আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
বিসিএস ভাইভা প্রস্তুতি

বিসিএস ভাইভা প্রস্তুতি ও কিছু বিসিএস ভাইভা অভিজ্ঞতা

বিসিএস ভাইভা প্রস্তুতি ও কিছু বিসিএস ভাইভা অভিজ্ঞতা নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিসিএস ভাইভা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি উপকারি হবে। ‍বিসিএস এর একটা গুরুত্বপূর্ণ অংশ বিসিএস ভাইভা। তাই পূর্বের বিসিএস ভাইভার আলোকে প্রকৃত বিসিএস ভাইভা অভিজ্ঞতা নিয়ে নিচে আলোচনা করা হলো। তো চলুন বিসিএস ভাইভা অভিজ্ঞতার নমুনা ভাইভাটি দেখে নেওয়া যাক।

প্রার্থী : May I come in, Sir?

চেয়ারম্যান : হ্যা, আসুন।

প্রার্থী : আসসালামু আলাইকুম, স্যার।

চেয়ারম্যান : ওয়ালাইকুমুস্ সালাম। বসুন।

প্রার্থী : ধন্যবাদ স্যার।

পরীক্ষক : মাে: রবিউল ইসলাম, আপনি তাে ইংলিশে পড়েছেন। এখন কী করছেন?

প্রার্থী : একটা পাবলিকেশনে আছি, স্যার।

পরীক্ষক : Ok. What is Good Governance?

আরো পড়ুন : বিসিএস ভাইভা প্রস্তুতি ও কিছু বিসিএস ভাইভা অভিজ্ঞতা

প্রার্থী : Good Governance is the combination of accountability, transparency, following rules of laws, inclusiveness, while making decisions and implementing rules and regulations in office environment or in field level.

চেয়ারম্যান : বাংলাদেশের সাথে কাদের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব চলছে?

প্রার্থী : মিয়ানমারের সাথে রােহিঙ্গা ইস্যুতে এবং সাম্প্রতিক কুমিল্লার অনাকাঙ্ক্ষিত দাঙ্গার ঘটনায় ভারতের সাথেও এটার প্রভাব পড়েছে।

চেয়ারম্যান : It’s not major, আরেকটা ব্যাপার আছে।

প্রার্থী : সমুদ্রসীমা ইস্যুতে, স্যার।

চেয়ারম্যান : What is Blue Economy?

প্রার্থী : Blue Economy is the utilization of ocean resources for economic growth and development, improved livelihood while preserving the health of ocean ecosystem.

পরীক্ষক : ‘What is Beowulf?

প্রার্থী : Beowulf is an old English heroic epic poem consisting of 3182 lines. The author was an anonymous Anglo-Saxon Poet.

পরীক্ষক : Who were Anglo-Saxons?

প্রার্থী : Anglo-Saxons inhabited England earlier in the Middle Ages. They migrated to the island and were considered as local ethnic group because of adopting the culture and language imposed by natives.

পরীক্ষক : What is your first and second choice?

প্রার্থী : My first choice is Administration and the second one is Police.

পরীক্ষক : How will you relate your subject to Administration?

প্রার্থী : As I have completed my Honor’s and Master’s courses of English Literature, I know it very well that literature is the reflection of the society. If I could join as a BCS Administrative officer, I would have dealt with the people irrespective of classes and I would have listened to their problems, demands and difficulties as well as I could scrutinize those problems and settle them down accurately.

আরো পড়ুন : বিসিএস ভাইভা প্রস্তুতি | বিসিএস ভাইভা প্রশ্ন ও উত্তর | বিসিএস ভাইভা সহায়িকা Pdf

পরীক্ষক : What are the functions of DC?

প্রার্থী : A DC at a time works as :
1. District Magistrate,
2. District Collector,
3. Returning Officer and
4. Chief Education Officer.

পরীক্ষক : এখন কততম শিল্প বিপ্লব চলছে?

প্রার্থী : ৪র্থ শিল্প বিপ্লব, স্যার।

পরীক্ষক : বাংলাদেশ কীভাবে এই বিপ্লবে অংশগ্রহণ করছে?

প্রার্থী : বাংলাদেশ সরকার দেশের বিভিন্ন জেলায় হাইটেক পার্ক প্রতিষ্ঠা করছে। প্রযুক্তি ব্যবস্থার আধুনিকীকরণে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা হয়েছে। সাবমেরিন ক্যাবলের মাধ্যমে তথ্য ও যােগাযােগ প্রযুক্তির মহাসড়কে বাংলাদেশ যুক্ত রয়েছে। এছাড়াও আমাদের দেশ ফ্রিল্যান্সিংয়ে আন্তর্জাতিক বাজারে বড় একটি অংশ দখল করে আছে ইত্যাদি।

চেয়ারম্যান : ধন্যবাদ। আপনি আসুন।

প্রার্থী : ধন্যবাদ স্যার। আস্সালামু আলাইকুম।

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button