টিপস

সর্বশেষ ছয় মাসে অনুষ্ঠিত সরকারি-বেসরকারি চাকরির নিয়ােগ পরীক্ষার প্রশ্নের সমাধান

সর্বশেষ ছয় মাসে অনুষ্ঠিত সরকারি-বেসরকারি চাকরির নিয়ােগ পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে।

বাংলাদেশ বিষয়াবলি

  • উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের দূরত্ব—২০.১০ কিলােমিটার। (প্রাথমিক সহকারী শিক্ষক, জুন ২০২২)
  • বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা। (ইমারত পরিদর্শক, রাজউক, মে ২০২২)।
  • বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা (Perspective plan) সময়সীমা ২০২১-২০৪১। (৪৪তম বিসিএস প্রিলি, মে ২০২২)
  • ছয় দফার অর্থনীতিসংশ্লিষ্ট ছিল—৩টি দফা। (বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এপ্রিল ২০২২)।
  • মুক্তিযুদ্ধে ক্র্যাক প্লাটুন সক্রিয় ছিল—ঢাকা শহরে। (সিএজি, মে ২০২২)।
  • GPS- এর পূর্ণ রূপ —Global Positioning System. (প্রাথমিক সহকারী শিক্ষক, জুন ২০২২)।
  • বঙ্গবন্ধু স্যাটেলাইট-২—আর্থ অবজারভেশন স্যাটেলাইট। (৪৪তম বিসিএস প্রিলি, মে ২০২২)।
  • পদ্মা সেতু উদ্বোধনের তারিখ-২৫ জুন ২০২২। (প্রাথমিক সহকারী শিক্ষক, জুন ২০২২)।
  • মুজিব বর্ষ ঘােষণা করা হয়—১২ জানুয়ারি ২০১৯। (ডাক অধিদপ্তর, মে ২০২২)
  • বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয়—৭ মার্চ ১৯৭৩। (ডাক অধিদপ্তর, মে ২০২২) ।
  • ৩৩৩ নম্বরে কল করে সেবা পাওয়া যায়—সরকারি তথ্যসেবা। (সহকারী পরিচালক, বার্ড, মে ২০২২)
  • বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গার পানি বণ্টন চুক্তি শেষ হবে—২০২৬ সালে। (৪৪তম বিসিএস প্রিলিমিনারি, মে ২০২২)
  • ২০২২ সালে জাতিসংঘের শান্তি স্থাপন কমিশনের সভাপতি নির্বাচিত হয়—বাংলাদেশ। (৪৪তম বিসিএস প্রিলি, মে ২০২২)।
  • বঙ্গভঙ্গের কারণে নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল—পূর্ববঙ্গ ও আসাম। (৪৪তম বিসিএস প্রিলি, মে ২০২২)
  • তমদ্দুন মজলিশ প্রতিষ্ঠা করেন— আবুল হাসেম। ‘ (৪৪তম বিসিএস প্রিলি, মে ২০২২)।
  • ব্রি বঙ্গবন্ধু ১০০—জিংকসমৃদ্ধ ধানের জাত। (প্রাথমিক সহকারী শিক্ষক, জুন ২০২২)
  • জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জুলিও কুরি পুরস্কার লাভ করেন—১০ অক্টোবর ১৯৭২। (সিজিডিএফ, এপ্রিল ২০২২)
  • বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্নমধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে—১ জুলাই ২০১৫। (৪৪তম বিসিএস প্রিলি, মে ২০২২)
  • BSTI—এরপূর্ণঅভিব্যক্তি—Bangladesh Standards and institution. (৪৪তম বিসিএস প্রিলি, মে ২০২২)
  • বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের। কবর— চাঁপাইনবাবগঞ্জে। (সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, মে ২০২২)
  • বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প—তৈরি পােশাক। (সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, মে ২০২২)
  • বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার—কামরুল হাসান। (ইমারত পরিদর্শক, রাজউক, মে ২০২২)
  • বাঙালির মুক্তির সনদ ছয় দফা আনুষ্ঠানিকভাবে ঘােষণা করা হয়েছিল—২৩ মার্চ ১৯৬৬। (৪৪তম বিসিএস প্রিলিমিনারি, মে ২০২২)
  • ‘শােন একটি মুজিবের কথা’ গানটির গীতিকার—গৌরীপ্রসন্ন মজুমদার। (প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক, ২০২২)
  • বাংলাদেশের প্রথম সাবমেরিন কেব্লের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়—সন্দ্বীপে। (সহকারী পরিচালক, বার্ড, মে ২০২২)
  • বাংলাদেশে সর্বশেষ জনশুমারি। হয়—২০২২ সালে। (প্রাথমিক সহকারী শিক্ষক, ২০২২) ।
  • এক্সক্লসিভ ট্যুরিস্ট জোন কক্সবাজার। (সিএজি, মে ২০২২)।
  • বাংলাদেশের প্রস্তাবিত আইটি ভিলেজ অবস্থিত—চট্টগ্রামে। (ট্রেইনি অফিসার, এনআরবিসি ব্যাংক, মে ২০২২)
  • বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ তৈরি ও উৎক্ষেপণ করবে—গ্লাভসমস (রাশিয়া)। (সিএজি, মে ২০২২)
  • বাংলাদেশের প্রথম কাগজের নােট চালু হয়—৪ মার্চ ১৯৭২। (সহকারী সাইফার কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়, মে ।
  • BIMSTEC—এর সচিবালয় অবস্থিত-বাংলাদেশে। (সিএজি, মে ২০২২)
  • বঙ্গবন্ধু টানেল নির্মিত হচ্ছে— কর্ণফুলী নদীর তলদেশে। (বন অধিদপ্তর, এপ্রিল ২০২২)
  • জাতীয় শিশু দিবস পালিত হয়—১৭ (মাউশি, মে ২০২২)
  • বাংলাদেশ, ভারত ও মিয়ানমার সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে— রাঙামাটি। (ডাক জীবন বীমা, এপ্রিল ২০২২)
  • পদ্মা সেতুর দৈর্ঘ্য—৬.১৫ কিলােমিটার। (বন অধিদপ্তর, এপ্রিল ২০২২)
  • মুক্তিযুদ্ধে মুজিবনগর ছিল—৮ নম্বর সেক্টরের অধীন।। (ঔষধ প্রশাসন অধিদপ্তর, মে ২০২২)
  • বাংলাদেশের করােনাভাইরাসের টিকা নিবন্ধনের জন্য ব্যবহৃত অ্যাপের নাম—সুরক্ষা। (বন অধিদপ্তর, এপ্রিল ২০২২)
  • বাংলাদেশ এ পর্যন্ত পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে—৮টি। (বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এপ্রিল ২০২২)
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশে প্রত্যাবর্তন করেন—১০ জানুয়ারি ১৯৭২ (ডাক জীবন বীমা, এপ্রিল ২০২২)।
  • বাংলাদেশে প্রথম আদমশুমারি (জনগণনা) অনুষ্ঠিত হয়—১৯৭৪ সালে। (৪৪তম বিসিএস প্রিলি, মে ২০২২)
  • Ninety East Ridge বাংলাদেশের সঙ্গে সম্পর্কিত—বঙ্গোপসাগর। (সিজিডিএফ, এপ্রিল ২০২২)
  • বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে RTC-এর পূর্ণরূপ—Round Table Conference. (প্রাথমিক সহকারী শিক্ষক, জুন ২০২২)
  • বাংলাদেশে বয়স্ক ভাতা চালু হয়—১৯৯৮ সালে। (সিজিএ, এপ্রিল ২০২২)
  • স্বাধীনতার সুবর্ণজয়ন্তী লােগাের নকশা করেন—রামেন্দু মজুমদার ও প্রদীপ চক্রবর্তী।  (সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, মে ২০২২)
  • প্রস্তাবিত জাপানের অর্থনৈতিক জোন অবস্থিত—নারায়ণগঞ্জে। (সহকারী ব্যবস্থাপক (প্রশাসন), বিসিআইসি, মে ২০২২)
  • ২০২২ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে—বাংলাদেশের গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এবং বিদ্যুৎ বিভাগ। (বিসিআইসি, মে ২০২২)
  • বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম—বঙ্গবন্ধু-১। (বন অধিদপ্তর, এপ্রিল ২০২২)
  • আমার দেখা নয়াচীন লিখেছেন—শেখ মুজিবুর রহমান। (প্রাথমিক সহকারী শিক্ষক, এপ্রিল ২০২২)
  • বাংলাদেশে ব্যাংকগুলাে নিয়ন্ত্রিত হয়—ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ দ্বারা। (প্রবেশনারি অফিসার, গ্লোবাল ইসলামী ব্যাংক, এপ্রিল ২০২২)

আন্তর্জাতিক বিষয়াবলি

  • প্রবাসী আয়ে বর্তমানে বিশ্বে শীর্ষ দেশ—ভারত। (ইমারত পরিদর্শক, রাজউক, মে ২০২২)
  • বর্তমানে ইউরােপীয় ইউনিয়নের সদস্যসংখ্যা—২৭টি। (সহকারী ব্যবস্থাপক, বিসিআইসি, মে ২০২২)
  • নেকড়ে যােদ্ধা কূটনীতি—চীন দেশের সঙ্গে সংশ্লিষ্ট। (৪৪তম বিসিএস প্রিলি, মে ২০২২)
  • ২০২২ সালে জি-৭ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়—জার্মানিতে। (ইমারত পরিদর্শক, রাজউক, মে ২০২২)।
  • বর্তমান বিশ্বে সবচাইতে উচ্চ মুদ্রাস্ফীতির দেশভেনেজুয়েলা। (সিজিডিএফ, এপ্রিল ২০২২)
  • ২০২২ সালের বিশ্ব সুখ প্রতিবেদনে শীর্ষ সুখী দেশ—ফিনল্যান্ড। (ইমারত পরিদর্শক, রাজউক, মে ২০২২)
  • রাশিয়া ইউক্রেন আক্রমণ করে— ২৪ ফেব্রুয়ারি ২০২২। (হিসাব সহকারী, ডাক অধিদপ্তর, মে ২০২২)
  • জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের মেয়াদ-২ বছর। (৪৪তম বিসিএস প্রিলি, মে ২০২২)।
  • এল নিনাে ও লা নিনা শব্দ দুটি সম্পর্কিত—জলবায়ুর সঙ্গে। (বার্ড, মে ২০২২)
  • Regional Comprehensive Economic Partnership আওতায় অন্তর্ভুক্ত দেশের সংখ্যা—১৫৷ (ইমারত পরিদর্শক, রাজউক, মে ২০২২)
  • এশিয়া ও আফ্রিকার মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত দেশগুলাে— মধ্যপ্রাচ্য নামে পরিচিত। (সহকারী পরিচালক, বার্ড, মে ২০২২)
  • বিশ্বের প্রথম দেশ হিসেবে করােনার গণটিকা প্রদান কার্যক্রম শুরু করে—যুক্তরাজ্য। (সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, মে ২০২২)
  • ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে সম্প্রতি জাতিসংঘ সদস্যপদ স্থগিত করে—মানবাধিকার পরিষদ থেকে। (সহকারী পরিচালক, বার্ড, মে ২০২২)
  • দুর্নীতি ধারণা সূচক-২০২২ অনুযায়ী শীর্ষ দেশ—দক্ষিণ সুদান। (সহকারী পরিচালক, বার্ড, মে ২০২২)
  • জিডিপির আকার বিচারে পৃথিবীর সর্ববৃহৎ অর্থনীতির দেশ-যুক্তরাষ্ট্র। (সিএজি, মে ২০২২)
  • ক্রিপ্টোকারেন্সির স্বীকৃতিদানকারী প্রথম দেশ—এল সালভেদর। (সিজিডিএফ, এপ্রিল ২০২২)
  • GPRS-এর পূর্ণরূপ—General Packet Radio Service. (সহকারী সাইফার কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়, মে ২০২২)
  • সম্প্রতি চীন সামরিক ঘাঁটি স্থাপন করে—দক্ষিণ চীন সাগরে। (বার্ড, মে ২০২২)
  • বিশ্বে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ—চীন। (ট্রেইনি অফিসার, এনআরবিসি ব্যাংক, মে ২০২২)
  • জাপানের পার্লামেন্টের নাম—ডায়েট। (মাউশি, মে ২০২২)।
  • পৃথিবীর সর্ববৃহৎ প্রবাল প্রাচীর (বিটিসিএল, এপ্রিল ২০২২)।
  • আমাজন বনের মােট আয়তনের ৬০ % অবস্থিত— ব্রাজুিলে। (বিটিসিএল, এপ্রিল ২০২২)
  • জাতিসংঘের (সর্বশেষ) ১৯৩তম সদস্যরাষ্ট্রদক্ষিণ সুদান। (জুনিয়র অডিটর, এপ্রিল ২০২২)
  • ইউক্রেনের মুদ্রার নামূ—রিভনিয়া। (প্রবেশনারি অফিসার, গ্লোবাল ইসলামী ব্যাংক, এপ্রিল ২০২২)
  • লুহানস্ক ও দোনেৎস্ক ইউক্রেনের— দনবাস অঞ্চলে অবস্থিত। (ইমারত পরিদর্শক, রাজউক, মে ২০২২)
  • ইউপিইউর (ইউনিভার্সাল পােস্টাল ইউনিয়ন) সদর দপ্তর অবস্থিত বার্ন, সুইজারল্যান্ড। (ডাক জীবন বীমা, এপ্রিল ২০১২)।
  • প্রথাগতভাবে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয়—সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার। (৪৪তম বিসিএস প্রিলি, মে ২০২২)।
  • ইউরােপীয় ইউনিয়ন (ইইউ) থেকে পদত্যাগকারী একমাত্র দেশ— যুক্তরাজ্য। (বার্ড, মে ২০২২)।
  • যে ভাষায় সবচেয়ে বেশি মানুষ কথা বলে—ইংরেজি। (জুনিয়র অডিটর, এপ্রিল ২০২২)।
  • WHO-এর সদর দপ্তর অবস্থিত জেনেভায়। (মাউশি, মে ২০২২)।
  • বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়—১০ ডিসেম্বর। (ঔষধ প্রশাসন, মে ২০২২)
  • এসডিজির (SDG) গােল—১৭টি। (বন অধিদপ্তর, এপ্রিল ২০২২)
  • পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি—ইলন মাস্ক। (বিমান বা. এ, এপ্রিল ২০২২)।
  • এসডিজি (SDG) অভীষ্ট টি প্রাথমিক শিক্ষার সঙ্গে সম্পর্কিত—৪টি। (প্রাথমিক সহকারী শিক্ষক, এপ্রিল ২০২২)
  • প্রথম পারমাণবিক বােমা তৈরি করে—ইউএসএ। (সিজিডিএফ, এপ্রিল ২০২২)।
  • সুয়েজ খাল বিভক্ত করেছে— এশিয়া ও আফ্রিকাকে। (বিটিসিএল, এপ্রিল ২০২২)
  • শ্যামদেশ যে দেশের পুরাতন নাম—থাইল্যা। (জুনিয়র অডিটর, এপ্রিল ২০২২)।

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি

  • স্মার্টফোনে ব্যবহৃত প্রযুক্তির নাম ন্যানােটেকনােলজি। (জুনিয়র অডিটর, এপ্রিল ২০২২)।
  • কি-বাের্ডের shift, Ctrl, Alt কিগুলােকে বলা হয়—Modifier Key! (সিজিডিএফ, এপিল ২০২২)
  • Image PROMS Extension হিসেবে ব্যবহৃত হয়—.jpg (বিটিসিএল, এপ্রিল ২০২২)।
  • HTTP–এর পূর্ণরূপ—Hyper text Transfer Protocol (Fanta বা. এ, এপ্রিল ২০২২)।
  • In MS Word, pressing Ctrl+E results in Central alignment of paragraph। (বিসিআইসি, মে ২০২২)।

Bcs Preparation

BCS Preparation provides you with course materials and study guides for JSC, SSC, HSC, NTRCA, BCS, Primary Job, Bank and many other educational exams.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button