আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
বাংলা প্রথম পত্র

যেকোনো পরীক্ষায় আসার মত কিছু বাংলা শব্দের অর্থ।

যেকোনো চাকুরী পরীক্ষা বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসার মত কিছু বাংলা শব্দার্থ নিয়ে আজকের লেখাটি সাজানো হয়েছে।আশা করছি লেখাটি আপনাদের সহায়ক হবে।

পিরিয়ড – বেঁধে দেওয়া সময় ।

অপেক্ষা = প্রতীক্ষা , সবুর ।

রাংতা = ধাতুর খুব পাতলা পাত ।

সাঁটা – লাগানো , যুক্ত করা ।

কুঁজো = যার পিঠ বাঁকা ও ফোলা ।

নাস্তানাবুদ = নাজেহাল ।

কুপোকাৎ = পতন , পরাজিত ।

থথর = থর থর ।

পত্তর = পাতা ।

ফেরে = ফিরে আসে।

আরবার = আরেকবার ।

স্বস্তি = চিন্তা থেকে মুক্তি ।

পরিখা = শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য মাটির মধ্যে তৈরি গর্ত ।

ঈশান কোন = উত্তর ও পূর্ব দিকের মাঝামাঝি কোণ ।

নির্বিঘ্নে = নিরাপদে , বাধাহীনভাবে ।

তেড়ে = প্রবল বেগে ।

সমাহিত = কবরে শায়িত ।

পাখপাখালি = ছোট বড় নানা জাতের পাখি ।

প্রতিবেশি = পহশি ।

পালক = পাখির শরীর বা পাখার আবরণ ।

প্রতিবাদ = আপত্তি , বিরোধিতা ।

পোঁচ = মাখানো , লেপা ।

ছোপ = দাগ , রং ।

লড়াকু = যোদ্ধা।

ঝুঁটি = খোঁপা , মাথার ওপরে গোছা করে বাঁধা চুল ।

শখ = পছন্দ , আগ্রহ ।

ঝাঁক = দল , পাল ।

তাঁতি = কাপড় বোনে যে ।

ঝলক = ঢেউ , তরঙ্গ ।

ঝলমল = উজ্জ্বল , চকচকে ।

হেন = এরূপ , এরকম ।

কিরণ = আলো ।

বনভোজন = চড়ুইভাতি ।

হইচই = গোলমাল ।

ব্রতচারী = দেশ সেবায় যারা ব্রত পালন করে ।

পটুয়া = চিত্রকর ।

মুকুল ফৌজ = শিশুকিশোর সংগঠনের নাম ।

নাইওর = বিবাহিতা নারীর বাপের বাড়ি গমন ।

গোধূলি = সূর্য ডোবার সময় ।

ভ্রমণ = বেড়ানো ।

কাপ্তান = জাহাজের পরিচালক ।

সরব = শব্দ করে ।

বুনোহাঁস = যে হাঁসে গৃহপালিত নয় , বনে থাকে ।

জেট = দ্রুতগতি সম্পন্ন উড়োজাহাজ ।

তিষ্ঠ = স্থির হও ।

অন্তর্হিত = মিলিয়ে যাওয়া , হারিয়ে যাওয়া ।

যোজনব্যাপী = অনেকটা স্থানব্যাপী ।

যোজন = অনেক , বহু ।

আঁতকে = চমকে , হঠাত ভয় পেয়ে ।

সাহচার্য = একসঙ্গে মিলেমিশে ।

দীক্ষা = তত্বজ্ঞান লাভ , এক ধরেনের শপথ নেয়া ।

নৈরাশ্যবাদী = নিরাশ নয় এমন ব্যক্তি , হতাশ নয় এমন ব্যক্তি , আশাব্যঞ্জক ।

পিদিম = প্রদীপ , বাতি ।

আবেগবিহবল= ক্ষিপ্ত ।

শোভিত = সজ্জিত ।

উন্মত্ত = দারুণ উত্তেজনায়।

উদ্যান = বাগান ।

উদ্যত = প্রবৃত্ত , প্রস্তুত ।

বিমুখ প্রান্তরে = বিরুদ্ধ পরিবেশের মাঠ , পতিকূল পরিবেশ ।

দিগন্ত প্লাবিত = আকাশ – ছোঁয়া , যে মাঠে দিগন্ত এসে মিশেছে এমন বিশাল ।

দূর্বাদলে = সবুজ ঘাসে ।

উলঙ্গ কৃষক = খালিগায়ের দরিদ্র গ্রামীণ কৃষক ।

করুণ কেরানি = স্বল্প বেতনে দারিদ্র্যের মধ্যে করুণভাবে জীবন-যাপনকারী সাধারণ চাকরিজীবী কেরানি ।

ভফঘুরে = যাদের কোনো কাজকর্ম নেই , বেকার।

পাতা – কুড়ানিরা = যারা পাতা – কুড়িয়ে জীবন ধারণ করে দরিদ্র কিশোর – কিশোরীর দল ।

পলকে = মুহুর্তের মধ্যে ।

দারুণ ঝলকে = প্রচণ্ড ঝলক দিয়ে প্রচণ্ড আলোর দোলা লাগিয়ে ।

গণসূর্যের মঞ্চ = জনগণের নেতা , যাঁর তেজীয়ান দ্যুতি চারদিকে বিচ্ছুরিত হচ্ছিল তিনি যেন এক গণসূর্য ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button