প্রশ্ন ও উত্তর

ব্রিটিশ রানি বর্তমানে কতটি দেশের রাষ্ট্রপ্রধান?

ব্রিটিশ রানি বর্তমানে কতটি দেশের রাষ্ট্রপ্রধান?
ভুল ১৬টি
সঠিক ১৫টি

১৯৩১ সালে ওয়েস্টমিনস্টার সংবিধির (Statute of Westminster) মাধ্যমে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হওয়া রাষ্ট্রগুলােকে নিয়ে গড়ে উঠে কমনওয়েলথ। তখন থেকেই কমনওয়েলথ সদস্যভুক্ত দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে ব্রিটিশ রাজা বা রানিকে মেনে নেওয়ার বাধ্যবাধকতা করা হয়, যা ব্রিটিশ Commonwealth Realm নামে পরিচিতি লাভ করে।

১৯৪৯ STIG TOT CETISHT STEIGT British Commonwealth of Nations – থেকে British শব্দটি বাদ দেওয়া হয়। একই সাথে সদস্যভুক্ত দেশের – প্রধান হিসেবে ব্রিটিশ রাজা বা রানির প্রতি আনুগত্যের বাধ্যবাধকতাও প্রত্যাহার করা হয়। এরপর অনেক দেশব্রিটিশ রানির প্রতি আনুগত্য থেকে, বের হয়ে আসে।

সর্বশেষ ৩০ নভেম্বর ২০২১ বার্বাডােস ব্রিটিশ রানির প্রতি আনুগত্য থেকে বের হয়ে বিশ্বের প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। তারপরও একসময় ব্রিটিশ উপনিবেশে থাকা (যুক্তরাজ্য ব্যতিত) ১৪টি দেশের রাষ্ট্রপ্রধান বর্তমানে বিটিশ রানি। দেশগুলাে বিটিশ রানিকে আনুষ্ঠানিকভাবেই তাদের রানি হিসেবে সম্মান করে।

ব্রিটিশ রানি এসব দেশে একজন গভর্নর জেনারেলকে নিয়ােগ দেন। Commonwealth Realm ভুক্ত দেশগুলােতে গভর্নর জেনারেল ব্রিটিশ রানির প্রতিনিধিত্ব করেন।

বর্তমানে যে ১৫টি দেশের রাষ্ট্রপ্রধান ব্রিটিশ রানি, সেগুলাে হলাে— যুক্তরাজ্য, অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, অস্ট্রেলিয়া, বাহামা, বেলিজ, কানাডা, গ্রানাডা, জ্যামাইকা, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, সেন্ট কিটস অ্যান্ড, নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রানাডাইন্স, সলােমন দ্বীপপুঞ্জ এবং টুভ্যালু।

ব্রিটিশ রানির আনুগত্য ত্যাগ করা দেশ
দেশ তারিখ
আয়ারল্যান্ড ১৮ এপ্রিল ১৯৪৯
ভারত ২৬ জানুয়ারি ১৯৫০
পাকিস্তান ২৩ মার্চ ১৯৫৬
ঘানা ১ জুলাই ১৯৬০
দক্ষিণ আফ্রিকা ৩১ মে ১৯৬১
নাইজেরিয়া ১ অক্টোবর ১৯৬৩
উগান্ডা ৯ অক্টোবর ১৯৬৩
কেনিয়া ১২ ডিসেম্বর ১৯৬৪
মালাবি ৬ জুলাই ১৯৬৬
গায়ানা ২৩ ফেব্রুয়ারি ১৯৭০
জিম্বাবুয়ে ২ মার্চ ১৯৭০
গাম্বিয়া ২৪ এপ্রিল ১৯৭০
সিয়েরা লিওন ১৯ এপ্রিল ১৯৭১
শ্রীলংকা ২২ মে ১৯৭২
মাল্টা ১৩ ডিসেম্বর ১৯৭৪
ত্রিনিদাদ অ্যান্ড টোবাগাে ১ আগস্ট ১৯৭৬
ফিজি ৬ অক্টোবর ১৯৮৭
মরিশাস ১২ মার্চ ১৯৯২
বার্বাডােস ৩০ নভেম্বর ২০২১

Bcs Preparation

BCS Preparation provides you with course materials and study guides for JSC, SSC, HSC, NTRCA, BCS, Primary Job, Bank and many other educational exams.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button