আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

লিঙ্কে ক্লিক করুন
তথ্য যোগাযোগ ও প্রযুক্তিবিসিএস প্রস্তুতি

বিসিএস প্রিলিমিনারী প্রস্তুতি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি থেকে প্রশ্নোত্তর

বিসিএস প্রিলিমিনারী প্রস্তুতি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিসিএস প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি সহায়ক হবে। তো চলুন লেখাটি পড়ে নেয়া যাক-

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

প্রশ্ন : কো-এক্সিয়াল কেব্ল ও অপটিক্যাল ফাইবারে ডেটা স্থানান্তরে—
উত্তর : ব্ৰড ব্যান্ড ডেটা ট্রান্সমিশন ব্যবহার করা হয়

প্রশ্ন : মােবাইল, টেলিফান যে ডেটা ট্রান্সমিশন মােডের উদাহরণ—
উত্তর : Full Duplex

প্রশ্ন : ওয়াকিটকি : হাফ ডুপ্লেক্স; রেডিও, টিভি-
উত্তর : সিমপ্লেক্স মােডের উদাহরণ

প্রশ্ন : Optical fibre—এ তথ্য আদান-প্রদানের মাধ্যম—
উত্তর : আলাে

প্রশ্ন : Blutooth-এর স্ট্যান্ডার্ড—
উত্তর : IEEE 802.15 (এর মাধ্যমে ১০-১০০ মিটার পর্যন্ত যােগাযােগ করা যায়)

প্রশ্ন : VSAT- এর পূর্ণরূপ—
উত্তর : Very Small Apurture Terminal

প্রশ্ন : অ্যাপলের iOS, গুগলের Android, মাইক্রোসফটের Windows প্রভৃতি-
উত্তর : Smartphone Operating System

প্রশ্ন : ISD-এর পূর্ণ রূপ—
উত্তর : International Subscriber dialling (Dialling code+880)/

প্রশ্ন : নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলাের অবস্থানগত ও সংযােগবিন্যাসকে বলে—
উত্তর : নেটওয়ার্ক টপােলজি

প্রশ্ন : ইন্টারনেটেব্যবহৃতপ্রটোকলহলাে—
উত্তর : TCP/IP(Trasnmission Control Protocal/Internet Protocol)

প্রশ্ন : TCP/Tp প্রটোকলের layer—
উত্তর : চারটি

প্রশ্ন : OSI (Open System Interconnection) model—এর স্তর—
উত্তর : 7টি

প্রশ্ন : প্রবাহিত Signal আবার শক্তিশালী করার জন্য ব্যবহার করা হয়—
উত্তর : Repeater

প্রশ্ন : laas (Infrastrueture as a Service), Paas (Platform), Saas (Software) প্রভৃতি –
উত্তর : Clond Computing Service Model

প্রশ্ন : ইন্টারনেটের জনক বলা হয়—
উত্তর : ভিনটন গ্রে কার্যকে

প্রশ্ন : নেটওয়ার্ক কার্ডের ইউনিক ক্রমিক নম্বরকে—
উত্তর : IP Address বলে

প্রশ্ন : 404 Error অর্থ ওয়েব পেজটি—
উত্তর : পাওয়া যায়নি

প্রশ্ন : www—এর প্রতিষ্ঠাতা—
উত্তর : Tim Berners- Lee

প্রশ্ন : বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন—
উত্তর : পিপীলিকা

প্রশ্ন : Cookie হলো—
উত্তর : Internet Information file

প্রশ্ন : Email-এর Cc বলতে বুঝায়—
উত্তর : Carbon copy!

প্রশ্ন : Pinterest–এর সদর দপ্তর—
উত্তর : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে

প্রশ্ন : বাংলাদেশের প্রথম সামাজিক যােগাযােগ ওয়েবসাইট—
উত্তর : বেশতাে

প্রশ্ন : Linked In হলাে—
উত্তর : বিজনেস অরিয়েন্টেড সােশ্যাল নেটওয়ার্ক সার্ভিস

প্রশ্ন : Wikileaks একটি—
উত্তর : আন্তর্জাতিক অলাভজনক প্রচারমাধ্যম (গােপনে নথি প্রকাশের জন্য বিখ্যাত)

প্রশ্ন : E-mail—এর অচেনা ও অপ্রয়েজনীয় E- mail—কে বলে—
উত্তর : Spam

প্রশ্ন : ইন্টারনেট ব্যবহার করে অন্য ব্যক্তির ডেটা চুরি বা ধ্বংসকে বলে—
উত্তর : হ্যাকিং

প্রশ্ন : SWIFT—এর পূর্ণ রূপ—
উত্তর : Society for Worldwide Interbank Financial Telecommunication

প্রশ্ন : Backup Program বলতে বুঝায়—
উত্তর : নির্ধারিত ফাইল কপি করে সংরক্ষণ

প্রশ্ন : অনির্দিষ্ট ও অবাঞ্ছিত ব্যবহারকারীর হাত থেতে System রক্ষা করতে ব্যবহার করা হয়—
উত্তর : Firewall

প্রশ্ন : User ও কাঙ্ক্ষিত Web—এর মাঝে অবস্থান করে-
উত্তর : Proxy Server

প্রশ্ন : ANST (American National Standars Instutitue) হলাে—
উত্তর : ৮ বিটের Numeric Code

প্রশ্ন : UNICODE হলাে—
উত্তর : 2 বাইট বা 16 বিটের কোড

প্রশ্ন : NAND এবং NOR gate—কে বলে—
উত্তর : Universal gatel

প্রশ্ন : Ctrl+F9 দিয়ে Program run করা যায়—
উত্তর : C ভাষার

প্রশ্ন : Program–এর ভুল বের করাকে বলে—
উত্তর : Debugging

প্রশ্ন : Transsistar তৈরিতে লাগে-
উত্তর : Semiconductor

প্রশ্ন : মাইক্রোপ্রসেসর ভিত্তিক প্রথম কম্পিউটার—
উত্তর : Altain- 480.

প্রশ্ন : গুগলের প্রকৃত নাম—
উত্তর : BackRub

প্রশ্ন : বাংলাদেশের যে ব্যাংক প্রথম কম্পিউটার স্থাপন করে—
উত্তর : United Bank

প্রশ্ন : সবেচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার—
উত্তর : Fugaku

প্রশ্ন : Automated Teller Machine (ATM) ব্যবহার করা হয়—
উত্তর : ব্যাংকিং কার্যক্রমে

প্রশ্ন : গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে CPU-এর—
উত্তর : ALU (Aritmatic Logic Unit)

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button