সহকারী জজ নিয়োগ প্রস্তুতি

সহকারী জজ নিয়োগ পরীক্ষার প্রস্তুতি : গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

সহকারী জজ নিয়োগ পরীক্ষার প্রস্তুতি : গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা সহকারী জজ নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে।

সহকারী জজ নিয়োগ পরীক্ষার প্রস্তুতি : গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

  • দুর্নীতি দমন আইনে সম্পত্তির মিথ্যা তথ্য জমা দিলে সসাজা হবে—৩ বছর।
  • সরকার চাইলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে নিয়ােগ দিতে পারেন—অতিরিক্ত জেলা ও দায়রা জজকে।
  • একজন বিচারাধীন আসামি যে ধারার বিধান অনুযায়ী তার Defence সমর্থনে সাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে পারেন—৩৪০।
  • দণ্ডবিধির ৩২৩ বা ৩৫২ ধারার অপরাধ—আমলের অযােগ্য অপরাধ।
  • বিশেষ ক্ষমতা আইনের অধীন কোনাে ব্যক্তি আটকাদেশে বা বহিষ্কারাদেশ লঙ্ঘন করলে তাঁর শাস্তি—৩ বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়।
  • একজন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ জরিমানা করতে পারেন—১০,০০০ টাকা।
  • ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল আইনটি কার্যকর হয়—১ জানুয়ারি ১৯০৯।
  • রাষ্ট্রের সব নির্বাহী ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টকে সহায়তা করতে বাধ্য সংবিধানের ১১২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী।
  • ৫৪ ধারায় ৯টি ক্ষেত্র রয়েছে, যখন পুলিশ বিনা পরােয়ানায় গ্রেপ্তার করতে পারে।
  • প্রজাতন্ত্রের সব ক্ষমতার মালিক জনগণ—ঘােষণাটি উল্লেখিত হয়েছে সংবিধানের—৭ নম্বর অনুচ্ছেদে।
  • পুলিশের দণ্ড কার্যকর করার বিধান আছে—বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ অনুযায়ী।
  • পারিবারিক আদালতের আদেশ অবমাননা করলে জরিমানা—২০০ টাকা।
  • ফৌজদারি কার্যবিধি ১৬৭ ধারামতে, রিমান্ডের মেয়াদ মােট—১৫ দিনের অধিক নয়।
  • পারিবারিক আদালত রায় দেবেন—শুনানির ৭ দিন পর।
  • ফৌজদারি মামলায় হাইকোর্ট ব্যতীত অন্য আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করতে হয়—৩০ দিনের মধ্যে।
  • বর্তমানে প্রচলিত শিশু আইন হলাে—শিশু আইন, ২০১৩।
  • সম্পত্তি হস্তান্তর আইনটি প্রণীত হয়—১৮৮২ সালে।
  • জেলা পর্যায়ে সাধারণত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রয়েছে—৪ প্রকার।
  • চোরাচালানের সর্বনিম্ন শাস্তি—২ বছর কারাদণ্ড।
  • লিগ্যাল এইড অফিসার—সিনিয়র সহকারী জজ।
  • মানব পাচার অপরাধ সংঘটনকারী কোনাে ব্যক্তি দণ্ডিত হতে পারে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড।
  • যে ধারা অনুযায়ী বিশেষ ট্রাইব্যুনাল সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করতে পারেন—২৭ (ক)।
  • ভার্চুয়াল পদ্ধতিতে সম্পন্ন হয় না—মামলা দায়ের।
  • যদি কোনাে ব্যক্তি লাভজনক উদ্দেশ্য ছাড়া অন্য কোনাে উদ্দেশ্যে মজুতদারি হয়, তাহলে তাঁর শাস্তি—৩ মাস কারাদণ্ড ও অর্থদণ্ড।
  • স্পেশাল জজ সর্বোচ্চ দণ্ড দিতে পারেন—১০ বছর কারাদণ্ড।
  • নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারা অনুযায়ী জবানবন্দি গ্রহণ করতে পারেন—প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
  • একজন পুলিশ কোনাে নারীকে ধর্ষণ করলে নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী সর্বনিম্ন শাস্তি—যাবজ্জীবন।
  • নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীন ‘Gung rape’-এর সর্বোচ্চ দণ্ড—মৃত্যুদণ্ড।
  • নারী ও শিশু নির্যাতন দমন আইনের যে ধারায় অপরাধ ‘Trial in camera’ হতে পারে—৯ ধারায়।
  • নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক-১ জন।
  • ‘Code of criminal procedure’-এর যে ধারার বিধান অনুযায়ী একজন পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত তদন্তকাজ করতে পারেন —১৫৬।
  • বাসগৃহে আগুন লাগানাে—৪৩৬ ধারার অপরাধ।
  • জেলখানা পরিদর্শন করেন—জেলা জজ।
  • থানা ইন্সপেকশন করেন—চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
  • সম্পত্তি হস্তান্তর করা যায়—৫টি পদ্ধতিতে (TP Act)।
  • নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিয়ােগ দেন—সরকার।
  • মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অপরাধসমূহ| আমলযােগ্য ও জামিন অযােগ্য।
  • লিগ্যাল এইড আইনজীবী হওয়ার জন্য অভিজ্ঞতা থাকতে হয়—৫ বছরের।
  • হয়রানিমূলক তল্লাশিতে অফিসারের সাজা ১ বছর বা অর্থদণ্ড বা উভয় দণ্ড যে ধারায়-২৯।
  • সমন অমান্যের দণ্ড—অনধিক ৫০০ টাকা জরিমানা।
  • বিশেষ ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত মৃত্যুদণ্ড মওকুফ হ্রাস বা বৃদ্ধি করতে পারেন—সরকার।
  • মাদক শনাক্ত করলে প্রয়ােজনে বিধি নির্ধারিত Dope Test করা যাবে যে ধারায়—৬৮।
  • বিশেষ ক্ষমতা আইনের কত ধারায় ‘DE- Novo trial’-এ বাধা সৃষ্টি করা হয়েছে—৩১।
  • Smuggling’-এর সর্বোচ্চ শাস্তি—মৃত্যুদণ্ড।
  • রায় প্রস্তুতের ৭ দিনের মধ্যে ডিক্রি প্রস্তুত করতে হয়।
  • Sexual assault’-এর সর্বনিম্ন শাস্তি নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীন—৩ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড।
  • বাসগৃহে চুরি—৩৮০ ধারার অপরাধ।
  • “Code of criminal procedure’- এর যে ধারায় ফৌজদারি আদালতসমূহের শ্রেণি বিভাগ করা হয়েছে—৬।
  • বায়া দলিল : বায়া অর্থ বিক্রেতা, অর্থাৎ যার কাছ থেকে জমি ক্রয় করা হয়, তার জমিসংক্রান্ত যে দলিল।
  • বিশেষ ক্ষমতা আইনে ‘prejudicial act’-এর সংজ্ঞা দেওয়া হয়েছে ২ (চ) ধারায়।
  • Act বলতে পুরাে আইনকে বােঝায়। Act- এর ধারা-উপধারা অনুচ্ছেদকে Enactment বলে।

Bcs Preparation

BCS Preparation provides you with course materials and study guides for JSC, SSC, HSC, NTRCA, BCS, Primary Job, Bank and many other educational exams.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button