আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
কারেন্ট অ্যাফেয়ার্স

সেপ্টেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সাম্প্রতিক এমসিকিউ সাধারণ জ্ঞান

সেপ্টেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সাম্প্রতিক এমসিকিউ সাধারণ জ্ঞান নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য রচনাটি খুবই গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ বিষয়াবলী

১. বাংলাদেশ সরকার কোন প্রকল্পের অধীনে গৃহহীন এবং বাস্তুচ্যুত মানুষদের জন্য বাসস্থান নির্মাণ করে দেয়?
ক) আবাসন প্রকল্প
খ) গৃহহীন প্রকল্প
গ) আশ্রয়ণ প্রকল্প
ঘ) নিকেতন প্রকল্প

সঠিক উত্তর : আশ্রয়ণ প্রকল্প

২. ২৮ আগস্ট ২০২২ বাংলাদেশ কোন দেশের ১৬টি পণ্য আমদানিতে করমুক্ত সুবিধা প্রদান করে?
ক) ভূটান
খ) ভারত
গ) চীন
ঘ) শ্রীলংকা

সঠিক উত্তর : ভূটান

আরো পড়ুন : কারেন্ট অ্যাফেয়ার্স সেপ্টেম্বর ২০২২ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

৩. দেশের প্রথম পূর্ণাঙ্গ বেসরকারি মহাকাশ গবেষণা কেন্দ্র (মানমন্দির) কোথায় অবস্থিত?
ক) ভাঙ্গা, ফরিদপুর
খ) শ্রীপুর, গাজীপুর
গ) আলীকদম, বান্দরবান
ঘ) লালপুর, নাটোর

সঠিক উত্তর : শ্রীপুর, গাজীপুর

৪. ১০ আগস্ট ২০২২ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর হিসেবে নিয়ােগ পান কে?
ক) ড. মুনতাসীর মামুন
খ) ড. কাজী সাজ্জাদ হােসেন
গ) ড. খুরশীদা বেগম
ঘ) ড. আতিউর রহমান

সঠিক উত্তর : ড. খুরশীদা বেগম

আন্তর্জাতিক বিষয়াবলী

৫. জাপােরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কোথায় অবস্থিত?
ক) জার্মানি
খ) রাশিয়া
গ) ইউক্রেন
ঘ) ফ্রান্স

সঠিক উত্তর : ইউক্রেন

৬. দক্ষিণ আফ্রিকার জুলু সম্প্রদায়ের নতুন রাজা কে?
ক) গুডউইল জুয়েলথিনি
খ) মিসুজুলু কা জুলেথিনি
গ) এমবােনিসি জুলু
ঘ) শাককা সেনজাঙ্গাখােনা

সঠিক উত্তর : মিসুজুলু কা জুলেথিনি

৭. যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচন কবে অনুষ্ঠিত হবে?
ক) ২ নভেম্বর ২০২২
খ) ৪ নভেম্বর ২০২২
গ) ৬ নভেম্বর ২০২২
ঘ) ৮ নভেম্বর ২০২২

সঠিক উত্তর : ৮ নভেম্বর ২০২২

৮. কেনিয়ার নতুন প্রেসিডেন্ট কে?
ক) ওয়াফুলা চেবুকাটি
খ) রাইলা ওডিঙ্গা
গ) উইলিয়াম রুটো
ঘ) উহুরু কেনিয়াত্তা

সঠিক উত্তর : উইলিয়াম রুটো

৯. কোন দেশ ২০২৪ সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়?
ক) রাশিয়া
খ) চীন
গ) ফ্রান্স
ঘ) জার্মানি

সঠিক উত্তর : রাশিয়া

আরো পড়ুন : প্রফেসর’স কারেন্ট অ্যাফেয়ার্স আগস্ট ২০২২ [পিডিএফ]

১০. মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলােসি কবে তাইওয়ান সফর করেন?
ক) ২-৩ আগস্ট ২০২২
খ) ৪-৫ আগস্ট ২০২২
গ) ৬-৭ আগস্ট ২০২২
ঘ) ৮-৯ আগস্ট ২০২২

সঠিক উত্তর : ২-৩ আগস্ট ২০২২

সংস্থা প্রধান

১১. ২৫জুলাই ২০২২ ECOSOC’র ৭৮তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণ করেন কে?
ক) কোলেন ভিক্সেন কেলাপিলে (বতসােয়ানা)
খ) লাচিজারা স্টোয়েভা (বুলগেরিয়া)
গ) ভােলান বােজকার (তুরস্ক)
ঘ) আবদুল্লা শহীদ (মালদ্বীপ)

সঠিক উত্তর : লাচিজারা স্টোয়েভা (বুলগেরিয়া)

১২. OPEC’র নতুন মহাসচিব কে?
ক) মােহাম্মদ সালেহ জোখদার (সৌদি আরব)
খ) আবদুল্লাহ সালেম (লিবিয়া)
গ) আলভারাে সিলভা (ভেনিজুয়েলা)
ঘ) হাইথাম আল-গাইস (কুয়েত)

সঠিক উত্তর : হাইথাম আল-গাইস (কুয়েত)

১৩. আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) প্রধান অর্থনীতিবিদ কে?
ক) গীতা গােপীনাথ
খ) অলিভিয়ার ব্লানচার্ড
গ) পিয়েরে-অলিভিয়ের গৌরিঞ্চাস
ঘ) ইন্দরমিত গিল

সঠিক উত্তর : পিয়েরে-অলিভিয়ের গৌরিঞ্চাস

১৪. বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কে?
ক) কারমেন রেইনহার্ট
খ) কৌশিক বসু
গ) ডেভিড মালপাস
ঘ) ইন্দরমিত গিল

সঠিক উত্তর : ইন্দরমিত গিল

সংস্থা সদস্য

১৫. এশীয় অবকাঠামাে বিনিয়ােগ ব্যাংকের (AIIB) বর্তমান সদস্য দেশ কতটি?
ক) ৮৯টি
খ) ৯০টি
গ) ৯১টি
ঘ) ৯২টি

সঠিক উত্তর : ৯২টি

১৬. ৪ আগস্ট ২০১২ কোন দেশ AIIB’র ৯২তম সদস্যপদ লাভ করে?
ক) তিউনিসিয়া
খ) বেনিন
গ) চিলি
ঘ) ইরাক

সঠিক উত্তর : ইরাক

আরো পড়ুন : সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২ থেকে ৫০টি এমসিকিউ

১৭. আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) বর্তমান সদস্য দেশ কতটি?
ক) ১০৪টি
খ) ১০৬টি
গ) ১০৮টি
ঘ) ১১০টি

সঠিক উত্তর : ১০৮টি

১৮. ২৬ জুলাই ২০২২ কোন দেশটি ICC’র সদস্যপদ লাভ করে?
ক) কম্বােডিয়া
খ) উজবেকিস্তান
গ) আইভরি কোস্ট
ঘ) ওপরের সবগুলাে

সঠিক উত্তর : ওপরের সবগুলাে

রিপাের্ট-সমীক্ষা

১৯. Lloyd’s List’র তথ্য অনুসারে বিশ্বে ব্যস্ততম বন্দর কোনটি?
ক) সিঙ্গাপুর বন্দর
খ) সাংহাই বন্দর, চীন
গ) বুসান বন্দর, দক্ষিণ কেরিয়া
ঘ) নিংবাে জওশান বন্দর, চীন

সঠিক উত্তর : সাংহাই বন্দর, চীন

২০. Lloyd’s List’র তথ্য অনুসারে চট্টগ্রাম সমুদ্রবন্দর বিশ্বের কততম ব্যস্ততম বন্দর?
ক) ৫৮তম
খ) ৬৪তম
গ) ৭০তম
ঘ) ৭৬তম

সঠিক উত্তর : ৬৪তম

২১. জাতিসংঘের জনসংখ্যা প্রতিবেদন অনুযায়ী, জনসংখ্যার ঘনত্বে শীর্ষ দেশ কোনটি?
ক) মােনাকো
খ) সিঙ্গাপুর
গ) বাহরাইন
ঘ) মালদ্বীপ

সঠিক উত্তর : মােনাকো

২২. জাতিসংঘের জনসংখ্যা প্রতিবেদন অনুযায়ী, জনসংখ্যার ঘনত্বে বাংলাদেশের অবস্থান কত?
ক) পঞ্চম
খ) ষষ্ঠ
গ) সপ্তম
ঘ) অষ্টম

সঠিক উত্তর : ষষ্ঠ

ক্রীড়াঙ্গন

২৩. বাংলাদেশের ৪০০তম ওয়ানডে ক্রিকেট ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হন কে?
ক) তামিম ইকবাল
খ) মুশফিকুর রহিম
গ) মাহমুদউল্লাহ
ঘ) আফিফ হােসাইন

সঠিক উত্তর : আফিফ হােসাইন

২৪, ২০২৪ সালের আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
ক) ভারত
খ) বাংলাদেশ
গ) দক্ষিণ আফ্রিকা
ঘ) পাকিস্তান

সঠিক উত্তর : বাংলাদেশ

২৫. বাংলাদেশের টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক কে?
ক) মেহেদী হাসান
খ) মুশফিকুর রহিম
গ) সাকিব আল হাসান
ঘ) মুস্তাফিজুর রহমান

সঠিক উত্তর : সাকিব আল হাসান

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button