বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি

৯ম-১০ম শ্রেণীর বাংলা ব্যাকরণ বাের্ড বই থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব- ৪

৯ম-১০ম শ্রেণীর বাংলা ব্যাকরণ বাের্ড বই থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব- ৪

১) ট বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে- ‘ণ’ যুক্ত হয় (ঘন্টা, লণ্ঠন, কান্ড)

২) ঋ, র, ষ এর পর- ‘ণ’ হ্য( ঋণ,তৃণ,বর্ণ, বর্ণনা,ভীষণ)

৩) স্বভাবতই মূর্ধন্য হয়েছে এমন শব্দ- চাণক্য, বাণিজ্য, মণ, লবণ, বেণু-বীণা, লাবণ্য ইত্যাদি

৪) ণ- স্ব বিধান হ্য না- সমাসবদ্ধ শব্দে।

৫) সমাস বদ্ধ শব্দে মূর্ধন্য এর পরিবর্তে হবে- ন।

৬) ‘ঝ’ কারের পরে- ষহ্য ( ঋষি, কৃষক, দৃষ্টি,সৃষ্টি)

৭) তৎসম শব্দের ‘র’ এর পর-য হ্য (বর্ষা, ঘর্ষণ, বর্ষণ)

৮) ট বর্গীয় ধ্বনির সাথে- সহ্য (কষ্ট, স্পষ্ট, নষ্ট, কাষ্ঠ)

৯) স্বভাবতই ‘ষ’ হয়েছে এমন শব্দ- ষড়ঋতু, রােষ, কোষ, আষাঢ়। ভাষণ, ভাষা, ঊষা, পৌষ, পাষাণ, ভূষণ

১০) ‘ষ’ হয় না এমন শব্দ- জিনিস, পােশাক, মাস্টার, পােস্ট

১১) পাশাপাশি দুই বর্ণের মিলনকে বলে – সন্ধি

১২) বাংলাসন্ধি – ২ রকমের

১৩) তৎসম সন্ধি – ৩ প্রকার

এই বিভাগ থেকে আরো পড়ুন

১৪) কতিপয় সন্ধি বিচ্ছেদ-যথা+অর্থ= যথার্থ, সূর্য+ উদ্য= সূর্যোদয়, দেব+ঋষি দেবর্ষি, তৃষ্ণা+ঋত= তৃষ্ণার্ত, জন+এক জনৈক, বন+ওষধি=বনৌষধি, নৈ+অক=নায়ক, গৈ+অক=গায়ক,

১৫) সাধিত সন্ধি – উৎ+থান=উথান, সম্ + কার= সংস্কার, সম্+ কৃত= সংস্কৃত

১৬) নিপাতনে সিদ্ধ সন্ধি- আ+চর্য= আশ্চর্য, ষট্ + দশ= ষােড়শ, পর পর = পরস্পর।

১৭) বিসর্গসন্ধি – বাচঃ+পতি= বাচস্পতি, ভাঃ+কর= ভাস্কর, অহঃ+ নিশি= অহনিশি, অহঃ + অহ অহরহ

১৮) বাংলায় পুরুষ ও স্ত্রীবাচক শব্দ- ২ প্রকার

১৯) পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ- মা, চাচী, কাকী, দাদী, ননদ, জা ইত্যাদি

২০) পতি অর্থে পূরুষবাচক শব্দ-বাবা, কাকা, দাদা, নন্দাই,দেওর, ভাই

২১) ঈ প্রত্যয় যুক্ত স্ত্রীবাচক শব্দ-বেঈমী, ভাগনী

২২) নী প্রত্যয় যুক্ত স্ত্রীবাচক শব্দ- কামারনী, জেলেনী, কুমারনী, ধােপানী

২৩) আনী প্রত্যয়যুক্ত শব্দ-ঠাকুরাণী, নাপিতানী, মেথরানী, চাকরাণী

২৪) ইনী প্রত্যয় যুক্ত- কাঙ্গালিনী, গােয়ালিনী, বাঘিনী

২৫) আইন প্রত্যয়যুক্ত -ঠাকুরাইন।

২৬) নিত্য স্ত্রীবাচক শব্দ- সতীন, সৎমা, এযাে, দই, সধবা

২৭) আ যােগে সংস্কৃত স্ত্রী প্রত্যয়যুক্ত শব্দ-মৃতা, বিবাহিতা, মাননীয়া, কনিষ্ঠা ইত্যাদি

২৮) জাতি বাচক – অজা, কোকিলা, শিষ্যা, ক্ষত্রিয়া।

২৯) ঈ প্রত্যয়যােগে সাধারণ অর্থে স্ত্রীবাচক- নিশাচরী, ভয়ংকরী, রজকী, কিশােরী, সুন্দরী

৩০) ঈ প্রত্যয়যােগে জাতি বাচক স্ত্রী শব্দ- সিংহী, ব্রাক্ষণী, মানবী, বৈষ্ণবী, কুমারী, ময়ূরী

Bcs Preparation

BCS Preparation provides you with course materials and study guides for JSC, SSC, HSC, NTRCA, BCS, Primary Job, Bank and many other educational exams.
Back to top button