আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
সাধারণ জ্ঞান

সাধারণ জ্ঞান শিখুন কৌশলে : আন্তর্জাতিক বিষয়াবলী

বিভিন্ন সংস্থার অফিসিয়াল/ওয়ার্কিং ভাষা

ইউরােপীয় ইউনিয়ন (EU) এর ভাষা- ২৪ টি

ডাচ, ফরাসি, জার্মান, ইতালিয়ান, ডেনিশ, ইংরেজি, গ্রিক, পর্তুগিজ, স্প্যানিশ, ফিনিশ, সুইডিশ, চেক, এস্তোনিয়ান, হাঙ্গেরিয়ান, লাটভিয়ান, লিথুয়ানিয়ান, মাল্টিজ, পােলিশ, স্লোভাক, স্লোভেনিয়ান, বুলগেরিয়ান, আইরিশ, রােমানিয়ান ও ক্রোয়েশিয়ান।

বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থা (WIPO) এর ভাষা- ১০ টি

আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, জার্মান, জাপানিজ, পর্তুগিজ, রুশ, স্প্যানিশ ও কোরিয়ান।

আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) এর ভাষা – ৭ টি

ইংরেজি, ফরাসি, আরবি, চীনা, জার্মান, রুশ ও স্প্যানিশ।

জাতিসংঘ (UN) এর ভাষা – ৬ টি

চীনা, ইংরেজি, ফরাসি, রুশ, স্প্যানিশ ও আরবি।

ইউরােপীয় নিরাপত্তা ও সহযােগিতা বিষয়ক সংস্থা (OSCE)

ইংরেজি, ফরাসি, জার্মান, ইতালিয়ান, রুশ ও স্প্যানিশ।

আফ্রিকান ইউনিয়ন (AU)

আরবি, ফরাসি, ইংরেজি, পর্তুগিজ, স্প্যানিশ ও সােয়াহিলি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)

আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, রুশ ও স্প্যানিশ।

ল্যাটিন ইউনিয়ন

কাতালান, ফরাসি, স্প্যানিশ, পর্তুগিজ, ইতালিয়ান ও রােমানিয়ান।

আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC)

আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, রুশ ও স্প্যানিশ।

বিশ্ব শুল্ক সংস্থা (WCO)

ইংরেজি, ফরাসি, আরবি, পর্তুগিজ, রুশ ও স্প্যানিশ।

আন্তর্জাতিক টেলিযােগাযােগ ইউনিয়ন (ITU)

রুশ, চীনা, আরবি, ইংরেজি, ফরাসি ও স্প্যানিশ।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

পর্তুগিজ, আরবি, ইংরেজি, ফরাসি ও স্প্যানিশ।

জি৭

ইংরেজি, ফরাসি, জার্মান, ইতালিয়ান ও জাপানি।

নর্ডিক কাউন্সিল (NC)

ডেনিশ, ফিনিশ, নরওয়েজিয়ান, আইসল্যান্ডিক ও সুইডিশ।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাসােসিয়েশন ফুটবল (FIFA)

ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও জার্মান।

অ্যান্টার্কটিক চুক্তি সচিবালয় (ATS)

ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও রুশ।

ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস (BIS)

ইংরেজি, ফরাসি, জার্মান ও স্প্যানিশ।

আন্তর্জাতিক অপরাধ পুলিশ সংস্থা (Interpol)

আরবি, ইংরেজি, ফরাসি ও স্প্যানিশ।

ক্যারিবিয়ান কমিউনিটি (CARICOM)

ইংরেজি, ফরাসি, ডাচ ও স্প্যানিশ।

অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস (OAS)

স্প্যানিশ, ইংরেজি, পর্তুগিজ ও ফরাসি ।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট (IFJ)

ইংরেজি, ফরাসি ও স্প্যানিশ।

আন্তর্জাতিক মান সংস্থা (ISO)

ইংরেজি, ফরাসি ও রুশ।

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ইউনিয়ন (IUCN)

ইংরেজি, ফরাসি ও স্প্যানিশ।

ইসলামী সহযােগিতা সংস্থা (OIC)

আরবি, ইংরেজি ও ফরাসি।

কমেসা (COMESA)

ইংরেজি, ফরাসি ও আরবি।

ইস্ট আফ্রিকান কমিউনিটি (EAC)

ইংরেজি, ফরাসি ও সােয়াহিলি।

একই বিষয়ের দিবস ও বর্ষ

দিবস সময় বর্ষ সাল
বিশ্ব জনসংখ্যা দিবস। ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা বর্ষ ১৯৭৪
আন্তর্জাতিক আদিবাসী দিবস ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী বর্ষ ১৯৯৩
আন্তর্জাতিক যুব দিবস ১২ আগস্ট আন্তর্জাতিক যুব বর্ষ : অংশগ্রহণ, উন্নয়ন, শান্তি ১৯৮৫
আন্তর্জাতিক যুব বর্ষ ২০১০
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা বর্ষ ১৯৯০
আন্তর্জাতিক শান্তি দিবস ২১ সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি বর্ষ ১৯৮৬
বিশ্ব পর্যটন দিবস ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন বর্ষ ১৯৬৭
আন্তর্জাতিক প্রবীণ দিবস ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ বর্ষ ১৯৯৯
জাতিসংঘ দিবস ২৪ অক্টোবর জাতিসংঘ বর্ষ ১৯৮৫
সর্বজনীন শিশু দিবস ২০ নভেম্বর আন্তর্জাতিক শিশু বর্ষ ১৯৭৯
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী বর্ষ ১৯৮১
বিশ্ব মৃত্তিকা দিবস ৫ ডিসেম্বর আন্তর্জাতিক মাটি বা মৃত্তিকা বর্ষ ২০১৫
মানবাধিকার দিবস ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার বর্ষ ১৯৬৮
বিশ্ব পর্বত দিবস ১১ ডিসেম্বর আন্তর্জাতিক পর্বত বর্ষ ২০০২

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button