আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

লিঙ্কে ক্লিক করুন
প্রশ্ন সমাধান

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২০-২১ এর A-ইউনিটের প্রশ্ন সমাধান

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২০-২১ এর A-ইউনিটের প্রশ্ন সমাধান নিয়ে নিচে আলোচনা করা হলো। পরীক্ষাটি অনুষ্ঠিত হয় ৫ অক্টোবর ২০২১। আপনারা যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি সহায়ক হবে।

বাংলা অংশ

১. কবি সুকান্ত ভট্টাচার্য কোন জেলায় জন্মগ্রহণ করেন?
(ক) গােপালগঞ্জ
(খ) সিলেট
(গ) রংপুর
(ঘ) রাজশাহী
[Note: সঠিক উত্তর হবে কলকাতা]

২. ‘মানুষ-ধর্মই সবচেয়ে বড় ধর্ম’- কথাটি কে কোন রচনায় বলেছেন?
উত্তর : কাজী নজরুল ইসলাম তার ‘আমার পথ’ রচনায়।

৩. শুদ্ধ বানান কোনটি?
উত্তর : স্বায়ত্তশাসন।

৪. ‘অনুযােগ’ শব্দের অর্থ কী?
উত্তর : নালিশ।

৫. ‘স্বর্ণময় পত্র’ কোন ধরনের বিশেষণ?
উত্তর : উপাদানবাচক।

এই বিভাগ থেকে আরো পড়ুন

৬. সমীভবন কী?
উত্তর : দুটো ব্যঞ্জনের এক রকম হওয়া।

৭. বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর : ১৯১০ সালে।

৮. ‘সাম্য’ শব্দের অর্থ-
উত্তর : সমতা।

৯. বাংলা ভাষায় পূর্ণমাত্রার বর্ণ কয়টি?
উত্তর : ৩২টি।

১০. যেমন কর্ম, তেমন ফল। এখানে যেমন ও তেমন শব্দ দুটি কোন্ সর্বনাম?
উত্তর : সাপেক্ষ।

১১. ‘দীপ্যমান’ শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোন্ টি?
উত্তর : দীপ + শানচ্।

১২. ‘বড়দিদি’ থেকে আগত ‘বড়দি’ শব্দে ঘটেছে—
উত্তর : বর্ণচ্যুতি।

১৩. ‘যজ্ঞ’এর সঠিক সন্ধি বিচ্ছেদ–
উত্তর : যজ্ + ন।

১৪. কোন্ বানানটি সঠিক?
উত্তর : সরীসৃপ।

১৫. তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি। কোন্ ধরনের বাক্য?
উত্তর : যৌগিক।

১৬. ইসলামি রেনেসাঁর কবি বলা হয় কাকে?
উত্তর : ফররুখ আহমেদ।

১৭. ‘অপরিচিতা’ গল্পটি গল্পগুচ্ছের কোন্ খণ্ডে রয়েছে?
উত্তর : তৃতীয়।

১৮. কুয়াশা শব্দের প্রতিশব্দ হলাে–
উত্তর : কুহেলি।

১৯. ‘ইচ্ছা’ শব্দের বিশেষণ কোনটি?
উত্তর : ঐচ্ছিক।

২০. ‘অর্ণব’ শব্দের অর্থ—
উত্তর : সমুদ্র।

২১. ‘উড্ডীয়মান’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
উত্তর : উৎ + ডীয়মান।

২২. করণ কারকের এ বিভক্তির উদাহরণ কোনটি?
উত্তর : বলপেনে ভালাে লেখা হয়।

২৩. সমাসবদ্ধ দীর্ঘ শব্দটিকে বলা হয়-
উত্তর : সমস্তপদ।

২৪. ‘রাজবন্দীর জবানবন্দী’ কে রচনা করেন?
উত্তর : কাজী নজরুল ইসলাম।

ইংরেজি অংশ

২৫. Which of the following is a synonym for “Reticent”?
উত্তর : Secretive.

২৬. Zannat visited the library with a view to– a rare document. Choose the appropriate option to complete the sentence.
উত্তর : finding.

২৭. Which of the following sentences is correct?
উত্তর : One of my friends is a poet.

২৮. Which one is correctly spelt?
উত্তর : incorrigible.

২৯. You should dress for cold weather today. Here the underlined word is a-
উত্তর : verb.

৩০. No matter what, do not succumb— fear. Choose the appropriate preposition:
উত্তর : to.

আরো পড়ুন : সাম্প্রতিক সাধারণ জ্ঞান ডিসেম্বর ২০২১

৩১. ‘A man of letters’ means-
উত্তর : a learned man.

৩২. She talks as if she the leader of her community. Choose the appropriate option to complete the sentence.
উত্তর : were.

৩৩. Would you mind, with me? Choose the appropriate option to complete the sentence.
উত্তর : going.

৩৪. You are — Nazrul I see. Choose the appropriate article.
উত্তর : a.

৩৫. Which is not the meaning of “myriad”?
উত্তর : diverse.

৩৬. ‘At wits end’ means-
উত্তর : bewildered

৩৭. A “hyperbole” is a/an-
উত্তর : overstatement of something

ইংরেজি অংশের আরো কিছু প্রশ্ন

৩৮. To scowl is to-
উত্তর : look at someone in an angry way.

৩৯. The word ‘arrow’ is associated with
উত্তর : archery.

৪০. The evening to be the most unforgettable evening of my life. Choose the appropriate option to complete the sentence.
উত্তর : turned out.

৪১. The plot of the novel was- it was completely incomprehensible. Choose the appropriate option to complete the sentence.
উত্তর : complicated that

৪২. Nazrul songs contain revolutionary fervour. The meaning of the underlined word is :
উত্তর : zeal.

৪৩. Every cloud has a- lining. Choose the appropriate word to complete the sentence.
উত্তর : silver.

৪৪. Besides being a brilliant student she is a social worker. It is a-
উত্তর : Simple sentence.

৪৫. Please grant me two days leave. Make it passive.
উত্তর : Let me be granted two days leave.

৪৬. By whom was this bird killed? Make it active.
উত্তর : Who killed this bird?

৪৭. A gander is a male-
উত্তর : goose.

৪৮. Shakespeare was an English-
উত্তর : Poet and dramatist.

সাধারণ জ্ঞান অংশ

৪৯. বাংলা ভাষায় প্রথম Search Engine-এর নাম কি?
উত্তর : পিপীলিকা

৫০. হালদা ভ্যালি কোথায় অবস্থিত?
উত্তর : খাগড়াছড়ি

৫১. বায়ুমন্ডলের দ্বিতীয় স্তরটির নাম কি?
উত্তর : স্ট্রাটোমন্ডল

৫২. এক খণ্ড বরফ উত্তপ্ত করে পানিতে পরিণত করলে আয়তন-
উত্তর : কমবে

৫৩.৫ এবং ৯৫ এর মধ্যে ৫ এবং ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি?
উত্তর : ৬টি।

৫৪. বাংলামতি কী?
উত্তর : এক প্রকার ধান।

৫৫. বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলে কার সাথে?
উত্তর : ভারত।

৫৬. সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী সংবিধানের কোন্ অনুচ্ছেদে বর্ণিত আছে?
উত্তর : ২৭।

৫৭. জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস কোন্ দেশের নাগরিক?
উত্তর : পর্তুগাল।

৫৮. জো বাইডেন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট?
উত্তর : ৪৬তম।

৫৯. বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি?
উত্তর : পুঞ্জ।

৬০. লিরা কোন্ দেশের মুদ্রার নাম?
উত্তর : তুরস্ক।

৬১. দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য লিখনরীতি উদ্ভাবন করেন কে?
উত্তর : ব্রেইল।

৬২. ‘সূর্য দীঘল বাড়ি’ চলচ্চিত্রের পরিচালক কে?
উত্তর : শেখ নিয়ামত আলী।

৬৩. মৌজা কী?
(ক) গ্রাম
(খ) ভূমিকর একক
(গ) পদবস্ত্র
(ঘ) ভূমিকর ।
[Note: সঠিক উত্তর হবে ক ও খ ।]

৬৪. To be or not to be that is the question’—এই বিখ্যাত উক্তিটি শেক্সপীয়ারের কোন্ নাটকে পাওয়া যায়?
উত্তর : হ্যামলেট।

৬৫. বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা লাভ করে কত সালে?
উত্তর : ১৯৯৯ সালে।

৬৬. টোকাই কার্টুন চরিত্রটি কোন্ শিল্পীর আঁকা—
উত্তর : শিল্পী রফিকুন নবী।

৬৭. মীর মশাররফ হােসেনের ছদ্মনাম কী?
উত্তর : গাজী মিয়া।

৬৮. বিশ্ব স্বাস্থ্য দিবস কোনটি?
উত্তর : ৭ এপ্রিল।

৬৯. দারিদ্র্য বিমােচনে অবদানের জন্য কোন বাংলাদেশী ‘নাইট’ উপাধি পেয়েছেন?
উত্তর : ফজলে হাসান আবেদ।

৭০. (০.০০৪)২ = কত?
উত্তর : ০.০০০০১৬।

আরো কিছু সাধারণ জ্ঞান…………….

৭১. কোন্ রঙের বস্তুর তাপ শােষণ ক্ষমতা কম?
উত্তর : সাদা।

৭২. বাংলায় কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন?
উত্তর : বল্লাল সেন।

৭৩. ‘সংশপ্তক’ ভাস্কর্যটি কোথায়?
উত্তর : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।

৭৪. ‘বরেন্দ্র গবেষণা জাদুঘর’ বাংলাদেশের কোথায় অবস্থিত?
উত্তর : রাজশাহী।

৭৫. ‘স্ট্যাচু অব লিবার্টি’ কোথায় অবস্থিত?
উত্তর : নিউ ইয়র্কের আইল্যান্ডে।

৭৬. জয়নুল আবেদীন কে ছিলেন?
উত্তর : চিত্রশিল্পী।

৭৭. শহীদ জোহা দিবস কোনটি?
উত্তর : ১৮ ফেব্রুয়ারি।

৭৮. ম্যানগ্রোভ কী?
উত্তর : উপকূলীয় বন।

৭৯. মহাকবি আলাওল রচিত কাব্যগ্রন্থ কোনটি?
উত্তর : পদ্মাবতী।

৮০. ষাট গম্বুজ মসজিদের গম্বুজের সংখ্যা কত?
(ক) ৬০টি
(খ) ৬৫টি
(গ) ৭০টি
(ঘ) ৭৭টি
[Note: সঠিক উত্তর হবে ৮১টি]।

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button