সাধারণ জ্ঞান

সাধারণ জ্ঞান শিখুন কৌশলে : আন্তর্জাতিক বিষয়াবলী

বিভিন্ন সংস্থার অফিসিয়াল/ওয়ার্কিং ভাষা

ইউরােপীয় ইউনিয়ন (EU) এর ভাষা- ২৪ টি

ডাচ, ফরাসি, জার্মান, ইতালিয়ান, ডেনিশ, ইংরেজি, গ্রিক, পর্তুগিজ, স্প্যানিশ, ফিনিশ, সুইডিশ, চেক, এস্তোনিয়ান, হাঙ্গেরিয়ান, লাটভিয়ান, লিথুয়ানিয়ান, মাল্টিজ, পােলিশ, স্লোভাক, স্লোভেনিয়ান, বুলগেরিয়ান, আইরিশ, রােমানিয়ান ও ক্রোয়েশিয়ান।

বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থা (WIPO) এর ভাষা- ১০ টি

আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, জার্মান, জাপানিজ, পর্তুগিজ, রুশ, স্প্যানিশ ও কোরিয়ান।

আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) এর ভাষা – ৭ টি

ইংরেজি, ফরাসি, আরবি, চীনা, জার্মান, রুশ ও স্প্যানিশ।

জাতিসংঘ (UN) এর ভাষা – ৬ টি

চীনা, ইংরেজি, ফরাসি, রুশ, স্প্যানিশ ও আরবি।

ইউরােপীয় নিরাপত্তা ও সহযােগিতা বিষয়ক সংস্থা (OSCE)

ইংরেজি, ফরাসি, জার্মান, ইতালিয়ান, রুশ ও স্প্যানিশ।

আফ্রিকান ইউনিয়ন (AU)

আরবি, ফরাসি, ইংরেজি, পর্তুগিজ, স্প্যানিশ ও সােয়াহিলি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)

আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, রুশ ও স্প্যানিশ।

ল্যাটিন ইউনিয়ন

কাতালান, ফরাসি, স্প্যানিশ, পর্তুগিজ, ইতালিয়ান ও রােমানিয়ান।

আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC)

আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, রুশ ও স্প্যানিশ।

বিশ্ব শুল্ক সংস্থা (WCO)

ইংরেজি, ফরাসি, আরবি, পর্তুগিজ, রুশ ও স্প্যানিশ।

আন্তর্জাতিক টেলিযােগাযােগ ইউনিয়ন (ITU)

রুশ, চীনা, আরবি, ইংরেজি, ফরাসি ও স্প্যানিশ।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

পর্তুগিজ, আরবি, ইংরেজি, ফরাসি ও স্প্যানিশ।

জি৭

ইংরেজি, ফরাসি, জার্মান, ইতালিয়ান ও জাপানি।

নর্ডিক কাউন্সিল (NC)

ডেনিশ, ফিনিশ, নরওয়েজিয়ান, আইসল্যান্ডিক ও সুইডিশ।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাসােসিয়েশন ফুটবল (FIFA)

ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও জার্মান।

অ্যান্টার্কটিক চুক্তি সচিবালয় (ATS)

ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও রুশ।

ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস (BIS)

ইংরেজি, ফরাসি, জার্মান ও স্প্যানিশ।

আন্তর্জাতিক অপরাধ পুলিশ সংস্থা (Interpol)

আরবি, ইংরেজি, ফরাসি ও স্প্যানিশ।

ক্যারিবিয়ান কমিউনিটি (CARICOM)

ইংরেজি, ফরাসি, ডাচ ও স্প্যানিশ।

অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস (OAS)

স্প্যানিশ, ইংরেজি, পর্তুগিজ ও ফরাসি ।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট (IFJ)

ইংরেজি, ফরাসি ও স্প্যানিশ।

আন্তর্জাতিক মান সংস্থা (ISO)

ইংরেজি, ফরাসি ও রুশ।

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ইউনিয়ন (IUCN)

ইংরেজি, ফরাসি ও স্প্যানিশ।

ইসলামী সহযােগিতা সংস্থা (OIC)

আরবি, ইংরেজি ও ফরাসি।

কমেসা (COMESA)

ইংরেজি, ফরাসি ও আরবি।

ইস্ট আফ্রিকান কমিউনিটি (EAC)

ইংরেজি, ফরাসি ও সােয়াহিলি।

একই বিষয়ের দিবস ও বর্ষ

দিবস সময় বর্ষ সাল
বিশ্ব জনসংখ্যা দিবস। ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা বর্ষ ১৯৭৪
আন্তর্জাতিক আদিবাসী দিবস ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী বর্ষ ১৯৯৩
আন্তর্জাতিক যুব দিবস ১২ আগস্ট আন্তর্জাতিক যুব বর্ষ : অংশগ্রহণ, উন্নয়ন, শান্তি ১৯৮৫
আন্তর্জাতিক যুব বর্ষ ২০১০
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা বর্ষ ১৯৯০
আন্তর্জাতিক শান্তি দিবস ২১ সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি বর্ষ ১৯৮৬
বিশ্ব পর্যটন দিবস ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন বর্ষ ১৯৬৭
আন্তর্জাতিক প্রবীণ দিবস ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ বর্ষ ১৯৯৯
জাতিসংঘ দিবস ২৪ অক্টোবর জাতিসংঘ বর্ষ ১৯৮৫
সর্বজনীন শিশু দিবস ২০ নভেম্বর আন্তর্জাতিক শিশু বর্ষ ১৯৭৯
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী বর্ষ ১৯৮১
বিশ্ব মৃত্তিকা দিবস ৫ ডিসেম্বর আন্তর্জাতিক মাটি বা মৃত্তিকা বর্ষ ২০১৫
মানবাধিকার দিবস ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার বর্ষ ১৯৬৮
বিশ্ব পর্বত দিবস ১১ ডিসেম্বর আন্তর্জাতিক পর্বত বর্ষ ২০০২

Bcs Preparation

BCS Preparation provides you with course materials and study guides for JSC, SSC, HSC, NTRCA, BCS, Primary Job, Bank and many other educational exams.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button