আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
পিডিএফ ডাউনলোডপ্রাথমিক শিক্ষকবাংলাদেশ বিষয়াবলীবিশ্ববিদ্যালয় ভর্তিশিক্ষক নিবন্ধন

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী | বিসিএস প্রস্তুতি, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী | বিসিএস প্রস্তুতি, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি, শিক্ষক নিবন্ধনসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান নিয়ে নিচে আলোচনা করা হলো।

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী | বিসিএস প্রস্তুতি, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি

বাংলাদেশ বিষয়াবলি

প্রশ্ন : মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান
উত্তর : মন্ত্রী।

প্রশ্ন : মন্ত্রণালয় গঠন করেন
উত্তর : প্রধানমন্ত্রী।

প্রশ্ন : শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয় গঠন করা হয়
উত্তর : ১৯৭২ সালে।

প্রশ্ন : ‘বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন’ যে মন্ত্রণালয়ের অধীন
উত্তর : শিল্প মন্ত্রণালয়।

প্রশ্ন : ‘বং’ গােষ্ঠীভুক্ত মানুষের বাস ছিল
উত্তর : ভাগীরথী নদীর পূর্ব তীরে।

প্রশ্ন : কৌটিল্যের ‘অর্থশাস্ত্রে’ সর্বপ্রাচীন ভৌগােলিক ইউনিট হিসেবে উল্লেখ আছে
উত্তর : বঙ্গের।

প্রশ্ন : বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূমিরূপ যে যুগের
উত্তর : টারশিয়ারি যুগের।

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী | বিসিএস প্রস্তুতি, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি

প্রশ্ন : প্রথম ‘না’ ভােট যুক্ত হয় যে জাতীয় সংসদ নির্বাচনে
উত্তর : নবম।

প্রশ্ন : মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য
উত্তর : ১০ জন।

প্রশ্ন : বাংলাদেশের সংবিধান রচনার উদ্দেশ্যে খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়
উত্তর : ১১ এপ্রিল ১৯৭২।

প্রশ্ন : বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সােনার বাংলার’ প্রথম দশ চরণ সংবিধানের যে অনুচ্ছেদে বলা হয়েছে
উত্তর : ৪(১) অনুচ্ছেদে।

প্রশ্ন : ভাষা আন্দোলনের মুখপাত্র
উত্তর : সাপ্তাহিক সৈনিক।

প্রশ্ন : ১১ দফা কর্মসূচী ঘােষিত হয়
উত্তর : ১৯৬৯ সালে।

প্রশ্ন : ১৯৭১ সালে অসহযােগ আন্দোলন শুরু হয়
উত্তর : ২ মার্চ।

প্রশ্ন : ২৫ মার্চ ১৯৭১ ছিল
উত্তর : বৃহস্পতিবার।

প্রশ্ন : বাংলাদেশ আফ্রিকার যে দেশে প্রথম কৃষিকাজ শুরু করে
উত্তর : সেনেগাল।

প্রশ্ন : হাইব্রিড ভুট্টা ‘উত্তরণ’ উদ্ভাবন করে
উত্তর : ব্র্যাক।

প্রশ্ন : উপমহাদেশে ব্যাংকিং ব্যবস্থা প্রথম চালু হয়
উত্তর : মুঘল আমলে।

প্রশ্ন : বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল
উত্তর : ৪ বছর।

প্রশ্ন : ভারতের যে বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার চালু হবে
উত্তর : দিল্লি বিশ্ববিদ্যালয়।

প্রশ্ন : কক্সবাজার জেলা রেলপথে যুক্ত হবে
উত্তর : ২০২২ সালে।

প্রশ্ন : ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান
উত্তর : সপ্তম।

প্রশ্ন : বৈশ্বিক জাহাজ ভাঙ্গা শিল্পে বাংলাদেশের অবস্থান
উত্তর : প্রথম।

প্রশ্ন : ২০২১ সালে বাংলাদেশ যে আন্তর্জাতিক ব্যাংকে যােগদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে
উত্তর : New Development Bank.

প্রশ্ন : বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১ এর দৈর্ঘ্য
উত্তর : ১.৯ কি.মি.।

প্রশ্ন : ‘এই জানােয়ারদের হত্যা করতে হবে’ শিরােনামে বিখ্যাত পোস্টারের শিল্পী
উত্তর : কামরুল হাসান।

প্রশ্ন : চট্টগ্রামে যুব বিদ্রোহের নেতা ছিলেন
উত্তর : সূর্যসেন ।

প্রশ্ন : SSF যে মন্ত্রণালয়ের অধীন
উত্তর : প্রধানমন্ত্রীর কার্যালয়।

প্রশ্ন : বাংলাদেশ পােস্টাল একাডেমী অবস্থিত
উত্তর : রাজশাহীতে।

প্রশ্ন : শিক্ষা বিভাগের ট্রেনিংয়ের শীর্ষ প্রতিষ্ঠান
উত্তর : নায়েম।

প্রশ্ন : গম গবেষণা কেন্দ্র অবস্থিত
উত্তর : নশিপুর, দিনাজপুর।

প্রশ্ন : বর্ডার গার্ড বাংলাদেশের প্রশিক্ষণ কেন্দ্রটি অবস্থিত
উত্তর : চট্টগ্রামের সাতকানিয়ায়, বাইতুল ইজ্জতে।

প্রশ্ন : PRSP-এর পূর্ণরূপ
উত্তর : Poverty Reduction Strategy Paper

প্রশ্ন : বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর লােগাের নকশা করেন
উত্তর : রামেন্দু মজুমদার-প্রদীপ চক্রবর্তী।

প্রশ্ন : জাতীয় সংসদের বেসরকারি দিবস
উত্তর : বৃহস্পতিবার।

প্রশ্ন : BAG-এর পূর্ণরূপ
উত্তর : Bangladesh Aid Group !

প্রশ্ন : মুক্তিযুদ্ধকালীন প্রকাশিত ডাকটিকিটের ডিজাইনার
উত্তর : বিমান মল্লিক।

প্রশ্ন : ৬-দফা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল
উত্তর : আওয়ামী লীগ।

প্রশ্ন : ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়
উত্তর : ২ আগস্ট ১৮২৮।

প্রশ্ন : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হেড পণ্ডিত ছিলেন
উত্তর : ফোর্ট উইলিয়াম কলেজের (১৮৫১ সালে নিযুক্ত হন)।

প্রশ্ন : জাতীয় জনসংখ্যা পরিষদের সভাপতি
উত্তর : প্রধানমন্ত্রী।

প্রশ্ন : গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন
উত্তর : মাওলানা আবদুর রশিদ তর্কবাগীশ।

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button