আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
সাম্প্রতিক সাধারণ জ্ঞান

সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী

সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। ইনশাল্লাহ!

বাংলাদেশ বিষয়াবলী

প্রশ্ন : পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের বাজারে ছাড়া স্মারক নােটটি কত টাকা মূল্যমানের?
উত্তর : ১০০ টাকা।

প্রশ্ন :বাংলাদেশে পাওয়া অমিক্রনের নতুন উপধরন কোনটি?
উত্তর : বিএ ৪/৫।

প্রশ্ন : নাসার জেমস ওয়েব টেলিস্কোপ দলের সদস্য বাংলাদেশি বংশােদ্ভূত অ্যাস্ট্রোফিজিসিস্টের নাম কী?
উত্তর : লামীয়া আশরাফ মওলা।

প্রশ্ন : ২০২২ সালে কততম জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়েছে?
উত্তর : ষষ্ঠ।

প্রশ্ন : বাংলাদেশ ব্যাংকের দ্বাদশ গভর্নর কে?
উত্তর : আব্দুর রউফ তালুকদার।

প্রশ্ন : ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেট দেশের কততম বাজেট?
উত্তর : ৫১তম।

আরো পড়ুন : প্রফেসরের কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২২ [পিডিএফ]

প্রশ্ন : ২০২২-২৩ অর্থবছরের মােট বাজেটের পরিমাণ কত?
উত্তর : ৬,৭৮,০৬৪ কোটি টাকা।

প্রশ্ন : বিশ্বে কোভ্যাক্সের আওতায় টিকাপ্রাপ্তিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : বাংলাদেশ।

প্রশ্ন : বর্তমানে দেশে মুক্তিযােদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা কত?
উত্তর : ৪৪৮।

প্রশ্ন : দেশের প্রথম এক্সপ্রেসওয়ের নাম কী?
উত্তর : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক।

প্রশ্ন : পদ্মা সেতু উদ্বোধন হয় কবে?
উত্তর : ২০২২ সালের ২৫ জুন।

প্রশ্ন : জাতিসংঘে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত ওস্থায়ী প্রতিনিধি কে?
উত্তর: মুহাম্মদ আবদুল মুহিত।

প্রশ্ন : বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত জিআই পণ্য কতটি?
উত্তর : ১০টি (সর্বশেষ : বাগদা চিংড়ি)।

আন্তর্জাতিক বিষয়াবলী

প্রশ্ন : কলম্বিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্টের নাম কী?
উত্তর : ফ্রান্সিয়া মার্কেজ।

প্রশ্ন : ইউক্রেনে ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রদানকারী প্রথম দেশ কোনটি?
উত্তর : যুক্তরাজ্য।

প্রশ্ন : গাের্খাল্যান্ড কোন দেশের একটি প্রস্তাবিত রাজ্য?
উত্তর : ভারত।

প্রশ্ন : চীনের তৃতীয় যুদ্ধবিমানবাহী রণতরির নাম কী?
উত্তর : ফুজিয়ান।

প্রশ্ন : জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে মারা যান কবে?
উত্তর : ৮ জুলাই ২০১২।

প্রশ্ন : উত্তর কোরিয়ার প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী কে?
উত্তর : শােয়ে সন-হুই।

প্রশ্ন :ইসরায়েলের সঙ্গে প্রথম কোন উপসাগরীয় দেশ মুক্তবাণিজ্য চুক্তি করেছে?
উত্তর :সংযুক্ত আরব আমিরাত।

প্রশ্ন : এশীয় অবকাঠামাে বিনিয়ােগ ব্যাংকের (এআইআইবি) ৯১তম সদস্যদেশ কোনটি?
উত্তর : মরক্কো।

আরো পড়ুন : সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২ থেকে ৫০টি এমসিকিউ

প্রশ্ন : ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) সভাপতিরাষ্ট্র কোনটি?
উত্তর : ঘানা (২৫ মে ২০২২)।

প্রশ্ন :নতুন জোট আইটুইউটু (I2U2) সদস্যভুক্ত দেশ কোনগুলাে?
উত্তর : যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত ও ভারত।

প্রশ্ন : ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারটি কোন প্রতিষ্ঠানের?
উত্তর : মাইক্রোসফট।

প্রশ্ন : ইউক্রেনীয় শরণার্থীদের সহযােগিতার জন্য নােবেল পদক বিক্রি করেছেন কোন রুশ সাংবাদিক?
উত্তর : দিমিত্রি মুরাতভ।

প্রশ্ন :তুরস্কের নতুন নাম কী?
উত্তর :তুর্কিয়ে।

প্রশ্ন : রাশিয়ার সঙ্গে ন্যাটোভুক্ত কতটি দেশের প্রত্যক্ষ ও পরােক্ষ সীমান্ত রয়েছে?
উত্তর :৭টি দেশের।

প্রশ্ন : ব্রিটিশ রানি এলিজাবেথের শাসনের ৭০ বছর (প্লাটিনাম জুবিলি) পূর্ণ হয়েছে কবে?
উত্তর : ৬ ফেব্রুয়ারি ২০২২।

রিপাের্ট-সমীক্ষা

প্রশ্ন :২০২২ সালে বৈশ্বিক বিনিয়ােগ প্রাপ্তিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : যুক্তরাষ্ট্র।

প্রশ্ন : ২০২২ সালে বৈশ্বিক বিনিয়ােগে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : চীন।

প্রশ্ন: ২০২২ সালে বাংলাদেশে বিনিয়ােগে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : যুক্তরাষ্ট্র।

প্রশ্ন :বিদেশি বিনিয়ােগ (এফডিআই) আকর্ষণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান কত?
উত্তর : দ্বিতীয়।

প্রশ্ন : বিশ্ব পরিবেশ সুরক্ষা সূচক ২০২২’-এ শীর্ষ দেশ কোনটি?
উত্তর : ডেনমার্ক।

প্রশ্ন : বিশ্ব পরিবেশ সুরক্ষা সূচক২০২২’-এ সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তর : ভারত।

প্রশ্ন : বৈশ্বিক শরণার্থী গ্রহণে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : তুরস্ক।

প্রশ্ন : রাশিয়ার জ্বালানির শীর্ষ আমদানিকারক দেশ কোনটি?
উত্তর : চীন।

ক্রীড়াঙ্গন

প্রশ্ন : ২২তম ফিফা বিশ্বকাপ (কাতার) ফুটবলে অংশ নেবে মােট কতটি দল?
উত্তর : ৩২টি।

প্রশ্ন : ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ দলীয় রান কোন দলের?
উত্তর : ইংল্যান্ড (৪৯৮/৪), বিপক্ষ নেদারল্যান্ডস।

প্রশ্ন : বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক কে?
উত্তর : সাকিব আল হাসান।

প্রশ্ন : ২০২১-২২ সালের উয়েফা চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়ন দল
উত্তর : রিয়াল মাদ্রিদ।

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button