টুকরো সংবাদ

যে গ্রহে আড়াই দিনে বছর

এবার খোঁজ পাওয়া গেল নতুন এক ‘সুপার আর্থ’র যা আমাদের পৃথিবী থেকে ৩৬ আলােকবর্ষ দূরে অবস্থিত। ক্যানারি দ্বীপপুঞ্জে অবস্থিত মহাকাশ গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা এ গ্রহের খোঁজ পান।

সেখানে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা রয়েছে বলে । তারা মনে করেন পৃথিবীতে এক বছর যেমন ৩৬৫ দিনে হয়, এ গ্রহটিতে কিন্তু হয়। মাত্র আড়াই দিনে সঠিকভাবে বলতে গেলে ২ দিন ৯ ঘণ্টা ৩০ মিনিটে। ‘Gj 740’ নামের গ্রহটি ওইটুকু সময়েই সূর্যকে প্রদক্ষিণ করতে পারে।

কিন্তু এই গ্রহ কি আদৌ মানুষের বসবাসের যােগ্য? বিজ্ঞানীরা বলছেন, অনেক কিছুর ওপর নির্ভর করছে বিষয়টা। রেড ডােয়াফের (ক্ষুদ্রতর ঠাণ্ডা তারা) কাছাকাছি থাকা এ Gj 740)-এর মতাে। গ্রহগুলাের ক্ষেত্রে সমস্যা হলাে বাসযােগ্য জায়গা খুবই ছােট।

এই বিভাগ থেকে আরো পড়ুন

Bcs Preparation

BCS Preparation provides you with course materials and study guides for JSC, SSC, HSC, NTRCA, BCS, Primary Job, Bank and many other educational exams.
Back to top button