আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
বাংলাদেশ বিষয়াবলীসাম্প্রতিক সাধারণ জ্ঞান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলি থেকে ২৫ টি এমসিকিউ

সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলি থেকে ২৫ টি এমসিকিউ নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন, তাদের জন্য লেখাটি সহায়ক হবে। ইনশাল্লাহ! লেখাটি সম্পর্কে কোন মন্তব্য থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর লেখাটি আপনার ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।

সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলি থেকে ২৫ টি এমসিকিউ

১. গ্রাফিক নভেল ‘মুজিব’ তৈরি হয়েছে কোন বই অবলম্বনে?
ক. অসমাপ্ত আত্মজীবনী
খ. কারাগারের রােজনামচা
গ. বঙ্গবন্ধু ও শের-এ কাশ্মীর।
ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিব : এক শতাব্দীর বাঁকে

সঠিক উত্তর : অসমাপ্ত আত্মজীবনী

২. সম্প্রতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের অনুবাদ হয়েছে বাংলাদেশের ক্ষুদ্র জাতিগােষ্ঠীর
ক. ২৩টি ভাষায়
খ. ২২টি ভাষায়
গ. ২৫টি ভাষায়
ঘ. ২৪টি ভাষায়

সঠিক উত্তর : ২২টি ভাষায়

৩. ইংরেজিতে দেওয়া রায় বাংলায় অনুবাদ করতে সুপ্রিম কোর্টে ব্যবহৃত হওয়া কৃত্রিম বুদ্ধিমত্তার সফটওয়্যারটির নাম কী?
ক. বাংলা ভাষা
খ. আমার ভাষা বাংলা
গ. আমার ভাষা
ঘ. মাতৃভাষা বাংলা

সঠিক উত্তর : আমার ভাষা

আরো পড়ুন :

৪. ২০২২ সালে পালিত হয়েছে বায়ান্নর মাতৃভাষা আন্দোলনের
ক. ৭০ বছর পূর্তি
খ. ৭২ বছর পূর্তি
গ. ৭১ বছর পূর্তি
ঘ. ৬৯ বছর পূর্তি

সঠিক উত্তর : ৭০ বছর পূর্তি

৫. প্রতিবছর ১ মার্চ কোন দিবস পালিত হয়?
ক. জাতীয় প্রবৃদ্ধি দিবস
খ. জাতীয় ব্যাংক দিবস
গ. জাতীয় বিমা দিবস
ঘ. জাতীয় কলেরা দিবস

সঠিক উত্তর : জাতীয় বিমা দিবস

৬. ‘জাতীয় পতাকা বিধিমালা জারি করা হয় কবে?
ক. ১৯৭১ সালে
খ. ১৯৭৩ সালে
গ. ১৯৭৪ সালে
ঘ. ১৯৭২ সালে।

সঠিক উত্তর : ১৯৭২ সালে

৭. ‘তাতােং ‘ কোন ভাষার প্রথম ব্যাকরণ বইয়ের নাম?
ক. ম্রো
খ. খুমি
গ. চাকমা
ঘ. গারাে

সঠিক উত্তর : ম্রো

৮. জনপ্রশাসন পদকের বর্তমান নাম কী?
ক. শেখ হাসিনা জনপ্রশাসন পদক
খ. আবদুল হামিদ জনপ্রশাসন পদক
গ. বাংলাদেশ জনপ্রশাসন পদক
ঘ. বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক

সঠিক উত্তর : বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক

৯. ২০২২ সালের স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছে বাংলাদেশ সরকারের কোন বিভাগ?
ক. অর্থ বিভাগ
খ. বিদ্যুৎ বিভাগ
গ. স্বাস্থ্যসেবা বিভাগ
ঘ. সুরক্ষা সেবা বিভাগ।

সঠিক উত্তর : বিদ্যুৎ বিভাগ

১০. সম্প্রতি যুক্তরাজ্যের সিটি অব লন্ডন করপােরেশন নির্বাচনে কাউন্সিলম্যান নির্বাচিত হয়েছেন
ক. রশিদুল ইসলাম
খ. অনন্যা ইসলাম
গ. শাহনান বখত
ঘ. ইমরান আলী বখত

সঠিক উত্তর : শাহনান বখত

১১. বাংলাদেশে ক্ষুদ্র জাতিগােষ্ঠীর সংখ্যা কতটি?
ক. ২০
খ. ৪৮
গ. ২৫
ঘ. ৩২

সঠিক উত্তর : ৪৮

১২. সুন্দরবনের অপর নাম কী?
ক. নারিকেল জিঞ্জিরা
খ. বাদাবন
গ. নাব্য
ঘ. নারিকেলবাড়িয়া

সঠিক উত্তর : বাদাবন

১৩. ঢাকার মেট্রোরেল-ব্যবস্থার অফিশিয়াল নাম কী?
ক. ম্যাস র‌্যাপিড ট্রানজিট
খ. পাবলিক র‌্যাপিড ট্রানজিট
গ. কমিউনিকেশন র‌্যাপিড ট্রানজিট
ঘ. ইজি র‌্যাপিড ট্রানজিট

সঠিক উত্তর : ম্যাস র‌্যাপিড ট্রানজিট

১৪ . ডায়াবেটিসের নতুন কারণ আবিষ্কারে বাংলাদেশি বিজ্ঞানীদের মূল গবেষক হিসেবে নেতৃত্বে ছিলেন কে?
ক. অধ্যাপক মানবেন্দ্র নাথ নাগ
খ. ড. মধু এস মালাে
গ. ডা. গােবিন্দ চন্দ্র রায়
ঘ. অধ্যাপক ডাক্তার কাজী দীন মােহাম্মদ।

সঠিক উত্তর : ড. মধু এস মালাে

১৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। কলকাতার জীবনের ওপর ভিত্তি করে নির্মাণাধীন প্রামাণ্যচিত্রের নাম কী?
ক. ভারতবন্ধু
খ. দিনলিপি বঙ্গবন্ধু
গ. কলকাতায় বঙ্গবন্ধু
ঘ. কলকাতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

সঠিক উত্তর : কলকাতায় বঙ্গবন্ধু

১৬. কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে?
ক. লাইবেরিয়া
খ. নামিবিয়া
গ. হাইতি
ঘ. সিয়েরা লিওন

সঠিক উত্তর : সিয়েরা লিওন

১৭. বর্তমানে তথ্যপ্রযুক্তি-সম্পর্কিত মামলা নিষ্পত্তির জন্য দেশে মােট কতটি সাইবার ট্রাইব্যুনাল কাজ করছে?
ক. ৬টি
খ. ৭টি
গ. ৮টি
ঘ. ৫টি

সঠিক উত্তর : ৮টি

১৮. সাবমেরিন কেবলের মাধ্যমে দেশে প্রথম কোন উপজেলায় বিদ্যুৎ-সংযােগ দেওয়া হয়?
ক. রাঙ্গাবালী, পটুয়াখালী।
খ. সেন্ট মার্টিন, কক্সবাজার
গ. ছাগলনাইয়া, ফেনী
ঘ. সন্দ্বীপ, চট্টগ্রাম

সঠিক উত্তর : সন্দ্বীপ, চট্টগ্রাম

১৯. বীর মুক্তিযােদ্ধার ইংরেজি প্রতিশব্দ কী?
ক. কারেজিয়াস ফ্রিডম ফাইটার
খ. ব্রেভ ফ্রিডম ফাইটার
গ. ফেয়ারলেস ফ্রিডম ফাইটার
ঘ. হিরােইক ফ্রিডম ফাইটার।

সঠিক উত্তর : হিরােইক ফ্রিডম ফাইটার

২০. দেশের সবচেয়ে বড় ও আধুনিক আন্ডারপাসের নাম কী?
ক. সুরসপ্তক
খ. সুরবিহঙ্গ
গ. বঙ্গবন্ধু আন্ডারপাস
ঘ. ঢাকা আন্ডারপাস

সঠিক উত্তর : সুরসপ্তক

২১. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানাে একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’গানটি কে রচনা করেন?
ক. মুনীর চৌধুরী
খ. জহির রায়হান
গ. আবদুল গাফফার চৌধুরী
ঘ. কাজী নজরুল ইসলাম।

সঠিক উত্তর : আবদুল গাফফার চৌধুরী

২২. বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী ট্রেনের নাম কী?
ক. মৈত্রী এক্সপ্রেস
খ. বন্ধন এক্সপ্রেস
গ. মিতালী এক্সপ্রেস
ঘ. ওপরের সবকটি।

সঠিক উত্তর : ওপরের সবকটি

২৩. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
ক.৬ কিমি
খ. ৫.৬ কিমি।
গ. ৭ কিমি
ঘ. ৬.১৫ কিমি

সঠিক উত্তর : ৬.১৫ কিমি

২৪. শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
ক. সিলেট, হবিগঞ্জ।
খ. ফরিদপুর, সদরপুর
গ. রংপুর, পীরগঞ্জ
ঘ. বীরগঞ্জ, দিনাজপুর

সঠিক উত্তর : সিলেট, হবিগঞ্জ

২৫. প্রবাসী আয় গ্রহণে বাংলাদেশের অবস্থান কততম?
ক. দ্বিতীয়
খ. পঞ্চম
গ. সপ্তম
ঘ. অষ্টম

সঠিক উত্তর : সপ্তম

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button