টুকরো সংবাদ

১১০০ বছর আগের স্থাপনার সন্ধান

মুন্সিগঞ্জের নাটেশ্বর দেউলে প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে আটটি স্পেকযুক্ত ধর্মচক্র আবিষ্কৃত হয়েছে। নাটেশ্বরে পঞ্চমবারের মতাে অষ্টকোণাকৃতির স্তুপ পাওয়া গেল। অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন ও ঐতিহ্য অন্বেষণের উৎখননের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে প্রথম তাৎপর্যপূর্ণ এ ধর্মচক্র আবিষ্কৃত হয়।

২০১৩-১৪ সাল থেকে নাটেশ্বরে প্রত্নতাত্ত্বিক খননকাজ শুরু করা হয়। পণ্ডিত অতীশ দীপঙ্করের (৯৮০-১০৫৩ খ্রিষ্টাব্দ) জন্মভূমি বিক্রমপুরের নাটেশ্বর দেউলে সম্প্রতি আবিষ্কৃত প্রতীকী স্থাপত্যগুলাে দেখে মনে হয় প্রায়। ১,১০০ বছর আগে বিক্রমপুরে বৌদ্ধধর্ম ও দর্শনের অত্যন্ত সমৃদ্ধিশালী চিন্তাধারা বিকাশ লাভ করে।

আবিষ্কৃত আটটি স্পেকযুক্ত এ ধর্মচক্রকে সূর্যের সঙ্গে তুলনা করা হয়। এর মাধ্যমে বৌদ্ধ দর্শনের অষ্টাঙ্গিক মার্গ সদৃষ্টি, সৎসংকল্প, সত্বাক্য, সৎকর্ম, সজীবিকা, সৎচিন্তা, সঠিক চৈতন্য ও সৎধ্যান প্রতীকীরূপে ই প্রতিফলিত হয়।

আরো পড়ুন

Bcs Preparation

BCS Preparation provides you with course materials and study guides for JSC, SSC, HSC, NTRCA, BCS, Primary Job, Bank and many other educational exams.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button