বিসিএস প্রস্তুতি

বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির জন্য বাংলা ভাষা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির জন্য বাংলা ভাষা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি উপকারি হবে। ইনশাল্লাহ!

প্রয়ােগ-অপপ্রয়ােগ

  • ‘অধীনস্থ’ শব্দের শুদ্ধ প্রয়োগ— অধীন।
  • ‘সৌজন্যতা’ শব্দটিতে যে ধরনের অপপ্রয়ােগ ঘটেছে—প্রত্যয়জনিত।
  • ‘উপরােক্ত’ শব্দটি যে কারণে অশুদ্ধ সন্ধিজনিত।
  • ‘শুধুমাত্র’ শব্দের দ্ধ প্রয়ােগ হলাে—শুধুমাত্র ।
  • ‘অতলস্পর্শী শব্দটি যে কারণে অশুদ্ধ- শব্দের গঠনজনিত।

আরো পড়ুন : প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারের সাক্ষাৎকারের প্রস্তুতি

বানান ও বাক্য শুদ্ধি

অপাঙক্তেয় ক্ষুন্নিবৃত্তি
অত্যুজ্জ্বল আধ্যাত্মিক
খ্রিষ্টাব্দ কনীনিকা
ব্যত্যয় বাল্মীকি
খােশামােদ গণ্ডুষ

অশুদ্ধ : চোরে চোরে চাচাতাে ভাই।
শুদ্ধ : চোরে চোরে মাসতুতাে ভাই।

অশুদ্ধ : তার সৌজন্যতায় মুগ্ধ হলাম।
শুদ্ধ : তার সৌজন্যে মুগ্ধ হলাম ।

অশুদ্ধ : তিনি আরােগ্য হয়েছেন।
শুদ্ধ : তিনি আরােগ্য লাভ করেছেন।

পারিভাষিক শব্দ

Absconder ফেরারি
Allegation অভিযােগ
Biodiversity জীববৈচিত্র্য
By-election উপ-নির্বাচন
Embargo নিষেধাজ্ঞা
Fair wage ন্যায্য মজুরি
Heir উত্তরাধিকারী

বিপরীতার্থক শব্দ

অম্ল মধুর 
আহূত  অনাহূত 
ঈশান নৈর্ঋত 
উদ্বৃত্ত ঘাটতি
কুৎসা প্রশংসা 
চোখা  ভোতা

সমার্থক শব্দ

কন্যা মেয়ে, তনয়া, দুহিতা, নন্দিনী
পর্বত অচল, অদ্রি, গিরি, পাহাড়, শৈল
গরু গাে, ধেনু, গাভি, পয়স্বিনী
ফুল পুষ্প, প্রসূন, কুসুম, রঙ্গন

আরো পড়ুন : সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ ৫০টি এমসিকিউ

ধ্বনি ও বর্ণ

  • বাংলা ভাষায় অর্ধ-স্বরধ্বনি— ৪টি।
  • স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়—কার।
  • স্বরবর্ণে অর্ধমাত্রার একমাত্র বর্ণ— ঋ।
  • বাংলা বর্ণমালার পরাশ্রয়ী বর্ণ— ৩টি।

শব্দ ও পদ

  • ম্যালেরিয়া’ শব্দটি যে ভাষার— ইতালিয়ান।
  • গঠনগত দিক থেকে শব্দ— ২ প্রকার।
  • গুণবাচক বিশেষ্য— তারুণ্য।

বাক্য

  • ‘এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলাে’ যে ধরনের বাক্য— নির্দেশাত্মক।
  • যদি সত্য বলাে, তাহলে মুক্তি পাবে। যে ধরনের বাক্য— জটিল বাক্য।

সন্ধি

দুরবস্থা  দুঃ + অবস্থা
প্রত্যুষ  প্রতি + ঊষ
উদ্বন্ধন  উৎ + বন্ধন
নদ্যম্বু  নদী + অম্বু

প্রত্যয়

যুদ্ধ যুধ + ক্ত
সর্বজনীন সর্বজন +নীন
দীপ্যমান দীপ+ শানচ
কলু কল + উ
শীতল শীত + ল

সমাস

স্মৃতিসৌধ মধ্যপদলােপী কর্মধারয়
 স্কুল পালানাে পঞ্চমী তৎপুরুষ
অষ্টধাতু  দ্বিগু 
আরক্তিম  অব্যয়ীভাব
প্রভাত  প্রাদি সমাস

লেখাটি সম্পর্কে কোন মন্তব্য থাকলে কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ রইলো।

Bcs Preparation

BCS Preparation provides you with course materials and study guides for JSC, SSC, HSC, NTRCA, BCS, Primary Job, Bank and many other educational exams.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button