আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

লিঙ্কে ক্লিক করুন
তথ্য যোগাযোগ ও প্রযুক্তি

বিসিএস পরীক্ষায় আসার মত আইসিটি অংশ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

বিসিএস বা যেকোনো চাকুরী পরীক্ষায় আসার মত আইসিটি অংশ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হলো। যারা পরীক্ষার্থী আছেন আশা করছি লেখাটি আপনাদের সহায়ক হবে।

প্রশ্ন -সবচেয়ে বেশি এরিয়া নিয়ে কমিউনিকেশন করে কোনটি?
উত্তর – Satellite

প্রশ্ন – বর্তমানে ওয়্যালেস বা তার বিহীন অ্যাক্সেস কয় প্রকার?
উত্তর- ২ ধরনের ।

প্রশ্ন – ১০ থেকে ১০০ মিপার দূরত্ব পযর্ন্ত কাজ করতে পারে কোনটি?
উত্তর – Bluetooth

প্রশ্ন -Wi – Fi যে স্টান্ডার্ড এর উপর ভিত্তি করে কাজ করে তা কি?
উত্তর -EEE 802.11

প্রশ্ন-Wi – Fi এর ইনডো ও আউটডোর কভারেজ কত?
উত্তর – ৩২ মিটার ও ৯৫ মিটার ।

প্রশ্ন -GSM এর পূর্ণরূপ কি?
উত্তর -Global System for Mobile Communication

প্রশ্ন -মোবাইল ফোনের তৃতীয় প্রজন্ম কত সাল?
উত্তর– ২০০০-২০০৮ সাল ।

প্রশ্ন -সিগন্যাল চারদিকে সমানভাবে ছঢ়িয়ে পড়ে কোন প্রযুক্তির মাধ্যমে?
উত্তর – ৪ র্থ প্রজন্মের মোবাইলে ।

প্রশ্ন – 10 কি . মি বা তার চেয়ে কম এরিয়ার জন্য ব্যবহৃত হয় কোনটি?
উত্তর – LAN ( Local Area Network )

প্রশ্ন – সর্ববৃহৎ এলাকা জুড়ে তৈরি হয় কোনটি?
উত্তর – WAN ( Wide Area Network )

প্রশ্ন – মডেম কয় প্রকার?
উত্তর– ২ প্রকার ।

প্রশ্ন -ডেনমার্কের রাজা হ্যারল্ড ব্লু এর নাম অনুসারে কোনটির নাম করা হয়?
উত্তর – টুথের নাম অনুসারে ব্লুটুথ হয় ।

প্রশ্ন – নেটওয়ার্ক কার্ডের ইউনিক ক্রমিক নাম্বারকে কি বলে?
উত্তর -ম্যাক এড্রেস বলে । এটি ৪৮ বিটের ইউনি কোড ।

প্রশ্ন – এক পেটাবাইট = কত?
উত্তর – ১০০০০০০ গিগাবাইট ।

প্রশ্ন – কম্পিউটার এর যে ডিস্ক সিস্টেম সফটওয়্যার থাকে তাকে কি বলে?
উত্তর – স্টার্ট আপ ডিস্ক বলে ।

প্রশ্ন -বাইনারি পদ্ধতিতে তথ্য প্রকাশের মৌলিক একক কি?
উত্তর- বিট ।

প্রশ্ন – POP ব্যবহার করে কোন কাজটি করা হয়?
উত্তর – মেইল ডাউনলোড করা হয় ।

প্রশ্ন -SMTP প্রটোকল ব্যবহার করে কোন কাজটি করা হয়?
উত্তর – ইমেইল রিসিভার এর মেইল এড্রেস এ সেন্ড করা হয় ।

প্রশ্ন – IMAP ব্যবহার করে কোনটি করা যায়?
উত্তর – মেইল বক্স এক্সেস করা যায় ।

প্রশ্ন – Twitter আবিষ্কার করা হয় কত সালে?
উত্তর -১৫ জুলাই ২০০৬

প্রশ্ন -World wide web চালু হয় কত সালে?
উত্তর -১৯৬৯ সাল ।

প্রশ্ন – মাইক্রোসফট ওয়ার্ডে শব্দকে সুপারস্ক্রিপ্ট করতে কি করতে হয়?
উত্তর – Ctrl , shift এবং + একত্রে চাপতে হয় ।

প্রশ্ন -LAN ক্ষেত্রে Wi – max এর বিস্তৃতি কত মিটার?
উত্তর – ৩০ মিটার ।

প্রশ্ন -মাইক্রোপ্রসেসর আবিষ্কার হয় কত সালে?
উত্তর -১৯৭১

প্রশ্ন – এর ব্যবহার শুরু হয় সালে?
উত্তর -১৯৭২

প্রশ্ন – LAN এর অপর নাম কি?
উত্তর -Network Interface Card .

প্রশ্ন -অপটিকাল ফাইবারের কয়টি অংশ?
উত্তর -তিনটি । ক ) ক্ল্যাডিং খ ) ফোর গ ) জ্যাকেট ।

প্রশ্ন – ব্লুটুথ আবিস্কার করেন কে?
উত্তর- এরিসন কোম্পানি ।

প্রশ্ন -জগদীশচন্দ্র বসু অতিক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে করেন কোন সালে?
উত্তর-১৯৮৫ সালে ।

প্রশ্ন -বাংলাদেশের প্রায় সকল ডাকঘরে কোনটি রয়েছে?
উত্তর –এমটিএস সার্ভিস ।

প্রশ্ন -সকল জমির রেকর্ডের অনুলিপি সংগ্রহ করা যায় কোনটির মাধ্যমে?উ
উত্তর– ই-পর্চার মাধ্যমে।

প্রশ্ন -মাইক্রোব্লগিংয়ের ওয়েবসাইটকে কি বলা হয়?
উত্তর– টুইটারকে।

প্রশ্ন -টুইটার হচ্ছে –
উত্তর -সামাজিক যোগাযোগ সাইট ৷

প্রশ্ন -টুইটারের ফলোয়ারদের ১৪০ অক্ষরের বার্তাকে কি বলা হয়?
উত্তর – টুইট ।

প্রশ্ন- আন্তর্জাতিকতা লন্ডনের বিজ্ঞান যাদুঘরে চার্লস ব্যাবেজের বর্ণনা অনুসারে কত সালে একটি ইঞ্জিন তৈরি করা হয়?
উত্তর– ১৯৯১ সালে ।

প্রশ্ন -প্রোগ্রামিং ধারণার প্রবর্তক কে?
উত্তর– অ্যাডা লাভলেস ।

প্রশ্ন -www এর জনক কে?
উত্তর – টিম বার্নার্স লি ।

প্রশ্ন -মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা কে?
উত্তর – উইলিয়াম হেনরি বিল গেটস ।

প্রশ্ন -অ্যাপল কম্পিউটারের প্রতিষ্ঠাতা কে?
উত্তর – স্টিভ জবস এবং তার দুই বন্ধু স্টিভ জজনিয়াক ও রোনাল্ড ওয়েন ।

প্রশ্ন -১ বাইট সমান কত বিট?
উত্তর– ৮ বিট ।

প্রশ্ন -Wi – Fi এর পূর্ণরূপ কি?
উত্তর -Wireless Fidelity

প্রশ্ন – Bluetooth যে স্টান্ডার্ড এর উপর ভিক্তি করে কাজ করে তা কি?
উত্তর – IEEE 802.15.1

প্রশ্ন -Modem এর পূর্ণরূপ কি?
উত্তর – Modulator and Demodulator

প্রশ্ন- ক্লাউড কম্পিউটিং এর অপরিহার্য বিষয় কোনটি?
উত্তর – ইন্টারনেট সংযোগ ।

প্রশ্ন – প্রতি সেকেন্ডে যতগুলো সিগনাল ওয়েভ তৈরি হয় তাকে কি বলে?
উত্তর– ব্যান্ডউইডথ ।

প্রশ্ন -ব্যান্ডউইডথ এর একক কি?
উত্তর – হার্টজ ( Hz )

প্রশ্ন – ক্লাউড কম্পিউটিং এর একটি বড় সমস্যা কি?
উত্তর– হ্যাকিং ।

প্রশ্ন -আলোর পূর্ণ অভ্যন্তরীন প্রতিফলন আবিষ্কার করেন কে?
উত্তর – ডেনিয়েল কোলাডন ।

প্রশ্ন -সিগন্যাল রূপান্তরের প্রক্রিয়াকে কি বলে?
উত্তর – মডুলেশন ।

প্রশ্ন -টপোলজি কি?
উত্তর– নেটওয়ার্কের সংগঠন ।

প্রশ্ন -kbps এর পূর্ণরূপ কি?
উত্তর – kilobits per second

প্রশ্ন -Mbps এর পূর্ণরূপ কি?
উত্তর -Megabits per second

প্রশ্ন -ডেটা ট্রান্সমিশন পদ্ধতির উদাহরণ কোনটি?
উত্তর— Synchronous

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button