আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
বিসিএস প্রস্তুতিভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা

ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা থেকে কিছু প্রশ্নোত্তর

ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা থেকে কিছু প্রশ্নোত্তর

প্রশ্ন : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব দিকের উপজেলা কোনটি ?
উত্তর : টেকনাফ।

প্রশ্ন : গ্রিনল্যান্ডে বসবাসকারী প্রধান জাতির নাম কি ?
উত্তর : এস্কিমাে।

প্রশ্ন : ‘সেন্ট কিটস’ এর অপর নাম কি ?
উত্তর : সেন্ট ক্রিস্টোফার দ্বীপ।

প্রশ্ন : ইউরােপের ক্রীড়াঙ্গন বলা হয় কাকে ?
উত্তর : সুইজারল্যান্ডকে।

প্রশ্ন : ভারত ও চীনের সীমান্ত অঞ্চলে অবস্থিত
উত্তর : লাদাখ।

প্রশ্ন : পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণি কোনটি ?
উত্তর : আন্দিজ পর্বতমালা।

প্রশ্ন : ইউরােপের জলবায়ুকে কি বলে ?
উত্তর : নাতিশীতােষ্ণ জলবায়ু।

প্রশ্ন : জনসংখ্যা ও আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম দ্বীপরাষ্ট্র কোনটি ?
উত্তর : নাউরু।

প্রশ্ন : পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণি কোনটি ?
উত্তর : আন্দিজ পর্বতমালা।

প্রশ্ন : নীল নদের উৎপত্তি কোথায় ?
উত্তর : ভিক্টোরিয়া হ্রদে।

প্রশ্ন : বাল্টিক রাষ্ট্র কয়টি ?
উত্তর : ৩টি (এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া)।

প্রশ্ন : শীতলক্ষ্যা নদীর উৎপত্তি কোথায়?
উত্তর : ব্রহ্মপুত্র নদ থেকে।

প্রশ্ন : বাংলার দার্জিলিং খ্যাত পাহাড় কোনটি ?
উত্তর : চিম্বুক পাহাড়।

প্রশ্ন : সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত?
উত্তর : ৮ বর্গকিলােমিটার।

প্রশ্ন : ‘পর্যটন হলিডে হােমস্’ কোথায় অবস্থিত ?
উত্তর : কুয়াকাটায়।

প্রশ্ন : মিয়ানমারের সাথে একমাত্র স্থলবন্দর কোনটি ?
উত্তর : টেকনাফ।

প্রশ্ন : নিরক্ষীয় অঞ্চলে কি গড়ে উঠেছে ?
উত্তর : চিরহরিৎ বৃক্ষের বন।

প্রশ্ন : বাতাসের তাপমাত্রা হ্রাস পেলে আর্দ্রতা
উত্তর : বাড়ে।

প্রশ্ন : ধান চাষের জন্য উপযুক্ত সাধারণত
উত্তর : নদী উপত্যকা ও নদীর বদ্বীপসমূহ।

প্রশ্ন : বাংলাদেশে মহাদেশীয় বায়ু প্রবাহিত হয় কখন ?
উত্তর : শীতকালে।

প্রশ্ন : বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্র কয়টি ?
উত্তর : ৪টি।

প্রশ্ন : সাইক্লোন সৃস্টিতে ভূমিকা রাখে কোনটি ?
উত্তর : নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রা

প্রশ্ন : পার্বত্য এলাকায় কোনটি দেখা দেয়?
উত্তর : আকস্মিক বন্যা।

প্রশ্ন : সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কয়টি স্তরে বিভক্ত?
উত্তর : তিনটি।

প্রশ্ন : বাংলাদেশে ঘূর্ণিঝড় বেশি হয় কোথায়?
উত্তর : পূর্বাংশে।

প্রশ্ন : ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম কী ?
উত্তর : সিসমােগ্রাফ

প্রশ্ন : দুর্যোগ ব্যবস্থাপনার মৌলিক উদ্দেশ্য কয়টি?
উত্তর : ৩টি।

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button