আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
আন্তর্জাতিক বিষয়াবলী

মানব উন্নয়ন প্রতিবেদন ২০২১-২২

  • প্রকাশ : ৮ সেপ্টেম্বর ২০২২
  • প্রকাশনা : ৩১তম
  • প্রকাশক : জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)
  • প্রতিবেদনের শিরােনাম : Human Development Report 2021-2022 : Uncertain times, unsettled lives : Shaping our future in a transforming world.
  • অন্তর্ভুক্ত দেশ ও অঞ্চল : ১৯৫টি। এর মধ্যে ৪টি দেশ— উত্তর কোরিয়া, মােনাকো, নাউরু ও সােমালিয়াকে প্রয়ােজনীয় তথ্যের অভাবে ক্রমিক নম্বর দেওয়া হয়নি।
  • প্রতিবেদন তৈরির পদ্ধতি : বিভিন্ন দেশের স্বাস্থ্য, শিক্ষা, আয় ও সম্পদের উৎস, বৈষম্য, লৈঙ্গিক সমতা, দারিদ্র্য, কর্মসংস্থান, নিরাপত্তা, বাণিজ্য ও আর্থিক প্রবাহ, যােগাযােগ, পরিবেশের ভারসাম্য ও জনমিতির তথ্য বিশ্লেষণ করে।

 

প্রতিবেদনে বিশ্ব
সূচক ০.৭৩২
গড় আয়ু ৭১.৪ বছর
মাথাপিছু আয় ১৬,৭৫২ মার্কিন ডলার
শীর্ষ দেশ সুইজারল্যান্ড (সূচক ০.৯৬২)
সর্বনিম্ন দেশ দক্ষিণ সুদান (সূচক ০.৩৮৫)
গড় আয়ুতে শীর্ষে হংকং (৮৫.৫ বছর)
গড় আয়ুতে সর্বনিম্ন শাদ (৫২.৫ বছর)
মাথাপিছু আয় (ক্রয় ক্ষমতার ভিত্তিতে) শীর্ষে লিচটেনস্টাইন (১,৪৬,৮৩০ মার্কিন ডলার)
মাথাপিছু আয় (ক্রয় ক্ষমতার ভিত্তিতে) সর্বনিম্ন বুরুন্ডি (৭৩২ মার্কিন ডলার)

আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আরো পড়ুন :

প্রতিবেদনে বাংলাদেশ
সূচক ০.৬৬১
গড় আয়ু ৭২.৪ বছর • পুরুষ : ৭০.৬ বছর • নারী : ৭৪.৩ বছর
মাথাপিছু আয় (ক্রয়ক্ষমতার ভিত্তিতে) ৫,৪৭২ মার্কিন ডলার • পুরুষ : ৮,১৭৬ মার্কিন ডলার • নারী : ২,৮১১ মার্কিন ডলার

 

২৭-৩১তম প্রতিবেদনে বাংলাদেশ
যততম প্রকাশ দেশ ও অঞ্চল অবস্থান
২৭ ২১ মার্চ ২০১৭ ১৮৮ ১৩৯তম
২৮ ১৪ সেপ্টেম্বর ২০১৮ ১৮৯ ১৩৬তম
২৯ ৯ ডিসেম্বর ২০১৯ ১৮৯ ১৩৫তম
৩০ ১৫ ডিসেম্বর ২০২০ ১৮৯ ১৩৩তম
৩১ ৮ সেপ্টেম্বর ২০২২ ১৯১ ১২৯তম

 

প্রতিবেদনে শীর্ষ ১০ দেশ
অবস্থান দেশ সূচক গড় আয়ু (বছর) মাথাপিছু আয় (PPP) মা. ড
০১ সুইজারল্যান্ড ০.৯৬২ ৮৪.০ ৬৬,৯৩৩
০২ নরওয়ে ০.৯৬১ ৮৩.২ ৬৪,৬৬০
০৩ আইসল্যান্ড ০.৯৫৯ ৮২.৭ ৫৫,৭৮২
০৪ হংকং ০.৯৫২ ৮৫.৫ ৬২,৬০৭
০৫ অস্ট্রেলিয়া ০.৯৫১ ৮৪.৫ ৪৯,২৩৮
০৬ ডেনমার্ক ০.৯৪৮ ৮১.৪ ৬০,৩৬৫
০৭ সুইডেন ০.৯৪৭ ৮৩.০ ৫৪,৪৮৯
০৮ আয়ারল্যান্ড ০.৯৪৫ ৮২.০ ৭৬,১৬৯
০৯ জার্মানি ০.৯৪২ ৮০.৬ ৫৪,৫৩৪
১০ নেদারল্যান্ডস ০.৯৪১ ৮১.৭ ৫৫,৯৭৯

 

প্রতিবেদনে সর্বনিম্ন ১০ দেশ
অবস্থান দেশ সূচক গড় আয়ু (বছর) মাথাপিছু আয় (PPP) মা. ড
১৯১ দক্ষিণ সুদান ০.৩৮৫ ৫৫.০ ৭৬৮
১৯০ শাদ ০.৩৯৪ ৫২.৫ ১৩৬৪
১৮৯ নাইজার ০.৪০০ ৬১.৬ ১২৪০
১৮৮ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ০.৪০৪ ৫৩.৯ ৯৬৬
১৮৭ বুরুন্ডি ০.৪২৬ ৬১.৭ ৭৩২
১৮৬ মালি ০.৪২৮ ৫৮.৯ ২১৩৩
১৮৫ মােজাম্বিক ০.৪৪৬ ৫৯.৩ ১,১৯৮
১৮৪ বুরকিনা ফাসাে ০.৪৪৯ ৫৯.৩ ২,১১৮
১৮৩ ইয়েমেন ০.৪৫৫ ৬৩.৮ ১,৩১৪
১৮২ গিনি ০.৪৬৫ ৫৮.৯ ২,৪৮১
ক্যাটাগরিভিত্তিক মােট দেশ, শীর্ষ ও সর্বনিম্ন দেশ
ক্যাটাগরি দেশ শীর্ষ দেশ সর্বনিম্ন দেশ
অতি উচ্চ ৬৬ সুইজারল্যান্ড (প্রথম) থাইল্যান্ড (৬৬তম)
উচ্চ ৪৯ আলবেনিয়া (৬৭তম) ভিয়েতনাম (১১৫তম)
মধ্যম ৪৪ ফিলিপাইন (১১৬তম) আইভরিকোস্ট (১৫৯তম)
নিম্ন ৩২ তানজানিয়া (১৬০তম) দক্ষিণ সুদান (১৯১তম)
প্রতিবেদনে সার্কভুক্ত দেশ
সূচকে শীর্ষ : শ্রীলংকা সর্বনিম্ন : আফগানিস্তান
গড় আয়ুতে শীর্ষ : মালদ্বীপ সর্বনিম্ন : আফগানিস্তান
মাথাপিছু আয়ে শীর্ষ : মালদ্বীপ সর্বনিম্ন : আফগানিস্তান
অবন্থান দেশ সূচক গড় আয়ু (বছর) মাথাপিছু আয় (PPP) মা. ড
৭৩ শ্রীলংকা ০.৭৮২ ৭৬.৪ ১২,৫৭৮
৯০ মালদ্বীপ ০.৭৪৭ ৭৯.৯ ১৫,৪৪৮
১২৭ ভুটান ০.৬৬ ৭১.৮ ৯,৪৩৮
১২৯ বাংলাদেশ ০.৬১ ৭২.৪ ৫,৪৭২
১৩২ ভারত ০.৬৩৩ ৬৭.২ ৬,৫৯০
১৪৩ নেপাল ০.৬০২ ৬৮.৪ ৩,৮৭৭
১৬১ পাকিস্তান ০.৫৪৪ ৬৬.১ ৪,৬২৪
১৮০ আফগানিস্তান ০.৪৭৮ ৬২.০ ১,৮২৪

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button