আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
সাধারণ জ্ঞান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২১ বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২১ বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে ৫০টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে নিচে আলোচনা করা হয়েছে। আপনারা যারা বিসিএস পরীক্ষাসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছেন তাদের জন্য লেখাটি খুবই উপকারী হবে। ইনশাল্লাহ!

বাংলাদেশ অংশ থেকে সাম্প্রতিক সাধারণ জ্ঞান

১. মােবাইল হ্যান্ডসেট নিবন্ধনে পরীক্ষামূলকভাবে National Equipment Identity Register (NEIR) কার্যক্রম চালু করা হয় কবে?
ক) ১ জুলাই ২০২১
খ) ৫ জুলাই ২০২১
গ) ১০ জুলাই ২০২১
ঘ) ১২ জুলাই ২০২১

২. ভারতের কোন বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রতিষ্ঠিত হচ্ছে?
ক) কলকাতা বিশ্ববিদ্যালয়
খ) ত্রিপুরা বিশ্ববিদ্যালয়
গ) আলিয়া বিশ্ববিদ্যালয়
ঘ) দিল্লি বিশ্ববিদ্যালয়

৩. বংলা একাডেমির বর্তমান মহাপরিচালক কে?
ক) মুহম্মদ নূরুল হুদা
খ) আনিসুল হক
গ) আসাদ চৌধুরী
ঘ) কামাল চৌধুরী

৪. বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট-এর কার্যলয় কোথায় স্থাপিত হবে?
ক) নবায়ণগঞ্জ
খ) ঢাকা
গ) গাজীপুর
ঘ) নরসিংদী

৫. ‘আয়ােডিনযুক্ত লবণ বিল, ২০২১’ জাতীয় সংসদে পাশ হয় কবে?
ক) ১৪ জুন ২০২১
খ) ১৬ জুন ২০২১
গ) ২৯ জুন ২০২১
ঘ) ৩ জুলাই ২০২১

৬. বিশ্বে বাইসাইকেল রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত?
ক) প্রথম
খ) তৃতীয়
গ) অষ্টম
ঘ) দশম

জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক ২০২০

৭. ১ জানুয়ারি ২০২১ পর্যন্ত জাতীয় জনসংখ্যা (প্রাক্কলিত) কত?
ক) ১৬.৫০ কোটি
খ) ১৬.৮২ কোটি
গ) ১৬.৯১ কোটি
ঘ) ১৬.৯৯ কোটি

৮. জনসংখ্যা বৃদ্ধির হার কত?
ক) ১.১৫ %
খ) ১.২১ %
গ) ১.৩৩ %
ঘ) ১.৩৭ %

৯. জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কিমি) কত?
ক) ১১২০ জন
খ) ১১৩০ জন
গ) ১১৪০ জন
ঘ) ১১৫০ জন

১০. প্রত্যাশিত আয়ুষ্কাল কত?
ক) ৭১.২ বছর
খ) ৭২.৮ বছর
গ) ৭৩.৬ বছর
ঘ) ৭৪.৫ বছর

সাক্ষরতার হার (৭ বছর+)

১১. সাক্ষরতার হার কত?
ক) ৮২.০%
খ) ৭২.৯%
গ) ৭৫.২%
ঘ) ৭৭.৪%

১২. শীর্ষ জেলা কোনটি?
ক) পিরােজপুর
খ) বরিশাল
গ) বরগুনা
ঘ) ঢাকা

১৩. সর্বনিম্ন জেলা কোনটি?
ক) কিশােরগঞ্জ
খ) জামালপুর
গ) বান্দরবান
ঘ) সুনামগঞ্জ

১৪. শীর্ষ বিভাগ কোনটি?
ক) ঢাকা
খ) চট্টগ্রাম
গ) বরিশাল
ঘ) খুলনা

১৫. সর্বনিম্ন বিভাগ কোনটি?
ক) ময়মনসিংহ
খ) রংপুর
গ) রাজশাহী
ঘ) সিলেট

আন্তর্জাতিক অংশ থেকে সাম্প্রতিক সাধারণ জ্ঞান

১৬.৭ জুলাই ২০২১ কোন দেশের প্রেসিডেন্ট নিজ বাসভবনে বন্দুকধারীদের হামলায় প্রাণ হারান?
ক) লিবিয়া
খ) ইথিওপিয়া
গ) হাইতি
ঘ) কঙ্গো প্রজাতন্ত্র

১৭. ২৪ জুন ২০২১ চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ের কোন সংবাদপত্রটি বন্ধ হয়ে যায়?
ক) Apple Daily
খ) Oriental Daily News
গ) Hong Kong Post
ঘ) Sunday Examiner

১৮. প্রথম দেশ হিসেবে তুরস্ক ইস্তানবুল সনদ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ায় কবে?
ক) ২৫ জুন ২০২১
খ) ৩০ জুন ২০২১
গ) ১ জুলাই ২০২১
ঘ) ৫ জুলাই ২০২১

সংস্থার সদস্য

১৯. এশীয় অবকাঠামাে বিনিয়ােগ ব্যাংকের (AIIB) বর্তমান সদস্য দেশ কতটি?
ক) ৮৪ টি
খ) ৮৫ টি
গ) ৮৬ টি
ঘ) ৮৭ টি

২০. ২ জুলাই ২০২১ কোন দেশ এশীয় অবকাঠামাে বিনিয়োগ ব্যাংকের (AIIB) ৮৭তম সদস্যপদ লাভ করে?
ক) আর্জেন্টিনা
খ) বেনিন
গ) চিলি
ঘ) কানাডা

২১. আন্তর্জাতিক হাইড্রোফিক সংস্থার (IHO) বর্তমান সদস্য দেশ কতটি?
ক) ৮৮টি
খ) ৮৯টি
গ) ৯০টি
ঘ) ৯৫টি

২২. ১৬ জুন ২০২১ কোন দেশ আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার (IHO) ৯৫তম সদস্যপদ লাভ করে?
ক) ভিয়েতনাম
খ) গায়ানা
গ) কেনিয়া
ঘ) মাল্টা

রিপাের্ট-সমীক্ষা

২৩. বৈদেশিক মুদ্রা মজুতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
ক) চীন
খ) জাপান
গ) সুইজারল্যান্ড
ঘ) ভারত

২৪. বৈদেশিক মুদ্রা মজুতে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম?
ক) দশম
খ) ২০তম
গ) ৩৫তম
ঘ) ৪৪তম

২৫. বিশ্বের কোন দেশ থেকে সর্বাধিক বাস্তুচ্যুত হয়?
ক) সিরিয়া
খ) ভেনিজুয়েলা
গ) আফগানিস্তান
ঘ) দক্ষিণ সুদান

২৬. বৈশ্বিক শরণার্থী গ্রহণে শীর্ষ দেশ কোনটি?
ক) তুরস্ক
খ) কলম্বিয়া
গ) পাকিস্তান
ঘ) উগান্ডা

বিশ্ব বিনিয়ােগ প্রতিবেদন ২০২১

২৭. বৈশ্বিক বিনিয়ােগ প্রাপ্তিতে শীর্ষ দেশ কোনটি?
ক) সিঙ্গাপুর
খ) যুক্তরাষ্ট্র
গ) হংকং
ঘ) চীন

২৮. বৈশ্বিক বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি?
ক) যুক্তরাজ্য
খ) যুক্তরাষ্ট্র
গ) জাপান
ঘ) চীন

২৯. ২০২০ সালে বাংলাদেশে বিনিয়ােগে শীর্ষ দেশ কোনটি?
ক) নেদারল্যান্ডস
খ) যুক্তরাষ্ট্র
গ) জাপান
ঘ) চীন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

৩০. ২৭ জুন ২০২১ বাংলাদেশে করােনার কোন টিকা জরুরি ব্যবহারের অনুমােদন দেয়া হয়?
ক) Sinovac
খ) Covishield
গ) Moderna
ঘ) Sputnik-V

৩১ অ্যান্টিভাইরাস সফটওয়্যারের উদ্ভাবক কে?
ক) জন শেফার্ড ব্যারন
খ) জন ম্যাকাফি
গ) হাওয়ার্ড এইকিন
ঘ) পল এ্যালেন

৩২. ১১ জুলাই ২০২১ কোন ধনাঢ্য ব্যক্তি প্রথমবারের মতাে মহাকাশে ঘুরে আসেন?
ক) বিল গেটস
খ) এলন মাস্ক
গ) রিচার্ড ব্র্যানসন
ঘ) জেফ বেজোস

৩৩. মার্কিন ইলেক্ট্রনিক কোম্পানি অ্যামাজনের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) কে?
ক) অ্যান্ডি জেসি
খ) জেফ বেজোস
গ) ম্যাকেঞ্জি বেজোস
ঘ) ইলন মাস্ক

৩৪. বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) চীনকে ম্যালেরিয়ামুক্ত দেশ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় কবে?
ক) ২০ জুন ২০২১
খ) ২৫ জুন ২০২১
গ) ২৮ জুন ২০২১
ঘ) ৩০ জুন ২০২১

৩৫. ৫ জুলাই ২০২১ যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কোন এইচআইভি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করে?
ক) HVTN 705
খ) HIVTN
গ) HIVconsvX
ঘ) HIVconsvZ

সাহিত্য-সংস্কৃতি

৩৬. ‘সালাম সালাম হাজার সালাম’ গানের গীতিকার কে?
ক) আমজাদ হােসেন
খ) গাজী মাজহারুল আনােয়ার
গ) আবদুল জব্বার
ঘ) ফজল-এ-খােদা

৩৭. ‘সালাম সালাম হাজার সালাম’ গানের কণ্ঠশিল্পী কে?
ক) সৈয়দ আব্দুল হাদী
খ) কিরণ চন্দ্র রায়
গ) আবদুল জব্বার
ঘ) ফজল-এ-খােদা

৩৮. ১ জুলাই ২০২১ কোন ভাষায় অনূদিত বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’র মােড়ক উন্মোচন করা হয়?
ক) কোরিয়ান
খ) মালয়
গ) ইতালি
ঘ) রুশ

৩৯. কোরিয়ান ভাষায় ‘অসমাপ্ত আত্মজীবনী’ অনুবাদ করেন কে?
ক) মুন জে ইন
খ) কিম জং-আন
গ) লি ডং হিউন
ঘ) পার্ক গুন শাে

৪০. ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত ‘চিরঞ্জীব মুজিব’ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পরিচালক কে?
ক) আহমেদ রুবেল
খ) নজরুল ইসলাম
গ) শেখ রেহানা
ঘ) শ্যাম বেনেগল

৪১. The Startup Wife উপন্যাসের লেখক কে?
ক) নেয়ামত ইমাম
খ) জিয়া হায়দার রহমান
গ) মনিকা আলী
ঘ) তাহমিমা আনাম

৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক

৪২. ২০২১ সালে অনুষ্ঠিত ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিকের সময়কাল কত?
ক) ১৯ জুলাই-৭ আগস্ট
খ) ২৩ জুলাই-৮ আগস্ট
গ) ২৫ জুলাই-১০ আগস্ট
ঘ) ২৭ জুলাই-১২ আগস্ট।

৪৩. কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
ক) প্যারিস
খ) টোকিও
গ) লন্ডন
ঘ) নিউইয়র্ক

৪৪. মাসকট কী?
ক) Bing Dwen Dwen
খ) Miraitowa
গ) Yodli
ঘ) Soohorang

৪৫. পদকের ডিজাইনার ও পরিকল্পনাকারী কে?
ক) আকিইয়ামা মামি
খ) তামাইয়াে মারুকাওয়া
গ) হােশি কুনিও
ঘ) জুনিছি কাওয়ানিশি

ক্রীড়াঙ্গন

৪৬.২০২১ সালে অনুষ্ঠিত ৪৭তম কোপা আমেরিকার চ্যাম্পিয়ন কোন দেশ?
ক) পেরু
খ) ব্রাজিল
গ) আর্জেন্টিনা
ঘ) কলম্বিয়া

৪৭. ২০২১ সালে অনুষ্ঠিত ১৬তম ইউরাে চ্যাম্পিয়ন কোন দেশ?
ক) স্পেন
খ) ব্রাজিল
গ) জার্মানি
ঘ) ইতালি

৪৮. আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গােলদাতা কে?
ক) আলী দাইয়ি (ইরান)
খ) পেলে (ব্রাজিল)
গ) রােনালদো (পর্তুগাল)
ঘ) ক +গ

৪৯. প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
ক) ভারত
খ) নিউজিল্যান্ড
গ) ইংল্যান্ড
ঘ) অস্ট্রেলিয়া

৫০. সবচেয়ে বেশি (২০ বার) গ্র্যান্ডস্লাম জয়ী পুরুষ খেলােয়াড় কে?
ক) রজার ফেদেরার (সুইজারল্যান্ড)
খ) রাফায়েল নাদাল (স্পেন)
গ) নােভাক জোকোভিচ
ঘ) ওপরের সকলে

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button