
শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রস্তুতি আন্তর্জাতিক বিষয়াবলী ২য় পর্ব
- যে দুজন দার্শনিক লেখনীর মাধ্যমে ফরাসি বিপ্লবকে অনুপ্রেরণা দান করেন- রুশো ও ভলতেয়ার।
- আন্তর্জাতিক আদালতের একজন বিচারকের মেয়াদ- ৯ বছর।
- বিশ্বব্যাংক ইনস্টিটিউট (WBI) প্রতিষ্ঠিত হয়- ১৯৫৫ সালে।
- OPCW’র পূর্ণরুপ- Organization for the Prohibition of Chemical Weapons.
- সাবেক ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত স্বাধীন এবং আশ্রিত দেশসমূহকে নিয়ে গঠিত সংগঠন- কমনওয়েলথ।
- ইসলামি সহযােগিতা সংস্থা (OIC) গঠিত হয়- ২৫ সেপ্টেম্বর ১৯৬৯।
- সােয়াত উপত্যকা যে দেশে অবস্থিত- পাকিস্তান।
- আইসল্যান্ডের আইনসভার নাম- আলথিং।।
- দুই জার্মানি আনুষ্ঠানিকভাবে একত্রিত হয়- ৩ অক্টোবর ১৯৯০।
- গ্রিনিচ মানমন্দির অবস্থিত- লন্ডন।
- যে শহরকে Big Apple বলা হয়- নিউইয়র্ক।
- বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ- ব্রাজিল।
- দুই মহাদেশে অবস্থিত নগরী- ইস্তানবুল; তুরস্ক।
- ওয়েস্ট ইন্ডিজ ও মেক্সিকো উপসাগরে উৎপন্ন ঘূর্ণিঝড়কে বলে- হ্যারিকেন।
- জাতিসংঘে প্যালেস্টাইন রাষ্ট্রের পদমর্যাদা- পর্যবেক্ষক রাষ্ট্র।
- আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সদর দপ্তর- ভিয়েনা; অস্ট্রিয়া ।
- পুলিৎজার পুরস্কার যার নামে নামকরণ করা হয়- যুক্তরাষ্ট্রের সাংবাদিক জোসেফ পুলিৎজারের নামানুসারে।
- দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম- ওন।
- বিশ্বে সর্বাধিক মুদ্রাস্ফীতির দেশ- ভেনিজুয়েলা।
- মানব উন্নয়ন প্রতিবেদন ২০১৯-এ শীর্ষ দেশ- নরওয়ে।
- রােমানিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী- ভিওরিকা ড্যানসিলা।
- সৌরবিদ্যুৎ উৎপাদনে শীর্ষ দেশ- চীন।
- সর্বশেষ বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যায়– ২১ জুন ২০২০।
- Forbes’র তথ্য মতে, ২০২০ সালে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি- জেফ বেজোস।
- ICC চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭-এর চ্যাম্পিয়ন- পাকিস্তান।
- আরব লিগের ৩০তম সম্মেলন অনুষ্ঠিত হয়- ৩১ মার্চ ২০১৯; তিউনিস, তিউনিসিয়া।
- জাপানের সম্রাটের নাম সম্রাট- নারুহিতাে।
- ভারতীয় লেখক অরুন্ধতী রায়ের দ্বিতীয় উপন্যাস- The Ministry of Utmost Happiness.
- সম্প্রতি যে শহরে রােবট পুলিশ চালু হয়েছে- দুবাই।
- করােনাভাইরাস গােত্রের সপ্তম প্রজাতির নাম- SARS-CoV-21
- বাংলাদেশে COVID-19 আক্রান্ত রােগী প্রথম মারা যায়- ১৮ মার্চ ২০২০।
- MERS’র পূর্ণরূপ- Middle East Respiratory Syndrome
- সময়ের সাথে কোনাে বস্তুর স্বরণের হারকে বলে- বেগ (Velocity)।
- লােহার মধ্যে শব্দ বাতাসের তুলনায়- ১৫ গুণ দ্রুত চলে।
- ইঞ্জিনের উত্তাপ কম রাখার যন্ত্র- রেডিয়েটর।
- কোষের মস্তিষ্ক বলা হয়- নিউক্লিয়াসকে।
- জিনতত্ত্বের জনক বলা হয়- গ্রেগর জোহান মেন্ডেলকে।
- বসন্ত রােগ দুই ধরনের- গুটি বসন্ত ও জল বসন্ত।
- মাঝখানে গােলাকার ছিন্নবিশিষ্ট একটি প্লেটকে উত্তপ্ত করলে, ছিদ্রটির ব্যাস- কমবে।
- মানবশিশুর দুধ দাঁতের সংখ্যা- ২০টি।
- যে তাপমাত্রায় একটি চুম্বকের চুম্বকত্ব সম্পূর্ণরূপে বিলুপ্ত হয় তাকে বলে- কুরি বিন্দু বা কুরি তাপমাত্রা।
- দেহে মেলানিনের প্রধান কাজ- সূর্যরশ্মির ক্ষতিকর প্রভাব থেকে দেহকে রক্ষা করা।
- দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধিসাধনের জন্য দরকার- আমিষ।
- মহাকাশে প্রথম নভােযান পাঠায়- সােভিয়েত ইউনিয়ন; ৪ অক্টোবর ১৯৫৭।
- প্রবল জোয়ারের কারণ- সূর্য, চন্দ্র ও পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান।
- ‘কম্পিউটার বাগ’ হলাে- সফটওয়্যারের অন্তর্নিহিত ভুল।
- কর্কট রােগ বলতে বােঝায়- ক্যান্সারকে।