আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
বাংলাদেশ বিষয়াবলীশিক্ষক নিবন্ধন

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রস্তুতি বাংলাদেশ বিষয়াবলী ২য় পর্ব

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রস্তুতি বাংলাদেশ বিষয়াবলী ২য় পর্ব নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি গুরুত্বপূর্ণ হবে।

  • বাংলাদেশের প্লাবন সমভূমির আয়তন- ১,২৪,২৬৬ বর্গ কিলােমিটার।
  • বাংলাদেশের কুয়েত সিটি- খুলনা অঞ্চল।
  • প্রাচীন কনসুবর্ণ বলতে বােঝায়- আধুনিক পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদকে।
  • আলাউদ্দিন ফিরােজ শাহকে হত্যা করেন- তার চাচা গিয়াসউদ্দিন মাহমুদ শাহ।
  • বর্তমান আসাদ গেটের পূর্বনাম- আইয়ুব গেট।
  • ‘কনসার্ট ফর বাংলাদেশ’ অনুষ্ঠিত হয়- ১ আগস্ট ১৯৭১।
  • জাতীয় রাজস্ব বাের্ডের প্রধান কর্মকর্তার পদবি- চেয়ারম্যান।
  • লবণ শিল্প বিকাশের ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি হলাে- আয়ােডিনযুক্ত লবণ উৎপাদন।

আরো পড়ুন : ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রস্তুতি বাংলাদেশ বিষয়াবলী ১ম পর্ব

  • যে কোনাে ফসলের উচ্চ ফলনশীল প্রজাতিকে সংক্ষেপে বলা হয়- উফশী ।
  • বাংলাদেশ বিমানের স্লোগান- Wings of your Freedom.
  • দেশের দীর্ঘতম ফ্লাইওভারের নাম- মেয়র মােহাম্মদ হানিফ ফ্লাইওভার।
  • যে মােগল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল- আওরঙ্গজেব।
  • মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন- এ. এইচ, এম, কামারুজ্জামান।
  • ভাটিয়ালি বাংলাদেশের যে অঞ্চলের গান- ময়মনসিংহ।
  • বাংলাদেশ ব্যাংকে গভর্নরের মেয়াদকাল- ৪ বছর।

আরো পড়ুন : ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রস্তুতি আন্তর্জাতিক বিষয়াবলী ১ম পর্ব

  • বাংলাদেশের যে জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে- মৌলভীবাজার।
  • দেশের প্রথম ইনল্যান্ড কনটেইনার নৌ টার্মিনাল অবস্থিত- পানগাঁও, কেরানিগঞ্জ।
  • সমাজের সবচেয়ে ক্ষুদ্রতম ও আদিম সামাজিক সংগঠন- পরিবার।
  • পরিবারের মনস্তাত্ত্বিক কাজ- সন্তান লালন পালন।
  • বাংলাদেশ ন্যাশনাল ট্যুরিজম কাউন্সিলের চেয়ারম্যান- প্রধানমন্ত্রী।
  • বাংলাদেশ প্রথম অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (PTA) করবে যে দেশের সাথে- ভুটান।
  • বাংলাদেশের ডাক বিভাগের মােবাইল ব্যাংকিং সেবার নাম- নগদ।
  • দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র- টেকনাফ, কক্সবাজার।
  • জাতীয় ভােটার দিবস পালিত হয়- ২ মার্চ।
  • বাংলাদেশে MNP সেবা চালু হয়- ১ অক্টোবর ২০১৮।
  • বাংলাদেশ সেনাবাহিনীতে পদাতিক ডিভিশনের সংখ্যা- ১০টি।
  • দেশের ২৭তম গ্যাসক্ষেত্র- ভােলা নর্থ-১।
  • বাংলাদেশে আবিষ্কৃত মােট গ্যাসক্ষেত্রের সংখ্যা- ২৭টি।
  • জাতীয় নিরাপদ সড়ক দিবস- ২২ অক্টোবর।
  • বাংলাদেশে রপ্তানিতে শীর্ষ দেশ- চীন।

আরো পড়ুন : কারেন্ট অ্যাফেয়ার্স আগস্ট ২০২০ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

  • মিসরে অনুষ্ঠিত ২৫তম আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযােগিতায় প্রথম স্থান অধিকারী বাংলাদেশি কিশাের- মুহাম্মদ মুজাহিদুল ইসলাম।
  • জাতীয় সংসদের ইতিহাসে সংক্ষিপ্ততম অধিবেশন- সপ্তম অধিবেশন।
  • দেশের নদ-নদী দূষণ প্রতিরােধে গঠিত বাহিনী- ফোরশাের গার্ড ফোর্স।
  • ‘বঙ্গবন্ধু দ্বীপ’ অবস্থিত- সুন্দরবনের নিকটবর্তী বঙ্গোপসাগরে।
  • বঙ্গবন্ধু স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন নির্মাণ করা হয়- গাজীপুরের জয়দেবপুর ও রাঙামাটির বেতবুনিয়ায়।

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button