সাম্প্রতিক সাধারণ জ্ঞান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান মার্চ ২০২৩ – Recent General Knowledge 2023 

সাম্প্রতিক সাধারণ জ্ঞান মার্চ ২০২৩ – Recent General Knowledge 2023 থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন লেখাটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ও সহায়ক হবে। আশা করি লেখাটি যত্নসহকারে সম্পূর্ণ পড়বেন এবং কোন মতামত থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। আর অবশ্যই আপনার সহপাঠীদের সাথে শেয়ার করবেন।

বাংলাদেশ বিষয়াবলী

প্রশ্ন : উড়াল ও পাতাল পথের সমন্বয়ে নির্মিতব্য MRT Line-1 এর দৈর্ঘ্য কত?
উত্তর : ৩১.২৪১ কিমি ।

প্রশ্ন : দেশের প্রথম পাতাল রেলের ডিপো কোথায় নির্মাণ করা হচ্ছে?
উত্তর : নারায়ণগঞ্জের রূপগঞ্জের পিতলগঞ্জে।

প্রশ্ন : ১২ ফেব্রুয়ারি ২০২৩ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইতিহাসে প্রথম নারী প্যারেড কমান্ডার হিসেবে প্যারেড পরিচালনা করেন কে?
উত্তর : ড. সালমা সিদ্দিকা।

প্রশ্ন : বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (BIDS) পোস্ট ইনুমারেশন চেক (PEC) প্রতিবেদন অনুযায়ী, প্রবাসী বাদ দিয়ে বাংলাদেশের জনসংখ্যা কত?
উত্তর : ১৬,৯৮,২৮,৯১১ জন।

প্রশ্ন : বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হামিদ সেনানিবাস কোথায় অবস্থিত?
উত্তর : মিঠামইন, কিশোরগঞ্জ ।

প্রশ্ন : মিরপুর-কালশী ফাইওভারের দৈর্ঘ্য কত?
উত্তর : ২.৩৪ কিমি ।

প্রশ্ন : বাংলাদেশে প্রথম নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগী কবে শনাক্ত হয়?
উত্তর : ২০০১ সালে; মেহেরপুর জেলায়।

প্রশ্ন : বর্তমানে দেশে মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ কত?
উত্তর : ৫৫৮ মার্কিন ডলার।

প্রশ্ন : কোন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশকে সর্বোচ্চ পরিমাণের ঋণ দিয়েছে?
উত্তর : বিশ্বব্যাংক (১,৮১৬ কোটি মা.ড.)।

এই বিভাগ থেকে আরো পড়ুন

প্রশ্ন : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ বাংলাদেশে কোন দেশের দূতাবাস চালু করা হয়?
উত্তর : আর্জেন্টিনা।

প্রশ্ন : জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) ইউএন বাংলা ফন্টের ইউনিকোড সংস্করণ করে উন্মুক্ত করে?
উত্তর : ২০ ফেব্রুয়ারি ২০২৩।

প্রশ্ন : ২০২৩ সালে একুশে পদক লাভ করেন কতজন?
উত্তর : ১৯ ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠান।

প্রশ্ন : ৩১ জানুয়ারি ২০২৩ বেসরকারি খাতের প্রথম কৃষি বিদ্যালয় কোথায় প্রতিষ্ঠা করা হয়?
উত্তর : চারঘাট, রাজশাহী।

আন্তর্জাতিক বিষয়াবলী

প্রশ্ন : বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট কে?
উত্তর : অজয় বাঙ্গা।

প্রশ্ন : High Mobility Artillery Rocket Systems (HIMARS) কোন দেশের তৈরি রকেট উৎক্ষেপণ ব্যবস্থা?
উত্তর : যুক্তরাষ্ট্র।

প্রশ্ন : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নতুন চিফ অব স্টাফ কে?
উত্তর : জেফ জিয়েন্টস।

প্রশ্ন : ২৭ জানুয়ারি ২০২৩ যুক্তরাষ্ট্র কোন দেশে পুনরায় দূতাবাস চালু করে?
উত্তর : সলোমন দ্বীপপুঞ্জ।

প্রশ্ন : সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস পুলিশের কোন বিশেষ ইউনিটকে বিলুপ্ত ঘোষণা করা হয়?
উত্তর : স্করপিয়ন ইউনিট ।

প্রশ্ন : ২৩ জানুয়ারি ২০২৩ ভারতীয় নৌবাহিনীতে কোন সাবমেরিন যুক্ত হয়?
উত্তর : আইএনএস বাগির (INS Vagir)।

প্রশ্ন : ভারতের দিল্লি পৌরসভার বর্তমান নারী মেয়রের নাম কী?
উত্তর: শেলি ওবেরয়।

প্রশ্ন : ৯ ফেব্রুয়ারি ২০২৩ চেচনিয়ার আইন প্রণেতারা কাকে দেশটির ‘জাতির পিতা’ হিসেবে স্বীকৃতি দেন?
উত্তর : রমজান কাদিরভ।

প্রশ্ন : আল-কায়েদার নতুন প্রধানের নাম কী?
উত্তর : সাইফ আল-আদেল ।

প্রশ্ন : জনসংখ্যা কমে যাওয়ার হার ঠেকাতে চীনের কোন প্রদেশের নাগরিকেরা ইচ্ছামতো সন্তান নিতে পারবেন?
উত্তর : সিচুয়ান ।

প্রশ্ন : GLSDB’র পূর্ণরূপ কী?
উত্তর : Ground Launched Small Diameter Bomb.

প্রশ্ন : পাকিস্তানের প্রথম হিন্দু নারী আমলার নাম কী?
উত্তর : ডা. সানা রামচন্দ।

প্রশ্ন : ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল কবে নিউজিল্যান্ডে আঘাত হানে?
উত্তর : ১৫ ফেব্রুয়ারি ২০২৩।

প্রশ্ন : India: The Modi Question কী?
উত্তর : বিবিসি কর্তৃক সম্প্রচারিত দুই পর্বের তথ্যচিত্র।

প্রশ্ন : হিন্ডেনবার্গ রিসার্চ কী?
উত্তর : হিন্ডেনবার্গ রিসার্চ হলো একটি বিনিয়োগ গবেষণা প্রতিষ্ঠান (প্রতিষ্ঠাতা: নাথান অ্যান্ডারসন; ২০১৭ সালে)।

প্রশ্ন : ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার প্রতিবেদন অনুযায়ী, ফেসবুকে সবচেয়ে বেশি সক্রিয় থাকে কোন দেশের মানুষ?
উত্তর : প্রথম ভারত; দ্বিতীয় ফিলিপাইন, তৃতীয় বাংলাদেশ

ক্রীড়াঙ্গন

প্রশ্ন : ২০২৩ সালের অস্ট্রেলিয়ান ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন কে?
উত্তর : আরিনা সাবালেঙ্কা। বেলারুশিয়ান তারকার এটিই প্রথম গ্র্যান্ডস্লাম শিরোপা।

প্রশ্ন : ২০২৩ সালের অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন কে?
উত্তর : নোভাক জকোভিচ (সার্বিয়া)।

প্রশ্ন : ২০তম ফিফা ক্লাব বিশ্বকাপ ফুটবল কবে কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর : ১২-২২ ডিসেম্বর ২০২৩; সৌদি আরব।

প্রশ্ন : ২০২৩ সালের সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়ন কোন দেশ?
উত্তর : বাংলাদেশ।

প্রশ্ন : বাংলাদেশের টেনিসে প্রথম নারী রেফারি কে?
উত্তর : মাসফিয়া আফরিন।

প্রশ্ন : এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে প্রথম বাংলাদেশি হিসেবে সোনা জিতেন কে?
উত্তর : ইমরানুর রহমান ।

প্রশ্ন : বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে দু’টি দেশের হয়ে সেঞ্চুরি করেন কোন ব্যাটার?
উত্তর : গ্যারি ব্যালান্স (প্রথম ওয়েসেলস)।

Collected From Preparation

Bcs Preparation

BCS Preparation provides you with course materials and study guides for JSC, SSC, HSC, NTRCA, BCS, Primary Job, Bank and many other educational exams.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button