রম্যলেখক আতাউর রহমান
ডাক বিভাগের সাবেক মহাপরিচালক প্রখ্যাত রম্য লেখক আতাউর রহমান ২৮ আগস্ট ২০২১ মৃত্যুবরণ করেন। তিনি ১৯৪২ সালে গােলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের নগর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ ডিগ্রি সম্পন্ন করেন।
পরবর্তীতে পাকিস্তান কেন্দ্রীয় সুপিরিয়র সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পাকিস্তান ডাক বিভাগে যােগ দেন। ২০০২ সালে বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন। বরেণ্য ওই লেখকের আমলা, শিক্ষক, কূটনীতিক- বহু পরিচয়ে জীবদ্দশায় ২৪টি সুখপাঠ্য প্রকাশিত হয়েছে।
‘দুই দুগুণে পাঁচ’ শিরােনামে বাস্তব অসঙ্গতি তুলে ধরে সংবাদপত্রে তার রম্যরচনা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।
রম্যলেখক আতাউর রহমান