আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

লিঙ্কে ক্লিক করুন
বাংলা ভাষা ও সাহিত্য

বিসিএস প্রস্তুতির জন্য বাংলা সাহিত্য থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

বিসিএস প্রস্তুতির জন্য বাংলা সাহিত্য থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিসিএস প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি খুবই উপকারী হবে। এছাড়াও যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি, শিক্ষক নিবন্ধন প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্যও লেখাটি সহায়ক হবে।

বিসিএস প্রস্তুতির জন্য বাংলা সাহিত্য থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

প্রশ্ন : বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থ কোনটি?
উত্তর : চর্যাপদ

প্রশ্ন : চর্যাপদ হলো মূলত/চর্যাপদ এক প্রকার-
উত্তর : গানের সংকলন

প্রশ্ন : বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?
উত্তর : চর্যাপদ

প্রশ্ন : বাংলা সাহিত্যের আদিগ্রন্থ/ আদি নিদর্শন কোনটি?
উত্তর : চর্যাপদ

প্রশ্ন : ‘চর্যাপদ’ কোন ধর্মাবলীদের সাহিত্য?
উত্তর : সহজিয়া বৌদ্ধ

প্রশ্ন : কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়?
উত্তর : পাল

প্রশ্ন : বাংলা ভাষার প্রথম কাব্য সংখলন চর্যাপদ এর আবিষ্কারক? অথবা, চর্যাগীতি আবিষ্কার করেন-
উত্তর : ডষ্টর হরপ্রসাদ শাস্ত্রী

প্রশ্ন : ‘চর্যাপদ কোথা থেকে আবিষ্কৃত হয়েছে?
উত্তর : নেপালের রাজগ্রন্থশালা থেকে

প্রশ্ন : ‘চর্যাপদ’ কোথা থেকে আবিষ্কৃত হয়েছে?
উত্তর : নেপাল

প্রশ্ন : বাংলা ভাষার আদি নির্দশন ‘চর্যাপদ’ আবিষ্কৃত হয় কত সালে?
উত্তর : ১৯০৭ সালে

প্রশ্ন : ‘চর্যাপদ’ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?
উত্তর : বঙ্গীয় সাহিত্য পরিষদ

বিসিএস প্রস্তুতির জন্য বাংলা সাহিত্য থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

প্রশ্ন : বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত ‘চর্যাপদ’ কে সম্পাদনা কে করেন?
উত্তর : শ্রী হরপ্রসাদ শাস্ত্রী

প্রশ্ন : হরপ্রসাদ শাস্ত্রী ‘চর্যাপদ’ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম হল-
উত্তর : হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা

প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি?
উত্তর : দোহাকোষ

প্রশ্ন : ‘চর্যাপদ’ রচনাটি বাংলা সাহিত্যের কোন যুগের কাব্য নির্দশন?
উত্তর : আদিযুগ

প্রশ্ন : কোন সাহিত্যকর্ম সান্ধ্যভাষার প্রয়োগ আছে?
উত্তর : চর্যাপদ

প্রশ্ন : বাংলা সাহিত্যের আদিগ্রন্থ ‘চর্যাপদ’ এর রচনাকাল-
উত্তর : সপ্তম থেকে দ্বাদশ শতক

প্রশ্ন : চর্যাপদের বয়স আনুমানিক কত বছর?
উত্তর : ১০০০ বছর

প্রশ্ন : চর্যাপদ কোন ছন্দে লেখা?
উত্তর : মাত্রাবৃত্ত

বিসিএস প্রস্তুতির জন্য বাংলা সাহিত্য থেকে আরো কিছু প্রশ্নোত্তর

প্রশ্ন : প্রাপ্ত চর্যাপদের পদকর্তা কতজন?
উত্তর : ২৩

প্রশ্ন : বাংলা সাহিত্যের আদি কবি কে?
উত্তর : লুইপা

প্রশ্ন : হরপ্রসাদশাস্ত্রী কাকে চর্যার আদি কবি মনে করেন?
উত্তর : লুইপা

প্রশ্ন : সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির?
উত্তর : কাহ্নপা

প্রশ্ন : চর্যাগীতি রচনার সংখ্যাধিক্যের দ্বিতীয় স্থানের অধিকারী কে?
উত্তর : ভুসুকুপা

প্রশ্ন : কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন?
উত্তর : ভুসুকুপা

প্রশ্ন : শবরপা কে ছিলেন?
উত্তর : চর্যাকর

প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের সংখ্যা-
উত্তর : ৫১ টি

প্রশ্ন : চর্যাপদের কোন পদটি খন্ডিত আকারে পাওয়া যায়?
উত্তর : ২৩ নং পদ

প্রশ্ন : আপনা মাংসে হরিণা বৈরী’ লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভুক্ত?
উত্তর : চর্যাপদ

প্রশ্ন : কমল মধু পিবিবি ধোকইন ভোমরা’ কোন ভাষার নিদর্শন?
উত্তর : সান্ধ্য

প্রশ্ন : চঞ্চল চীএ পইঠা কাল’ কোন কবির চর্যাংশ?
উত্তর : লুইপা

বিসিএস প্রস্তুতির জন্য বাংলা সাহিত্য থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

প্রশ্ন : নিচের পঙক্তিটি কার রচনা? ‘আলি এঁ কালি এঁ বাট রুন্ধেলা। তা দেখি কাহ্ন বিমনা ভইলা।’
উত্তর : কাহ্নপা

প্রশ্ন : ‘অভিসময়বিভঙ্গ’ কার রচনা?
উত্তর : লুইপা

প্রশ্ন : নিচের কোনটি সহোদর ভাষাগোষ্ঠী?
উত্তর : বাংলা ও অসমিয়া

প্রশ্ন : চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন?
উত্তর : সুনীতিকুমার চট্রোপাধ্যায়

প্রশ্ন : ড. মুহমামদ শহীদুল্লা’র মতে চর্যাপদের ভাষা-
উত্তর : বঙ্গ-কামরুপী

প্রশ্ন : কোন পন্ডিত পর্যাপদের পদগুলোকে টীকার মাধ্যমে ব্যাখ্যা করেন?
উত্তর : মুনিদত্ত

প্রশ্ন : বাংলা সাহিত্যের ইতিহাস ও ইংরেজি সাহিত্যের ইতিহাস-এ দু’টির মধ্যে কোনটি বেশি পুরাতন?
উত্তর : ইংরেজি সাহিত্যের ইতিহাস

প্রশ্ন : ভারতীয় মৌলিক লিপি কোনটি?
উত্তর : ব্রাক্ষী

প্রশ্ন : বাংলা লিপির উৎস কি? অথবা, বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে?
উত্তর : ব্রাক্ষী লিপি

প্রশ্ন : ভারতীয় কোন লিপিমালা ডানদিক থেকে লেখা হয়?
উত্তর : খরোষ্ঠী

প্রশ্ন : কোন যুগে বাংলা লিপি ও অক্ষরের গঠনকার্য শুরু হয়-
উত্তর : সেন যুগ

প্রশ্ন : কোন শাসনামলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু হয়?
উত্তর : পাঠান যুগ

প্রশ্ন : বাংলাদেশে প্রথম কোথায় ছাপাখানা প্রতিষ্ঠিত হয়?
উত্তর : রংপুরে

প্রশ্ন : বাংলা মুদ্রণ যন্ত্র আবিষ্কার হর যে সালে-
উত্তর : ১৮০০ সালে

প্রশ্ন : শ্রীরামপুরের মিশনারীরা স্মরণীয় যে জন্য?
উত্তর : প্রথম বাংলা মুদ্রণ

প্রশ্ন : বাংলা অক্ষরের প্রথম নকশা তৈরি করেন-
উত্তর : চার্লস উইলকিস

প্রশ্ন : বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে?
উত্তর : চার্লস উইলকিস

বিসিএস প্রস্তুতির জন্য বাংলা সাহিত্য থেকে প্রশ্নোত্তর

প্রশ্ন : কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়-
উত্তর : পাল

প্রশ্ন : চর্যাপদের ভাষাকে বাংলায় রূপান্তরিত করেন –
উত্তর : সুনীতি কুমার চট্টোপাধ্যায়

প্রশ্ন : চর্যাপদের প্রথম পদটির রচিয়তা-
উত্তর : লুই পা

প্রশ্ন : ভুসুকুপা ছিলেন-
উত্তর : রাজপুত্র

প্রশ্ন : চর্যা শব্দের অর্থ-
উত্তর : আচরণ

প্রশ্ন : প্রাচীন যুগের কবিরা কি ছিলেন?
উত্তর : বৌদ্ধ সাধক

প্রশ্ন : চর্যাপদের কবিরা কেন নেপালে পালিয়ে গিয়েছিলেন?
উত্তর : প্রাণের ভয়ে

প্রশ্ন : ‘বিবিধার্থ’ পত্রিকার সম্পাদক ছিলেন কে?
উত্তর : রাজেন্দ্রলাল মিত্র

প্রশ্ন : রাজেন্দ্রলাল এর মৃত্যুর পর পুথি সংগ্রহের দায়িত্ব কাকে দেওয়া হয়?
উত্তর : হরপ্রসাদ শাস্ত্রী

প্রশ্ন : ‘ডাকার্ণব’ কী?
উত্তর : পুথি

প্রশ্ন : চর্যাপদ রচনা সময় কালে বাংলায় কোন রাজবংশ ক্ষমতায় অধিষ্ঠিত ছিল ?
উত্তর : পাল বংশ

প্রশ্ন : ডঃ মুহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা কোনটি?
উত্তর : বঙ্গ কামরূপী

প্রশ্ন : নব চর্যাপদ কি?
উত্তর : চর্যাপদ এর অনুরূপ রচনা

প্রশ্ন : নব চর্যাপদ কে সংগ্রহ করেন?
উত্তর : শশীভূষণ দাশগুপ্ত

প্রশ্ন : নব চর্যাপদ কোথা থেকে সংগ্রহ করা হয়?
উত্তর : নেপাল

প্রশ্ন : কোন ভাষা সুনির্দিষ্ট রূপ পায়নি?
উত্তর : সন্ধ্যা ভাষা

প্রশ্ন : চর্যায় যারা পদ রচনা করেছেন তাদের প্রত্যেককে কি বলা হয়ে থাকে ?
উত্তর : মহাসিদ্ধ

প্রশ্ন : চর্যাপদ তিব্বতি ভাষায় অনুবাদ করেছিলেন কে?
উত্তর : কীর্তিচনদ্র

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button