বিসিএস প্রস্তুতি

বিসিএস প্রস্তুতি সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী [পিডিএফ]

বিসিএস প্রস্তুতি সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী [পিডিএফ]

প্রশ্ন : মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা–
উত্তর : চন্দ্রগুপ্ত মৌর্য ।

প্রশ্ন : ঢাকা প্রথম বাংলার রাজধানী হয়
উত্তর : ১৬১০ সালে।

প্রশ্ন : জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা
উত্তর : ১৫০ ফুট।

প্রশ্ন : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান
উত্তর : স্পিকার।

প্রশ্ন : ‘মুক্তির গান’ চলচ্চিত্রটি পরিচালনা করেন
উত্তর : তারেক মাসুদ।

প্রশ্ন : দেশের সকল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর
উত্তর : রাষ্ট্রপতি।

প্রশ্ন : ভােমরা স্থলবন্দর অবস্থিত
উত্তর : সাতক্ষীরা।

প্রশ্ন : বেনাপােল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দরের নাম
উত্তর : পেট্রাপােল।

প্রশ্ন : কুমিল্লা বার্ড (BARD)-এর প্রতিষ্ঠাতা
উত্তর : আখতার হামিদ খান।

ভিডিও দেখুন :

প্রশ্ন : বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প
উত্তর : তিস্তা সেচ প্রকল্প।

প্রশ্ন : UNESCO সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়
উত্তর : ৬ ডিসেম্বর ১৯৯৭।

প্রশ্ন : ‘আলােকিত মানুষ চাই’ স্লোগানটি যে প্রতিষ্ঠানের
উত্তর : বিশ্ব সাহিত্য কেন্দ্র।

প্রশ্ন : জেল হত্যা দিবস পালিত হয়
উত্তর : ৩ নভেম্বর।

প্রশ্ন : বাংলাদেশ সংবিধানের মূলনীতি
উত্তর : ৪টি।

প্রশ্ন : বাংলাপিডিয়া প্রকাশিত হয় যে প্রতিষ্ঠান থেকে
উত্তর : বাংলাদেশ এশিয়াটিক সােসাইটি।

প্রশ্ন : বাংলাদেশ স্কয়ার’ অবস্থিত
উত্তর : লাইবেরিয়ায়।

প্রশ্ন : পাহাড়পুর বৌদ্ধ বিহারের নির্মাতা
উত্তর : ধর্মপাল।

প্রশ্ন : বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম টেস্ট অধিনায়ক
উত্তর : নাইমুর রহমান দুর্জয়।

প্রশ্ন : উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা
উত্তর : ২০০ নটিক্যাল মাইল।

প্রশ্ন : বাংলাদেশের যে জেলার সাথে ভারত ও মিয়ানমারের সীমান্ত রয়েছে
উত্তর : রাঙামাটি।।

 

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলায় ভাষণ দেন
উত্তর : ২৫ সেপ্টেম্বর ১৯৭৪।

প্রশ্ন : ১৯৪৩ সালের দুর্ভিক্ষের ওপর ছবি এঁকে খ্যাতি লাভ করেন
উত্তর : জয়নুল আবেদিন।

প্রশ্ন : বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট অবস্থিত
উত্তর : ঈশ্বরদী, পাবনা।

প্রশ্ন : নাসিরাবাদের বর্তমান নাম
উত্তর : ময়মনসিংহ।

প্রশ্ন : পদ্মা ও যমুনা নদী মিলিত হয়েছে
উত্তর : গােয়ালন্দ, রাজবাড়ী।

প্রশ্ন : ‘গাবখান চ্যানেল বাংলাদেশের যে জেলায় অবস্থিত
উত্তর : ঝালকাঠী।

প্রশ্ন : বাংলাদেশের সর্ববৃহৎ জেলা
উত্তর : রাঙামাটি।

প্রশ্ন : ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিলের চেয়ারপার্সন
উত্তর : প্রধানমন্ত্রী।

প্রশ্ন : বাংলাদেশ সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য
উত্তর : রাজিয়া বানু।।

প্রশ্ন : বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সর্বোচ্চ বয়সসীমা
উত্তর : ৬৭ বছর।

 

প্রশ্ন : বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক
উত্তর : রাষ্ট্রপতি।

প্রশ্ন : আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন
উত্তর : মওলানা আবদুল হামিদ খান ভাসানী ।

প্রশ্ন : বাংলাদেশে কোনাে ব্যক্তির ভােটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স
উত্তর : ১৮ বছর।

প্রশ্ন : বাংলাদেশের আইনসভার নাম
উত্তর : জাতীয় সংসদ।

প্রশ্ন : ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়
উত্তর : ১৯২১ সালে।

প্রশ্ন : বাংলাদেশে অনলাইনে ভ্যাট প্রদান পদ্ধতির উদ্বোধন করা হয়
উত্তর : ১৬ জুলাই ২০২০।

প্রশ্ন : বাংলাদেশে মােট সরকারি EPZ’র সংখ্যা
উত্তর : ৮টি।

প্রশ্ন : ২০১৯-২০ অর্থবছরের GDP প্রবৃদ্ধির সাময়িক হিসাব
উত্তর : ৫.২৪%।

প্রশ্ন : বাংলা একাডেমির ২১তম সভাপতি
উত্তর : অধ্যাপক ড. শামসুজ্জামান খান।

প্রশ্ন : বাংলাদেশ ব্যাংক ৪% ব্যাংক রেট ঘােষণা করে
উত্তর : ২৯ জুলাই ২০২০।

প্রশ্ন : কক্সবাজারের শিবিরের ওপর চাপ কমাতে রােহিঙ্গাদের দ্বিতীয় আশ্রয়স্থল হবে
উত্তর : ভাসানচর, নােয়াখালী।

পিডিএফ ডাউনলোড করুন :

bcs preparation

Bcs Preparation

BCS Preparation provides you with course materials and study guides for JSC, SSC, HSC, NTRCA, BCS, Primary Job, Bank and many other educational exams.
Back to top button