নিয়োগ টিপস

সম্প্রতি অনুষ্ঠিত সরকারি-বেসরকারি চাকরির নিয়ােগ পরীক্ষার প্রশ্নের সমাধান

সম্প্রতি অনুষ্ঠিত সরকারি-বেসরকারি চাকরির নিয়ােগ পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। ইনশাআল্লাহ!

বাংলাদেশ বিষয়াবলি

  • বাংলাদেশ চূড়ান্তভাবে LDC থেকে বের হবে— ২০২৬ খ্রিষ্টাব্দে। (সহকারী পরিচালক বার্ড, মে ২০২২)
  • পদ্মা সেতুতে রেললাইনের সংস্থান আছে— ব্রডগেজ সিঙ্গেল লাইন। (বাংলাদেশ রেলওয়ে, জুন ২০২২)
  • মুক্তিযুদ্ধের সময় ঢাকা ছিল— ২ নম্বর সেক্টরের অধীন। (গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, এপ্রিল ২০২২)
  • পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র অবস্থিত- পটুয়াখালী। (রাজউক, মে ২০২২)
  • বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যাকারক— সুপ্রিম কোর্ট। (সিএজি, মে ২০২২)
  • পদ্মা সেতুর প্রস্থ=১৮.১০ মিটার। (ডাক বিভাগ, জুন ২০২২)
  • বাংলাদেশের স্বাধীনতার ঘােষণার বার্তাটি সব স্থানে প্রচার হয়েছিল— ইপিআরের মাধ্যমে। (ডাক বিভাগ, জুন ২০২২)
  • বাংলাদেশের সংবিধান কার্যকর হয়— ১৬ ডিসেম্বর ১৯৭২। (বিটিসিএল, এপ্রিল ২০২২)
  • বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ— সেন্ট মার্টিন। (কন্ডাক্টর-ডি বিটিআরসি, জানুয়ারি ২০২২)
  • বাংলাদেশ সংবিধানের নারী-পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে— ২৮(২) নম্বর অনুচ্ছেদে। (বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বাের্ড, মার্চ ২০১২)
  • বাংলাদেশ যে ক্যাটাগরিতে বৈশ্বিক ঝুঁকিতে অন্তর্ভুক্ত— সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। (অডিটর, সিজিএ, জানুয়ারি ২০২২)
  • বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড— উত্তরা ইপিজেড। (সিজিএ, মার্চ ২০২২)
  • বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করার মাধ্যমে বাংলাদেশ বিশ্বে স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায়— ৫৭তম। (ব্যক্তিগত কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয় ফেব্রুয়ারি ২০২২)
  • বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য আমদানি করে— চীন থেকে। [অফিসার সাধারণ, সমন্বিত ৮ (আট) ব্যাংক, জানুয়ারি ২০২২]।
  • বাউলগানকে হেরিটেজ অব হিউম্যানিটি বলে স্বীকৃতি দিয়েছে— ইউনেসকো। (প্রাথমিক শিক্ষক তৃতীয় পর্যায়, জুন ২০২২)
  • সােনারগাঁ রাজধানী ছিল— সুলতানি আমলে। (ইসলামী ব্যাংক বাংলাদেশ লি., জুন ২০২২)
  • ছয় দফা পেশ করা হয়— ১৯৬৬ সালে। (ব্যক্তিগত কর্মকর্তা পররাষ্ট্র মন্ত্রণালয়, ফেব্রুয়ারি ২০২২)।

নিয়োগ টিপস থেকে আরো কিছু পড়ুন

আন্তর্জাতিক বিষয়াবলি

  • পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের অবস্থান— ক্যারিবিয়ান সাগর। (ইসলামী ব্যাংক বাংলাদেশ লি., জুন ২০২২)
  • কার্টাগেনা প্রটোকল হচ্ছে— জৈব নিরাপত্তাবিষয়ক চুক্তি। (সিজিএ, মার্চ ২০২২)
  • এশিয়া ও আফ্রিকা মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত দেশগুলাে মধ্যপ্রাচ্য নামে পরিচিত। (সহকারী পরিচালক বার্ড, মে ২০২২)
  • গ্লাসনস্ত নীতি প্রবর্তন করেন— গর্ভাচেভ। (সিএজি, মে ২০২২)
  • যে দেশের মহিলারা প্রথম ভােটাধিকার লাভ করেন— নিউজিল্যান্ড। (রাজউক, মে ২০২২)
  • ২০৩১ সালে বাংলাদেশ ও ভারতে ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে— ১৫তম আসর। (প্রাথমিক শিক্ষক দ্বিতীয় পর্যায়, মে ২০২২)
  • ১৯৪৫ সালে প্রতিষ্ঠাকালীন জাতিসংঘের মােট সদস্যরাষ্ট্র ছিল— ৫১। (জুনিয়র অডিটর সিজিএ, এপ্রিল ২০২২)
  • বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে— সিয়েরা লিওন। (ইসলামী ব্যাংক বাংলাদেশ লি., জুন ২০২২)
  • USSR বিলুপ্ত হয়— ২৬ ডিসেম্বর ১৯৯১। (ডাক অধিদপ্তর, মে ২০২২)
  • WHO এর সদর দপ্তর অবস্থিত— জেনেভা। (ব্যক্তিগত কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়, ফেব্রুয়ারি ২০২২)
  • নােবেল পুরস্কার প্রদান করা হয়— ছয়টি ক্ষেত্রে।। (কন্ডাক্টর-ডি বিটিআরসি, জানুয়ারি ২০২২)
  • ইউক্রেন রাশিয়া থেকে স্বাধীনতা লাভ করে— ২৪ আগস্ট ১৯৯১। (অফিসার (ক্যাশ) সমন্বিত পাঁচ ব্যাংক, মার্চ ২০২২]
  • ২০২১-২২ সালের জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এশিয়া অঞ্চল থেকে নির্বাচিত সদস্যদেশ— ভারত। (অডিটর, সিজিএ, জানুয়ারি ২০২২)
  • WTO এর অরিজিন ছিল— GATT। [অফিসার (ক্যাশ) সমন্বিত পাঁচ ব্যাংক, মার্চ ২০২২]
  • জাতীয় সংগীতে পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। (প্রশাসনিক কর্মকর্তা, মার্চ ২০২২)
  • ল্যানকাং দ্বীপ অবস্থিত— জাভা সাগরে। (প্রশাসনিক কর্মকর্তা, মার্চ ২০২২)
  • ওশেনিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত দেশ— নাউরু। (সিজিএ, মার্চ ২০২২)
  • অমিক্রন প্রথম শনাক্ত করা হয়— দক্ষিণ আফ্রিকায়। [অফিসার জেনারেল, সমন্বিত ৯ ব্যাংক, জানুয়ারি ২০২২]।
  • ইউরােপীয় ইউনিয়নের সদর দপ্তর অবস্থিত— ব্রাসেলসে। (অফিসার সাধারণ, সমন্বিত আট ব্যাংক, জানুয়ারি ২০২২]

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি

  • কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়— সিপিইউকে। (ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. জুন ২০২২)
  • MS Word-এ F8 কি (key)। তিনবার চাপা হলে— একটি বাক্য সিলেক্ট হয়। (জুনিয়র অডিটর সিজিডিএফ, এপ্রিল ২০২২)
  • কম্পিউটারে ইন্টারনেট সংযােগের জন্য প্রয়ােজন মডেম।। (কর্মসংস্থান ব্যাংক, এপ্রিল ২০২২)
  • যে Protocol টি ইন্টারনেটে তথ্য আদান-প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে – HTTPS। (৪৪তম বিসিএস প্রিলি. মে ২০২২)
  • একই সঙ্গে ইনপুট ও আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে— টাচস্ক্রিন। (প্রাথমিক শিক্ষক তৃতীয় পর্যায়, জুন ২০১২)।
  • HTTP— এরপূর্ণরূপ— Hyper text Transfer Protocol. (গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, এপ্রিল ২০২২)

Bcs Preparation

BCS Preparation provides you with course materials and study guides for JSC, SSC, HSC, NTRCA, BCS, Primary Job, Bank and many other educational exams.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button