ইউনিভার্সিটি, ইউনিয়ন, কলেজ, টিন, নভেল ইত্যাদি

পর্তুগিজ শব্দ- আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি ইত্যাদি

ফরাসি শব্দ- কার্তুজ, কুপন, ডিপাে, রেস্তোরাঁ

ওলন্দাজ শব্দ- ইস্কাপন, টেককা, তুরুপ, রুইতন, হরতন

গুজরাটি শব্দ- খদ্দর, হরতাল

পাঞ্জাবি শব্দ- চাহিদা শিখ

তুর্কি শব্দ- চাকর, চাকু, তােপ, দারােগা

চিনা শব্দ- চা, চিনি

বার্মিজ শব্দ – ফুঙ্গি, লুঙ্গি

জাপানি শব্দ- রিসা, হারিকিরি

মিশ্র শব্দ- রাজা বাদশা (তৎসম+ ফারসি), হাট বাজার( বাংলা+ ফারসি), হেড মৌলভি(ইংরেজি+ ফারসি), হেড পন্ডিত( ইংরেজি+ তৎসম), খ্রিষ্টাব্দ( ইংরেজি+তৎসম), চৌহদ্দি( ফারসি+ আরবি)

ব্যাকরণ শব্দটির প্রকৃতি প্রত্যয়- বি+আ+কৃ+অন।

ব্যাকরণ শব্দের অর্থ- বিশেষ ভাবেবিশ্লেষণ

প্রত্যেক ভাষার মৌলিক অংশ- ৪টি

Bcs Preparation

BCS Preparation provides you with course materials and study guides for JSC, SSC, HSC, NTRCA, BCS, Primary Job, Bank and many other educational exams.
Back to top button