তথ্য যোগাযোগ ও প্রযুক্তিবিসিএস প্রস্তুতি

বিসিএস প্রিলিমিনারী প্রস্তুতি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি থেকে প্রশ্নোত্তর

বিসিএস প্রিলিমিনারী প্রস্তুতি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিসিএস প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি সহায়ক হবে। তো চলুন লেখাটি পড়ে নেয়া যাক-

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

প্রশ্ন : কো-এক্সিয়াল কেব্ল ও অপটিক্যাল ফাইবারে ডেটা স্থানান্তরে—
উত্তর : ব্ৰড ব্যান্ড ডেটা ট্রান্সমিশন ব্যবহার করা হয়

প্রশ্ন : মােবাইল, টেলিফান যে ডেটা ট্রান্সমিশন মােডের উদাহরণ—
উত্তর : Full Duplex

প্রশ্ন : ওয়াকিটকি : হাফ ডুপ্লেক্স; রেডিও, টিভি-
উত্তর : সিমপ্লেক্স মােডের উদাহরণ

প্রশ্ন : Optical fibre—এ তথ্য আদান-প্রদানের মাধ্যম—
উত্তর : আলাে

প্রশ্ন : Blutooth-এর স্ট্যান্ডার্ড—
উত্তর : IEEE 802.15 (এর মাধ্যমে ১০-১০০ মিটার পর্যন্ত যােগাযােগ করা যায়)

প্রশ্ন : VSAT- এর পূর্ণরূপ—
উত্তর : Very Small Apurture Terminal

প্রশ্ন : অ্যাপলের iOS, গুগলের Android, মাইক্রোসফটের Windows প্রভৃতি-
উত্তর : Smartphone Operating System

প্রশ্ন : ISD-এর পূর্ণ রূপ—
উত্তর : International Subscriber dialling (Dialling code+880)/

প্রশ্ন : নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলাের অবস্থানগত ও সংযােগবিন্যাসকে বলে—
উত্তর : নেটওয়ার্ক টপােলজি

প্রশ্ন : ইন্টারনেটেব্যবহৃতপ্রটোকলহলাে—
উত্তর : TCP/IP(Trasnmission Control Protocal/Internet Protocol)

প্রশ্ন : TCP/Tp প্রটোকলের layer—
উত্তর : চারটি

প্রশ্ন : OSI (Open System Interconnection) model—এর স্তর—
উত্তর : 7টি

প্রশ্ন : প্রবাহিত Signal আবার শক্তিশালী করার জন্য ব্যবহার করা হয়—
উত্তর : Repeater

প্রশ্ন : laas (Infrastrueture as a Service), Paas (Platform), Saas (Software) প্রভৃতি –
উত্তর : Clond Computing Service Model

প্রশ্ন : ইন্টারনেটের জনক বলা হয়—
উত্তর : ভিনটন গ্রে কার্যকে

প্রশ্ন : নেটওয়ার্ক কার্ডের ইউনিক ক্রমিক নম্বরকে—
উত্তর : IP Address বলে

প্রশ্ন : 404 Error অর্থ ওয়েব পেজটি—
উত্তর : পাওয়া যায়নি

প্রশ্ন : www—এর প্রতিষ্ঠাতা—
উত্তর : Tim Berners- Lee

প্রশ্ন : বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন—
উত্তর : পিপীলিকা

প্রশ্ন : Cookie হলো—
উত্তর : Internet Information file

প্রশ্ন : Email-এর Cc বলতে বুঝায়—
উত্তর : Carbon copy!

প্রশ্ন : Pinterest–এর সদর দপ্তর—
উত্তর : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে

প্রশ্ন : বাংলাদেশের প্রথম সামাজিক যােগাযােগ ওয়েবসাইট—
উত্তর : বেশতাে

প্রশ্ন : Linked In হলাে—
উত্তর : বিজনেস অরিয়েন্টেড সােশ্যাল নেটওয়ার্ক সার্ভিস

প্রশ্ন : Wikileaks একটি—
উত্তর : আন্তর্জাতিক অলাভজনক প্রচারমাধ্যম (গােপনে নথি প্রকাশের জন্য বিখ্যাত)

প্রশ্ন : E-mail—এর অচেনা ও অপ্রয়েজনীয় E- mail—কে বলে—
উত্তর : Spam

প্রশ্ন : ইন্টারনেট ব্যবহার করে অন্য ব্যক্তির ডেটা চুরি বা ধ্বংসকে বলে—
উত্তর : হ্যাকিং

প্রশ্ন : SWIFT—এর পূর্ণ রূপ—
উত্তর : Society for Worldwide Interbank Financial Telecommunication

প্রশ্ন : Backup Program বলতে বুঝায়—
উত্তর : নির্ধারিত ফাইল কপি করে সংরক্ষণ

প্রশ্ন : অনির্দিষ্ট ও অবাঞ্ছিত ব্যবহারকারীর হাত থেতে System রক্ষা করতে ব্যবহার করা হয়—
উত্তর : Firewall

প্রশ্ন : User ও কাঙ্ক্ষিত Web—এর মাঝে অবস্থান করে-
উত্তর : Proxy Server

প্রশ্ন : ANST (American National Standars Instutitue) হলাে—
উত্তর : ৮ বিটের Numeric Code

প্রশ্ন : UNICODE হলাে—
উত্তর : 2 বাইট বা 16 বিটের কোড

প্রশ্ন : NAND এবং NOR gate—কে বলে—
উত্তর : Universal gatel

প্রশ্ন : Ctrl+F9 দিয়ে Program run করা যায়—
উত্তর : C ভাষার

প্রশ্ন : Program–এর ভুল বের করাকে বলে—
উত্তর : Debugging

প্রশ্ন : Transsistar তৈরিতে লাগে-
উত্তর : Semiconductor

প্রশ্ন : মাইক্রোপ্রসেসর ভিত্তিক প্রথম কম্পিউটার—
উত্তর : Altain- 480.

প্রশ্ন : গুগলের প্রকৃত নাম—
উত্তর : BackRub

প্রশ্ন : বাংলাদেশের যে ব্যাংক প্রথম কম্পিউটার স্থাপন করে—
উত্তর : United Bank

প্রশ্ন : সবেচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার—
উত্তর : Fugaku

প্রশ্ন : Automated Teller Machine (ATM) ব্যবহার করা হয়—
উত্তর : ব্যাংকিং কার্যক্রমে

প্রশ্ন : গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে CPU-এর—
উত্তর : ALU (Aritmatic Logic Unit)

Bcs Preparation

BCS Preparation provides you with course materials and study guides for JSC, SSC, HSC, NTRCA, BCS, Primary Job, Bank and many other educational exams.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button