৯ম-১০ম শ্রেণীর বাংলা ব্যাকরণ বাের্ড বই থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব- ৪


৯ম-১০ম শ্রেণীর বাংলা ব্যাকরণ বাের্ড বই থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব- ৪
১) ট বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে- ‘ণ’ যুক্ত হয় (ঘন্টা, লণ্ঠন, কান্ড)
২) ঋ, র, ষ এর পর- ‘ণ’ হ্য( ঋণ,তৃণ,বর্ণ, বর্ণনা,ভীষণ)
৩) স্বভাবতই মূর্ধন্য হয়েছে এমন শব্দ- চাণক্য, বাণিজ্য, মণ, লবণ, বেণু-বীণা, লাবণ্য ইত্যাদি
৪) ণ- স্ব বিধান হ্য না- সমাসবদ্ধ শব্দে।
৫) সমাস বদ্ধ শব্দে মূর্ধন্য এর পরিবর্তে হবে- ন।
৬) ‘ঝ’ কারের পরে- ষহ্য ( ঋষি, কৃষক, দৃষ্টি,সৃষ্টি)
৭) তৎসম শব্দের ‘র’ এর পর-য হ্য (বর্ষা, ঘর্ষণ, বর্ষণ)
৮) ট বর্গীয় ধ্বনির সাথে- সহ্য (কষ্ট, স্পষ্ট, নষ্ট, কাষ্ঠ)
৯) স্বভাবতই ‘ষ’ হয়েছে এমন শব্দ- ষড়ঋতু, রােষ, কোষ, আষাঢ়। ভাষণ, ভাষা, ঊষা, পৌষ, পাষাণ, ভূষণ
১০) ‘ষ’ হয় না এমন শব্দ- জিনিস, পােশাক, মাস্টার, পােস্ট
১১) পাশাপাশি দুই বর্ণের মিলনকে বলে – সন্ধি
১২) বাংলাসন্ধি – ২ রকমের
১৩) তৎসম সন্ধি – ৩ প্রকার
এই বিভাগ থেকে আরো পড়ুন
- ক্রিয়াবিশেষণ
- ক্রিয়া
- বিশেষণ
- সর্বনাম
- বিশেষ্য
- শব্দের শ্রেণিবিভাগ
- সংখ্যাবাচক শব্দ
- অর্থের দিকে দিয়ে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়? প্রত্যেকটির সংজ্ঞা ও উদাহরণ দাও।
- নরবাচক ও নারীবাচক শব্দ
- শব্দদ্বিত্ব : অনুকার দ্বিত্ব, ধ্বন্যাত্মক দ্বিত্ব, পুনরাবৃত্ত দ্বিত্ব
১৪) কতিপয় সন্ধি বিচ্ছেদ-যথা+অর্থ= যথার্থ, সূর্য+ উদ্য= সূর্যোদয়, দেব+ঋষি দেবর্ষি, তৃষ্ণা+ঋত= তৃষ্ণার্ত, জন+এক জনৈক, বন+ওষধি=বনৌষধি, নৈ+অক=নায়ক, গৈ+অক=গায়ক,
১৫) সাধিত সন্ধি – উৎ+থান=উথান, সম্ + কার= সংস্কার, সম্+ কৃত= সংস্কৃত
১৬) নিপাতনে সিদ্ধ সন্ধি- আ+চর্য= আশ্চর্য, ষট্ + দশ= ষােড়শ, পর পর = পরস্পর।
১৭) বিসর্গসন্ধি – বাচঃ+পতি= বাচস্পতি, ভাঃ+কর= ভাস্কর, অহঃ+ নিশি= অহনিশি, অহঃ + অহ অহরহ
১৮) বাংলায় পুরুষ ও স্ত্রীবাচক শব্দ- ২ প্রকার
১৯) পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ- মা, চাচী, কাকী, দাদী, ননদ, জা ইত্যাদি
২০) পতি অর্থে পূরুষবাচক শব্দ-বাবা, কাকা, দাদা, নন্দাই,দেওর, ভাই
২১) ঈ প্রত্যয় যুক্ত স্ত্রীবাচক শব্দ-বেঈমী, ভাগনী
২২) নী প্রত্যয় যুক্ত স্ত্রীবাচক শব্দ- কামারনী, জেলেনী, কুমারনী, ধােপানী
২৩) আনী প্রত্যয়যুক্ত শব্দ-ঠাকুরাণী, নাপিতানী, মেথরানী, চাকরাণী
২৪) ইনী প্রত্যয় যুক্ত- কাঙ্গালিনী, গােয়ালিনী, বাঘিনী
২৫) আইন প্রত্যয়যুক্ত -ঠাকুরাইন।
২৬) নিত্য স্ত্রীবাচক শব্দ- সতীন, সৎমা, এযাে, দই, সধবা
২৭) আ যােগে সংস্কৃত স্ত্রী প্রত্যয়যুক্ত শব্দ-মৃতা, বিবাহিতা, মাননীয়া, কনিষ্ঠা ইত্যাদি
২৮) জাতি বাচক – অজা, কোকিলা, শিষ্যা, ক্ষত্রিয়া।
২৯) ঈ প্রত্যয়যােগে সাধারণ অর্থে স্ত্রীবাচক- নিশাচরী, ভয়ংকরী, রজকী, কিশােরী, সুন্দরী
৩০) ঈ প্রত্যয়যােগে জাতি বাচক স্ত্রী শব্দ- সিংহী, ব্রাক্ষণী, মানবী, বৈষ্ণবী, কুমারী, ময়ূরী