বাংলাদেশ বিষয়াবলী

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে ৪০টি গুরুত্বপূর্ণ এমসিকিউ

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে ৪০টি গুরুত্বপূর্ণ এমসিকিউ

প্রশ্ন: বাংলাদেশ ও মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত?
ক. নাফ
খ. কর্ণফুলী
গ. নবগঙ্গা
ঘ. ভাগিরথী
উত্তর: ক. নাফ

প্রশ্ন: কবি কাজী নজরুল ইসলামের কবর কোথায় অবস্থিত?
ক. আজিমপুরের কবরস্থানে
খ. মীরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে
গ. বনানীতে
ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে
উত্তর: ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে

প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম হাওড়-
ক. পাথরচাওলি
খ. হাইল
গ. চলন বিল
ঘ. হাকালুকি
উত্তর: ঘ. হাকালুকি

প্রশ্ন: সিলেটের প্রাচীন নাম ছিল –
ক. শ্রীহট্ট
খ. জালালাবাদ
গ. শ্রীভূমি
ঘ. আফজালাবাদ
উত্তর: খ. জালালাবাদ

প্রশ্ন: নিম্নের কোন অঞ্চলটি পাহাড়ি এলাকাভুক্ত নয়?
ক. খাগড়াছড়ি
খ. কক্সবাজার
গ. মৌলভীবাজার
ঘ. ময়মনসিংহ
উত্তর: ঘ. ময়মনসিংহ

প্রশ্ন: তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত?
ক. করিমগঞ্জ
খ. খোয়াই
গ. পেট্রাপল
ঘ. ডাউকি
উত্তর: ঘ. ডাউকি

প্রশ্ন: ‘সাগরকন্যা’ কোন এলাকার ভৌগলিক নাম?
ক. টেকনাফ
খ. কক্সবাজার
গ. খুলনা
ঘ. পটুয়াখালী
উত্তর: ঘ. পটুয়াখালী

প্রশ্ন: পদ্মা কোথায় মেঘনা নদীর সাথে মিশেছে?
ক. গোয়ালন্দ
খ. চাঁদপুর
গ. ভৈরব
ঘ. নরসিংদী
উত্তর: খ. চাঁদপুর

প্রশ্ন: ‘বলিশিরা ভ্যালি’ কোথায় অবস্থিত?
ক. ঝালকাঠি
খ. ভোলা
গ. রাঙ্গামাটি
ঘ. মৌলভীবাজার
উত্তর: ঘ. মৌলভীবাজার

প্রশ্ন: আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি?
ক. ফেনী নদী
খ. সাঙ্গু নদী
গ. নাফ নদী
ঘ. কর্ণফুলী নদী
উত্তর: খ. সাঙ্গু নদী

প্রশ্ন: বরেন্দ্রভূমি নামে পরিচিত –
ক. ময়নামতি ও লালমাই পাহাড়
খ. মধুপুর ও ভাওয়াল গড়
গ. সুন্দরবন
ঘ. রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিমাংশের
উত্তর: ঘ. রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিমাংশের

প্রশ্ন: বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ কোনটি?
ক. সেন্টমার্টিন
খ. মহেশখালী
গ. ছেড়া দ্বীপ
ঘ. নিঝুম দ্বীপ
উত্তর: খ. মহেশখালী

প্রশ্ন: বাংলাদেশর মোট সীমান্ত দৈর্ঘ্য –
ক. ৪৭১৯ কি.মি.
খ. ৪৮০৫ কি.মি.
গ. ৫০৪০ কি.মি.
ঘ. ৪৫০০ কি.মি.
উত্তর: ক. ৪৭১৯ কি.মি.

প্রশ্ন: ডেঙ্গী ভ্যালি কোন জেলায় অবস্থিত?
ক. বরিশাল
খ. রাঙামাটি
গ. চট্টগ্রাম
ঘ. সিলেট
উত্তর: খ. রাঙামাটি

প্রশ্ন: সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সাথে বিরোধ নিষ্পত্তির ফলে আমরা পেয়েছি–
ক. ১ লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি জলসীমা
খ. ৫০ হাজার বর্গ কিলোমিটার জলসীমা
গ. ১২ হাজার বর্গ কিলোমিটার জলসীমা
ঘ. কোনটিই নয়
উত্তর: ক. ১ লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি জলসীমা

প্রশ্ন: দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত?
ক. নাফ
খ. তেতুলিয়া
গ. আড়িয়াল খাঁ
ঘ. হাড়িয়াভাঙ্গা
উত্তর: ঘ. হাড়িয়াভাঙ্গা

প্রশ্ন: বাংলাদেশের শীতলতম মাস কোনটি?
ক. জানুয়ারি
খ. ফেব্রুয়ারি
গ. ডিসেম্বর
ঘ. নভেম্বর
উত্তর: ক. জানুয়ারি

প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি?
ক. চট্টগ্রাম
খ. ভোলা
গ. পটুয়াখালী
ঘ. কক্সবাজার
উত্তর: ঘ. কক্সবাজার

প্রশ্ন: ড.মুহাম্মদ শহীদুল্লাহ ছিলেন ভারতবর্ষের শ্রেষ্ঠ –
ক. বিজ্ঞানী
খ. সাহিত্যিক
গ. লেখক
ঘ. ভাষাবিজ্ঞানী
উত্তর: ঘ. ভাষাবিজ্ঞানী

প্রশ্ন: বাংলা ভাষার কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী ? ক. চলিত রীতি
খ. সাধু রীতি
গ. কথ্য রীতি
ঘ. লেখ্য রীতি
উত্তর: খ. সাধু রীতি

প্রশ্ন: বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ কোনটি?
ক. সেন্টমার্টিন
খ. মহেশখালী
গ. ছেড়া দ্বীপ
ঘ. নিঝুম দ্বীপ
উত্তর: খ. মহেশখালী

প্রশ্ন: কুমিল্লার পূর্ব নাম কি?
ক. ত্রিপুরা
খ. জাহাঙ্গীরনগর
গ. নাসিরাবাদ
ঘ. ইসলামপুর
উত্তর: ক. ত্রিপুরা

প্রশ্ন:’হিমছড়ি’ কোন শহরের নিকট অবস্থিত?
ক. কক্সবাজার
খ. খাগড়াছড়ি
গ. রাঙ্গামাটি
ঘ. কাপ্তাই
উত্তর: ক. কক্সবাজার

প্রশ্ন: ডেঙ্গী ভ্যালি কোন জেলায় অবস্থিত?
ক. বরিশাল
খ. রাঙামাটি
গ. চট্টগ্রাম
ঘ. সিলেট
উত্তর: খ. রাঙামাটি

প্রশ্ন: বাংলাদেশে বার্ষিক গড় তাপমাত্রা কত?
ক. ৩০°সেঃ
খ. ২৬°সেঃ
গ. ২৫°সেঃ
ঘ. ২৭°সেঃ
উত্তর: খ. ২৬°সেঃ

প্রশ্ন: ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ (Swatch of no ground ) এর মানে-
ক. একটি খেলার মাঠ
খ. ঢাকা সেনানিবাসের পোলো গ্রাউন্ডের নাম
গ. একটি প্লাবন ভূমির নাম
ঘ. বঙ্গোপসাগরের একটি খাদের নাম
উত্তর: ঘ. বঙ্গোপসাগরের একটি খাদের নাম

প্রশ্ন: বাংলাদেশের শীতলতম মাস কোনটি?
ক. জানুয়ারি
খ. ফেব্রুয়ারি
গ. ডিসেম্বর
ঘ. নভেম্বর
উত্তর: ক. জানুয়ারি

প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি?
ক. চট্টগ্রাম
খ. ভোলা
গ. পটুয়াখালী
ঘ. কক্সবাজার
উত্তর: ঘ. কক্সবাজার

প্রশ্ন: বাংলা ভাষায় সর্বপ্রথম যতিচিহ্নের প্রচলন করেন কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. প্যারীচাঁদ মিত্র
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর: ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

প্রশ্ন: সাধু ও চলিত রীতির মিশ্রণে বাক্য কোন দোষে দুষ্ট হয়?
ক. উৎপ্রেক্ষা দোষে
খ. বাহুল্য দোষে
গ. গুরুচণ্ডালী দোষে
ঘ. আঞ্চলিক দোষে
উত্তর: গ. গুরুচণ্ডালী দোষে

প্রশ্ন: কমার(,) বিরতিকাল কতক্ষণ?
ক. ১ বলতে যে সময় লাগে
খ. ১ বলার দ্বিগুণ সময়
গ. ১ সেকেন্ড
ঘ. থামার প্রয়োজন নেই
উত্তর: ক. ১ বলতে যে সময় লাগে

প্রশ্ন: ইলেক বা লোপ চিহ্ন কোনটি?
ক. !
খ. ‘
গ. ?
ঘ. “”
উত্তর: খ. ‘

প্রশ্ন: বাংলা ব্যাকরণের মৌলিক অংশ কোনগুলো?
ক. কাল, পুরুষ, পদ প্রকরণ
খ. সমাস, প্রত্যয়, সন্ধি
গ. সারাংশ, ভাব-সম্প্রসারণ
ঘ. ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব ও বাক্যতত্ত্ব
উত্তর: ঘ. ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব ও বাক্যতত্ত্ব

প্রশ্ন: ‘দেখ আমি চোর বটে কিন্তু আমি কি সাধ করিয়া চোর হইয়াছি খাইতে পাইলে কে চোর হয়’- বাক্যটিতে বিরামচিহ্ন বসবে–
ক. ৫ টি
খ. ৪ টি
গ. ৩ টি
ঘ. ২ টি
উত্তর: খ. ৪ টি

প্রশ্ন: বাংলা ব্যাকরণের বয়স কত?
ক. ৬০০ বছর
খ. ১৫০ বছর
গ. ২৫০ বছরের বেশি
ঘ. ৩০০ বছরের বেশি
উত্তর: গ. ২৫০ বছরের বেশি

প্রশ্ন: ‘সিয়াম’ কোন ধরনের শব্দ?
ক. উর্দু
খ. তুর্কি
গ. ফারসি
ঘ. আরবি
উত্তর: ঘ. আরবি

প্রশ্ন: কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগ বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন?
ক. স্যার উইলিয়াম জোনস
খ. স্যার উইলিয়াম কেরি
গ. রাজীব লোচন মুখোপাধ্যায়
ঘ. ব্রাসি হ্যালহেড
উত্তর: ঘ. ব্রাসি হ্যালহেড

প্রশ্ন: বাংলা ভাষায় ব্যাকরণ কে লিখেন?
ক.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ.ডেভিড হেয়ার
গ.মদনমোহন তর্কালঙ্কার
ঘ.উইলিয়াম কেরি
উত্তর: ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

প্রশ্ন: সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী?
ক. কবিতার পঙ্ক্তিতে
খ. গানের কলিতে
গ. গল্পের বর্ণনায়
ঘ. নাটকের সংলাপে
উত্তর: ঘ. নাটকের সংলাপে

প্রশ্ন: কোনটি চলিত ভাষর বৈশিষ্ট্য নয়?
ক. ক্রিয়াপদের সঙ্কুচিত রূপ ব্যবহৃত হয়
খ. তদ্ভব, অর্ধতৎসম, দেশি ও বিদেশী শব্দের ব্যবহার অপেক্ষাকৃত বেশি
গ. তৎসম শব্দের প্রয়োগ বেশী
ঘ. সর্বনামের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়
উত্তর: গ. তৎসম শব্দের প্রয়োগ বেশী

Bcs Preparation

BCS Preparation provides you with course materials and study guides for JSC, SSC, HSC, NTRCA, BCS, Primary Job, Bank and many other educational exams.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button