আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
বাংলাদেশ বিষয়াবলীবিসিএস প্রস্তুতি

বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিসিএস পরীক্ষাসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই গুরুত্বপূর্ণ।

বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

প্রশ্ন : বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে অন্তর্ভুক্ত ছিল
উত্তর : বঙ্গ জনপদের।

প্রশ্ন : জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, খানাপ্রতি গড় সদস্য
উত্তর : ৪.০।

প্রশ্ন : কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু মূল টানেলের দৈর্ঘ্য
উত্তর : ৩ দশমিক ৪০ কিলােমিটার।

প্রশ্ন : প্রাচীন জনপদ পুণ্ড্রনগর মৌর্য শাসনামলে রাজধানী ছিল
উত্তর : সম্রাট অশােকের রাজত্বকালে।

প্রশ্ন : ২০২২-২৩ অর্থবছরে বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দের পরিমাণ
উত্তর : ২,৪৬,০৬৬ কোটি টাকা।

প্রশ্ন : বাংলাদেশে মূল্য সংযােজন কর (ভ্যাট) প্রথম প্রবর্তিত হয়
উত্তর : ১ জুলাই ১৯৯১।

প্রশ্ন : ইউএনডিপির মানব উন্নয়নসূচক ২০২১-২২-এ বিশ্বের ১৯১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান
উত্তর : ১২৯তম।

প্রশ্ন : গাজী মাজহারুল আনােয়ার প্রেসিডেন্ট স্বর্ণপদক লাভ করেন
উত্তর : ১৯৭২ সালে।

প্রশ্ন : বাংলাদেশের প্রথম বাণিজ্যিক চা-বাগান
উত্তর : মালনীছড়া, সিলেট।

প্রশ্ন : আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘােষণাপত্র জারি করা হয়
উত্তর : ১০ এপ্রিল ১৯৭১।

প্রশ্ন : কঠিন চীবর দান ধর্মীয় অনুষ্ঠানবিশেষ হলাে
উত্তর : বৌদ্ধধর্মের।

প্রশ্ন : সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় দেশে বর্তমানে টিকা দেওয়া হয়
উত্তর : ১০ ধরনের।

প্রশ্ন : উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত নির্মাণাধীন দেশের প্রথম মেট্রোরেলের উড়ালপথের দৈর্ঘ্য
উত্তর : ২০ দশমিক ১০ কিলােমিটার।

প্রশ্ন : জিটুজি ভিত্তিতে জাপানের প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল অবস্থিত
উত্তর : বাংলাদেশের-নারায়ণগঞ্জে।

প্রশ্ন : জাতীয় পর্যায়ে গৌরবােজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা পুরস্কার ২০২২ লাভ করেন
উত্তর : ৯ বিশিষ্ট ব্যক্তি ও ২ প্রতিষ্ঠান।

এই বিভাগ থেকে আরো পড়ুন :

প্রশ্ন : বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সদস্যপদ লাভ করে
উত্তর : ১৭ মে ১৯৭২।

প্রশ্ন : জাতীয় সংসদের সদস্যপদ বাতিল হয় সর্বোচ্চ
উত্তর : ৯০ কার্যদিবস অনুপস্থিত থাকলে।

প্রশ্ন : বাংলাদেশে স্থানীয় শাসন অর্ডিন্যান্স জারি হয়
উত্তর : ১৯৭৬ সালে।

প্রশ্ন : এশিয়ার সর্ববৃহৎ প্রাকৃতিক মৎস্য | প্রজননকেন্দ্র
উত্তর : হালদা নদী।

প্রশ্ন : বাংলাদেশের কৃষিতে বর্ণালী ও শুভ্রা হলাে
উত্তর : উন্নত জাতের ভুট্টা।

প্রশ্ন : বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশি আন্দোলনের নেতৃত্ব দান করেন
উত্তর : সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

প্রশ্ন : ২৫ সেপ্টেম্বর ২০২২, জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলায় প্রদত্ত ভাষণের
উত্তর : ৪৮তম বার্ষিকী উদ্যাপিত হয়।

প্রশ্ন : জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট | (নিপাের্ট) প্রতিষ্ঠিত হয়
উত্তর : ১৯৭৭ সালে।

প্রশ্ন : সারা দেশে সর্বজনীন বাধ্যতামূলক শিক্ষা চালু | হয়
উত্তর : ১ জানুয়ারি ১৯৯৩

প্রশ্ন : বাংলাদেশের বদ্বীপ পরিকল্পনাটি প্রণীত হয়েছে
উত্তর : নেদারল্যান্ডসের বদ্বীপ পরিকল্পনার আলােকে।

প্রশ্ন : বাংলাদেশে বর্তমানে ইপিজেডের সংখ্যা
উত্তর : ১০।

প্রশ্ন : বাংলাদেশে পােশাক খাতে বর্তমান পরিবেশবান্ধব কারখানার সংখ্যা
উত্তর : ১৭১।

প্রশ্ন : বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়
উত্তর : ৭ এপ্রিল ১৯৭৩

প্রশ্ন : বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ ও তৈরি করবে
উত্তর : গ্লাকসমস, রাশিয়া।

প্রশ্ন : বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে RTC- এর পূর্ণরূপ
উত্তর : Round Table Conference

প্রশ্ন : মুজিব একটি জাতির রূপকার বায়ােপিক চলচ্চিত্রের পরিচালক
উত্তর : শ্যাম বেনেগাল।

প্রশ্ন : সাঙ্গু নদের উৎপত্তি
উত্তর : আরাকান পাহাড় থেকে।

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button