আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
পিডিএফ ডাউনলোডসাম্প্রতিক সাধারণ জ্ঞান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ১৩০+ প্রশ্নোত্তর [PDF]

সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ১৩০+ প্রশ্নোত্তর [PDF] নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যাারা বিসিএস প্রস্তুতি নিচ্ছেন বা প্রাথমিক সহকারী শিক্ষক. শিক্ষক নিবন্ধন, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন লেখাটি তাদের জন্য খুবই উপকারি হবে।

সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ১৩০+ প্রশ্নোত্তর [PDF] পিডিএফ ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন।

Download Here

সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ১৩০+ প্রশ্নোত্তর [PDF] ভিডিও দেখুন। 

সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ১৩০+ প্রশ্নোত্তর [PDF] বিস্তারিত পড়ুন।


প্রশ্ন : আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) বাংলাদেশ কত শতাংশ শেয়ার চায়?
উত্তর :১ শতাংশ।

প্রশ্ন : খাদ্য নিরাপত্তা ও নীতি গবেষণায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে এবং বিশ্বে ১৬তম অবস্থানে রয়েছে কোনটি?
উত্তর : বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট।

প্রশ্ন : বাংলাদেশ- ভারতের মধ্যে সেতুবন্ধনকারী মুজিব নগরের স্বাধীনতা সড়কের দৈর্ঘ্য কত?
উত্তর : প্রায় ২ কিলােমিটার।

প্রশ্ন : রােহিঙ্গাদের জন্য ‘ভাসানচর প্রকল্প পরিচিত কী নামে?
উত্তর : ‘আশ্রায়ন প্রকল্প-৩ নামে।

প্রশ্ন : বর্তমানে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় মােট কর্মসূচি রয়েছে কতটি?
উত্তর :১৪৩টি।

আরো পড়ুন : বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক ১০০টি প্রশ্ন ও উত্তর এক সাথে পড়ে নিন

প্রশ্ন : প্রথমবারের মতাে সফলভাবে দেশে উৎপাদন হয়েছে
উত্তর : হােয়াইট টি। অপর নাম (সিলভার নিডল ২ হােয়াইট টি)।

প্রশ্ন : ‘হােয়াইট টি’ এর উদ্ভাবক কে?
উত্তর :নাসির উদ্দিন খান।

প্রশ্ন : বর্তমানে মােবাইল ইন্টারনেটের গতিতে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর :১৩৫ তম।

প্রশ্ন : নারী উন্নয়নে অবদান রাখায় ‘ডব্লিউআইসিসি আই- অ্যাওয়ার্ড ২০২১’ পেয়েছেন কে?
উত্তর : ড. শিরীন শারমিন চৌধুরী।

প্রশ্ন : করােনা টিকা ‘বঙ্গভ্যাক্স এর আবিষ্কারক কে?
উত্তর :কাকন নাগ ও নাজনীন সুলতানা।

প্রশ্ন : সরকার বীজ সংরক্ষণে কোন দেশের সঙ্গে কাজ করেছে?
উত্তর :নরওয়ে।

প্রশ্ন : সরকার আনুষ্ঠানিকভাবে কতটি খাতকে ‘শিশুশ্রমমুক্ত’ ঘােষণা করেছে?
উত্তর : ৬টি। (ট্যানারি, সিরামিক, জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ, রপ্তানিমুখী চামড়াজাত শিল্প, পাদুকা ও রেশম)।

প্রশ্ন : সেনাবাহিনীর বর্তমান প্রধানের নাম কী?
উত্তর : জেনারেল আব্দুল আজিজ।

প্রশ্ন : বাংলাদেশ বিমানবাহিনীর বর্তমান প্রধানের নাম কী?
উত্তর : এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।

প্রশ্ন : নৌবাহিনীর বর্তমান প্রধানের নাম কী?
উত্তর : অ্যাডমিরাল এম শাহীন ইকবাল।

প্রশ্ন : দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে কত সালে?
উত্তর :২০২৩ সালে।

প্রশ্ন : ঢাকা-কক্সবাজার রেল যােগাযােগ শুরু হবে কবে?
উত্তর : ২০২২ সালে।

প্রশ্ন : বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত জিংক সমৃদ্ধ ধানের নতুন জাতের নাম কী?
উত্তর : ব্রি-১০০। (প্রতি কেজিতে ২৫.৭০ মিলিগ্রাম জিংক)।

প্রশ্ন : “Opportunity Hub এর ২০২০ সালে বিশ্বের ১০০ প্রভাবশালী তরুণদের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের
উত্তর : পাভেল সারওয়ার।

প্রশ্ন : অসমাপ্ত আত্নজীবনী গ্রন্থকে ভিত্তি করে নির্মিতব্য চলচ্চিত্রের নাম কী?
উত্তর : চিরঞ্জীব মুজিব।

প্রশ্ন : দেশের ইতিহাসে প্রথম নারী Controller General Defence Finance (CGDF) হয়েছেন কে?
উত্তর : মনােয়ারা হাবীব।

প্রশ্ন : স্বাধীনতার সংগ্রাম ভাস্কর্য কোথায় অবস্থিত?
উত্তর : মনােহরদী, নরসিংদী।

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি মুরাল ‘হিমালয়’ কোথায় অবস্থিত?
উত্তর : লৌহজং, মুন্সীগঞ্জ।

প্রশ্ন : বর্তমানে ডিএমপির থানার সংখ্যা কতটি?
উত্তর :৫০টি।

প্রশ্ন : আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের (বাংলাদেশ) চেয়ারম্যান কে?
উত্তর : বিচারপতি মােঃ শাহিনুর ইসলাম।

প্রশ্ন : বর্তমানে দেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কতটি?
উত্তর : ৪৮৮৩টি।

প্রশ্ন : বাংলাদেশের রপ্তানি পণ্যের তৃতীয় বৃহত্তম বাজার কোনটি?
উত্তর : যুক্তরাজ্য।

প্রশ্ন : বাংলাদেশে বিদেশী বিনিয়ােগ ২য় অবস্থানে রয়েছে কোন দেশ?
উত্তর : যুক্তরাজ্য।

প্রশ্ন : বাংলাদেশ যুক্তরাজ্যের বাজারে কত সাল পর্যন্ত জিএসপি সুবিধা পাবে?
উত্তর : ২০২৭।

প্রশ্ন : ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্তির জন্য বাংলাদেশ সম্প্রতি কতটি প্রত্নস্থান নির্বাচন করেছে ।
উত্তর : ২১৫।

প্রশ্ন : RSF এর প্রতিবেদন ২০২০ অনুযায়ী, মুক্ত গণ মাধ্যমে সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ১৫১তম।

প্রশ্ন : বাংলাদেশে করােনার টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়
উত্তর : ২৭ জানুয়ারি, ২০২১ (প্রথম টিকা নেন- নার্স রুনু বেরােনিকা কস্তা)।

প্রশ্ন : দেশে প্রথমবারের মতাে পূর্ণাঙ্গ ক্রিকেট কমপ্লেক্স তৈরি হচ্ছে কোথায়?
উত্তর : সিলেট।

আরো পড়ুন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে ৪০টি সাধারণ জ্ঞান [PDF]

প্রশ্ন : দেশের বৃহত্তম কনটেইনার ডিপাে নির্মিত হচ্ছে কোথায়?
উত্তর : ধীরাশ্রম, গাজীপুর।

প্রশ্ন : সাউথ এশিয়ান ইকোনমিক নেটওয়ার্ক ফোরামের (সানেম) তথ্যমতে, দেশে বর্তমানে দারিদ্র্যের হার কত?
উত্তর :৪২%।

প্রশ্ন : অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়ােগ পেয়েছেন কে?
উত্তর : শেখ মােহাম্মদ মােরসেদ ও মেহেদী হাসান চৌধুরী।

প্রশ্ন : অ্যান্টিবায়ােটিকের যথেচ্ছ ব্যবহার রােধে প্রধানমন্ত্রী কয়টি প্রস্তাব দিয়েছে?
উত্তর : ৬টি।

প্রশ্ন : দক্ষিণ এশিয়ার ৩য় দেশ হিসেবে করােনার টিকাদান এ কর্মসূচি চালু করে কোন দেশ?
উত্তর :বাংলাদেশ।

প্রশ্ন : দেশে প্রথম করােনা ভাইরাসের টিকা গ্রহণ করেন কে?
উত্তর : রুনু ভেরােনিকা কস্তা (কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স)।

প্রশ্ন : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়ায় শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে তােলা নতুন গ্রামের নাম কী?
উত্তর : মুজিববর্ষ ভিলেজ।

প্রশ্ন : প্রথমবারের মতাে দেশের নারী উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
উত্তর : সিলেট।

প্রশ্ন : ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাংলাদেশ চৌকস দল কোন গানটি বাজিয়েছে?
উত্তর : ‘শােননা একটি মুজিবের থেকে লক্ষ মুজিবের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি।

প্রশ্ন : কোন নেটওয়ার্কের মাধ্যমে এখন বিদেশ থেকে দেশে টাকা আনা যাবে?
উত্তর : হােমসেন্ড নেটওয়ার্ক।

প্রশ্ন : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র কে?
উত্তর : রেজাউল করিম চৌধুরী।

প্রশ্ন : বাংলাদেশ- মিয়ানমার-চীন বৈঠক রােডম্যাপ এ বাস্তবায়নে কতটি সিদ্ধান্ত হয়েছে? বUD
উত্তর : ৬টি।

প্রশ্ন : পায়রা সেতু নির্মাণ হচ্ছে কোথায়?
উত্তর : লেবুখালী, পটুয়াখালী।

প্রশ্ন : পায়রা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর :১৪৭০ মিটার (প্রস্থ ১৯.৭৬ মিটার।)

প্রশ্ন : বর্তমানে কতটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং সেবা দিচ্ছে?
উত্তর : ২৪টি।

প্রশ্ন : সবচেয়ে বেশি লবণাক্ত পানির নদী কোনটি?
উত্তর :শিবসা (খুলনা)।

প্রশ্ন : চাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ৩য়।

প্রশ্ন : ছাগল উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ৪র্থ।

প্রশ্ন : বাইসাইকেল রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : অষ্টম।

প্রশ্ন : আলু ও আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান ও কততম? RUP
উত্তর : সপ্তম।

প্রশ্ন : চাষের মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ৫ম।

প্রশ্ন : দেশের ৬৫১ তম থানা কোনটি?
উত্তর :ভাসানচর, নােয়াখালী।

প্রশ্ন : অর্থনৈতিক সমীক্ষা ২০২০ অনুযায়ী, দেশে বর্তমানে মাথাপিছু বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ কত?
উত্তর : ৫১০ কিলােওয়াট ঘণ্টা।

প্রশ্ন : করােনা ভাইরাস মহামারী পরবর্তী সময়ে বাংলাদেশ ক্রিকেট দল কোন দলের সাথে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে?
উত্তর : উইন্ডিজ এর সাথে (ওয়ানডে-তে ৩ ম্যাচ সিরিজে উইন্ডিজকে হােয়াইটওয়াশ করে বাংলাদেশ)।

প্রশ্ন : দেশের তৃতীয় সাবমেরিন ক্যাবল কোথায় স্থাপিত হবে?
উত্তর : কক্সবাজারে (নাম- SEA-ME-WE-6)।

প্রশ্ন : সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্ট্রিট এর উদ্বোধন হয়েছে কোন দেশে?
উত্তর : মরিশাস (রাজধানী- পাের্ট লুইসে)।

প্রশ্ন : নতুন করে বীর মুক্তিযােদ্ধার স্বীকৃতি পেয়েছেন কতজন?
উত্তর : ৬১ বীরাঙ্গনা নারী।

প্রশ্ন : সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ৬৫তম।

প্রশ্ন : সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সার্ভারে অস্তিত্ব পাওয়া ক্ষতিকর প্রােগ্রামের নাম কী?
উত্তর : স্পাইওয়্যার।

প্রশ্ন : বাংলাদেশে সঞ্চয়পত্রের মেয়াদ কত বছর?
উত্তর :৫ বছর।

প্রশ্ন : পেয়াজ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তর : পাবনা।

প্রশ্ন : ইক্ষু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তর :নাটোর।

প্রশ্ন : আলু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তর :বগুড়া।

আরো পড়ুন : সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী [PDF]

প্রশ্ন : বাংলাদেশ এলডিসি থেকে বেরিয়ে আসবে কত সালে?
উত্তর : ২০২৬ সালে।

প্রশ্ন : বাংলাদেশ এলসিডিতে তালিকাভুক্ত হয় কত সালে?
উত্তর : ১৯৭৫ সালে।

প্রশ্ন : বর্তমানে বাংলাদেশসহ এলডিসি থেকে উত্তরণের পথে ই রয়েছে কতটি দেশ?
উত্তর : ৪টি দেশ।

প্রশ্ন : বাংলাদেশে স্টক এক্সচেঞ্জ আছে কতটি?
উত্তর : ২টি।

প্রশ্ন : ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক রয়েছে কতটি?
উত্তর : ৩টি।

প্রশ্ন : বিশ্বের সবচেয়ে বড় আশ্রয় শিবির কোথায় অবস্থিত?
উত্তর : কুতুপালং, কক্সবাজার।

প্রশ্ন : সুন্দরবনে অভয়ারণ্যের সংখ্যা কতটি?
উত্তর : ৩টি।

প্রশ্ন : সুন্দরবনে ডলফিন অভয়ারণ্য কতটি?
উত্তর :৩টি।

প্রশ্ন : সুন্দরবন বাংলাদেশের সমগ্র বনভূমির কত শতাংশ?
উত্তর : ৪৪ শতাংশ।

প্রশ্ন : ইউনেস্কোর তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের অধরা সংস্কৃতি কতটি?
উত্তর : ৪টি। যথা- মঙ্গল শােভাযাত্রা, বাউলগান, জামদানি, শীতলপাটি।

প্রশ্ন : কারােনার টিকার সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে সরকারের তৈরি অ্যাপের নাম কী?
উত্তর :সুরক্ষা।

প্রশ্ন : পােশাক রপ্তানিতে ইউরােপে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার কোনটি?
উত্তর : জার্মানি।

প্রশ্ন : মার্কিন দলিলে মুজিব হত্যাকাণ্ড’ বইটির রচয়িতা কে?
উত্তর : সাংবাদিক মিজানুর রহমান খান।

প্রশ্ন : মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের পরামর্শক প্রতিষ্ঠান কোনটি?
উত্তর : নিপ্পন সিনাে কোম্পানি লিমিটেড, জাপান।

প্রশ্ন : শিশুশ্রম নিরসনে আন্তর্জাতিক বর্ষ পালিত হবে কত সালে?
উত্তর : ২০২১ সালে।

প্রশ্ন : ইউজিসি’র নতুন প্রফেসর হিসেবে নিয়ােগ পেয়েছেন কে?
উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক হাসিনা খান।

প্রশ্ন : বিবিসি’র শীর্ষ ১০০ নারীর তালিকায় থাকা বাংলাদেশের দুই নারী
উত্তর : রিনা আক্তার ও রিমা সুলতানা রিমু।

প্রশ্ন : ২০২০ সালে সবার আগে বাংলা চ্যানেল পাড়ি দিয়েছে।
উত্তর : রাব্বি রহমান (সর্বকনিষ্ঠ)।

প্রশ্ন : সবচেয়ে বেশি বার বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন কে?
উত্তর : লিপটন সরকার (১৬ বার)।

প্রশ্ন : সৌদি প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্যসেবা দিতে চালু করা হয়
উত্তর : প্রবাস বন্ধু কল সেন্টার।

প্রশ্ন : ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কতজন সেনানি অংশগ্রহণ করে?
উত্তর :১২২ সেনানি।

প্রশ্ন : Cricinfo’র দশক সেরা ওয়ানডে একাদশে স্থান পাওয়া একমাত্র বাংলাদেশি
উত্তর :সাকিব আল হাসান।

প্রশ্ন : আর্চার রােমান সানাকে বাংলাদেশ আনসার ও গ্রাম উন্নয়ন বাহিনীর কোন পদে পদোন্নতি দেয়া হয়?
উত্তর : ল্যান্স নায়েক।

প্রশ্ন : ২০২১ সালের ২১ জুন ২৬তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর : কিগালি, রুয়ান্ডা।

প্রশ্ন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারােস্পেস বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠার ঘােষণা দিয়েছেন?
উত্তর : লালমনিরহাটে।

প্রশ্ন : বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় শিপিং চুক্তিপত্র স্বাক্ষরিত হয় কত সালে?
উত্তর : ১৯৮৬ সালে।

প্রশ্ন : বাংলাদেশের নতুন দুই পুলিশ থানা-
উত্তর : ভাসানচর থানা (নােয়াখালী), ঈদগাঁও থানা (কক্সবাজার)।

প্রশ্ন : পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিপত্র কার্যকর হয় কবে?
উত্তর : ২২ জানুয়ারি, ২০২১।

প্রশ্ন : বর্তমানে দেশে বীমা প্রতিষ্ঠানের সংখ্যা কতটি?
উত্তর : ৭৮ টি।

প্রশ্ন : দেশে চীন ও ভারতের টিকা পরীক্ষামূলক প্রয়ােগের উদ্যোগ নিয়েছে কোন প্রতিষ্ঠান?
উত্তর : আইসিডিডিআর, বি।

প্রশ্ন : ব্লক চেইন প্রযুক্তির মাধ্যমে প্রথম বাংলাদেশী ব্যাংক হিসেবে আন্তর্জাতিক ঋণপত্রে ইসলামী শরিয়াহ ভিত্তিক কার্যক্রম চালু করে কোন ব্যাংক?
উত্তর : সিটি ব্যাংক।

প্রশ্ন : মানবদেহের জন্য বাতাসের সবচেয়ে ক্ষতিকর উপাদান কোনটি?
উত্তর : পিএম ২.৫।

প্রশ্ন : বায়ুদূষণে বাংলাদেশে প্রতিবছর গর্ভপাত হয় কত?
উত্তর : ৩ হাজার নারীর।

প্রশ্ন : দেশে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় কতটি?
উত্তর : ৪টি (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর)।

প্রশ্ন : নৈসর্গিক সৌন্দর্যের আধার ‘ছৈলার চর’ কোথায় অবস্থিত?
উত্তর :ঝালকাঠি।

প্রশ্ন : উপকূলীয় ও বন্যাকবলিত এলাকায় মুজিব শতবর্ষের উপহার হিসেবে কতটি ভবন নির্মাণ করা হচ্ছে?
উত্তর : ৫৫০ টি ভবন (মুজিব কিল্লা)।

প্রশ্ন : আইইডিসিআর এর বর্তমান পরিচালক কে?
উত্তর : তাহমিনা শিরীন।

প্রশ্ন : দেশে বর্তমানে ইসলামী ধারার ব্যাংক কতটি?
উত্তর : ১০টি।

প্রশ্ন : ২০২০ সালে (জানুয়ারি-ডিসেম্বর) দেশে আসা সরাসরি বিদেশী বিনিয়ােগ (এফডিআই) এর পরিমাণ কত?
উত্তর :১৫০ কোটি ডলার।

প্রশ্ন : জাতীয় প্রেস ক্লাবের প্রথম নারী সভাপতি কে?
উত্তর : ফরিদা ইয়াসমিন।

প্রশ্ন : মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি কতটি?
উত্তর :৩৯টি (মােট সংসদীয় কমিটি ৫০টি)।

প্রশ্ন : বিশ্বব্যাংকের হিসাবে, বর্তমানে ঢাকার জনসংখ্যা কত?
উত্তর :১ কোটি ৮০ লাখ।

প্রশ্ন : দেশের প্রাচীন ‘উডবার্ন’ সরকারি গণগ্রন্থাগার কোথায়?
উত্তর : বগুড়া (১৮৫৪)।

প্রশ্ন : করােনার টিকা প্রদানে ‘কো-উইন’ নামক অ্যাপ তৈরি করেছে কোন দেশ?
উত্তর : ভারত।

প্রশ্ন : দেশে বর্তমানে পৌরসভার সংখ্যা কতটি?
উত্তর : ৩২৯ টি।

প্রশ্ন : দেশের প্রথম স্বয়ংক্রিয় দুগ্ধ খামার স্থাপিত হয় কোথায়?
উত্তর : রংপুরে।

প্রশ্ন : দেশের দীর্ঘতম সংযােগ সেতু হবে কোনটি?
উত্তর : ভােলা সেতু (দৈর্ঘ্য ১০ কি. মি)।

প্রশ্ন : ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ ঘােষণা করা হয় কোন নদীকে?
উত্তর :হালদা নদীকে।

প্রশ্ন : ২০৩৫ সালে ২৫ তম বৃহৎ অর্থনীতির দেশ হবে কোনটি?
উত্তর :বাংলাদেশ।

প্রশ্ন : চা উৎপাদনে বর্তমানে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ৮ম।

প্রশ্ন : ২৯ ডিসেম্বর,২০২০ মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরে প্রথমবারের মতাে নােঙ্গর করে
উত্তর : পানামার জাহাজ ‘ভেনাস ট্রাম্প।

প্রশ্ন : বর্তমানে সরকারের মন্ত্রিসভার মােট সদস্য কতজন? N/
উত্তর : ৪৮জন।

প্রশ্ন : বর্তমানে সরকারের মন্ত্রিসভায় নারীর সংখ্যা কতজন?
উত্তর : ৫জন।

প্রশ্ন : এনভায়রনমেন্ট অ্যান্ড সােশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বায়ুদূষণে শীর্ষে কোন দেশ?
উত্তর : বাংলাদেশ (ঢাকা নগরীর অবস্থান- চতুর্থ)।

প্রশ্ন : ২০২০ সালে দেশে মােট রেমিট্যান্সের পরিমাণ কত?
উত্তর : ২১.৬ বিলিয়ন বা দুই হাজার ১৬০ কোটি ডলার।

প্রশ্ন : বৈশ্বিক আইনে শাসন সূচক- ২০২০ এ বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ১১৫তম।

প্রশ্ন : জাতিসংঘের শরণার্থী সংস্থার শুভেচ্ছাদূত হয়েছেন কে?
উত্তর : সংগীত শিল্পী ও অভিনেতা- তাহসান খান।

প্রশ্ন : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এর নতুন মােবাইল ব্যাংকিং সেবার নাম কী?
উত্তর : উপায়।।

প্রশ্ন : ২০২০-২১ অর্থবছরে সংশােধিত এডিবির আকার কত?
উত্তর : ১ লাখ ৯৭ হাজার কোটি টাকা।

প্রশ্ন : স্বাস্থ্য অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক কে?
উত্তর : অধ্যাপক আবুল বাসার মােহাম্মদ খুরশীদ আলম।

প্রশ্ন : রােহনুর সীমান্ত কোথায় অবস্থিত?
উত্তর : চাঁপাইনবাবগঞ্জে।

প্রশ্ন : জাতীয় অধ্যাপক প্রয়াত আনিসুজ্জামানের, সম্প্রতি প্রকাশিত ৩টি বই কী কী?
উত্তর : আমার অভিধান, মহামানবের সাগর তীরে ও স্মৃতির মানুষ।

প্রশ্ন : রংপুর হাইটেক পার্কের নতুন নাম কী?
উত্তর : ড. এম এ ওয়াজেদ মিয়া হাইটেক পার্ক।

প্রশ্ন : বাংলাদেশে নব নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার এর নাম কি?
উত্তর : শিরুজিনাথ সামির।

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.
Back to top button