আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
আন্তর্জাতিক বিষয়াবলী

বিসিএস পরীক্ষায় আসার মতো আন্তর্জাতিক বিষয়াবলী থেকে কিছু প্রশ্ন

আন্তর্জাতিক বিষয়াবলী থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হলো।যারা চাকুরী পরীক্ষার্থী আছেন আশা করছি লেখাটি আপনাদের সহায়ক হবে।

পৃথিবীর গভীরতম হ্রদ হচ্ছে- বৈকাল ।

পৃথিবীর বৃহত্তম হ্রদ হচ্ছে- কাস্পিয়ান সাগর ।

প্রথম ভারতীয় হিসাবে এভারেস্ট জয় করেন- অবতার সিং ।

প্রথম বাঙালি এভারেস্ট জয়ী -শিপ্রা মজুমদার ।

চীনের জিনজিয়ান প্রদেশ- মুসলিম অধ্যুষিত ।

বস্ফরাস প্রণালী – ভূমধ্যসাগর ও কৃষ্ণসাগরকে যুক্ত করেছে ।

ভারত মহাসাগর ও আরব সাগরকে যুক্ত করেছে – পক প্রণালী ।

বঙ্গোপসাগর ও জাফা সাগরকে যুক্ত করেছে – মালাক্কা প্রণালী।

তেলাঙ্গানা ভারতের – নতুন রাজ্য ।

অন্ধ্রপ্রদেশ থেকে আলাদা হয় – ২ জুন ২০১৪ সালে ।

ফালজা শহরটি – ইরাকে অবস্থিত ।

OSLO চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৯৩ – যুক্তরাষ্ট্র।

বাম , আবদান , ইস্পাহান শহরসমূহ – ইরানে অবস্থিত ।

ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ অবস্থান করেন – সরকারি বাসভবন উইন্ডসর ক্যাসেল বাকিংহাম প্যালেসে।

ব্রডওয়ে যুক্তরাষ্ট্রেল – নিউইয়র্কে অবস্থিত ।

যুদ্ধরত জাতি – যুদ্ধপ্রিয়।

ইউরোপের রণক্ষেত্র বলা হয় – বেলজিয়ামকে।

সুইজারল্যান্ডের প্রাচীন নাম – হেলভিসিয়া।

জার্মানের পুরাতন নাম – ডায়েসল্যান্ড ।

নাগানা কারবাস – একটি বিতর্কিত ছিটমহল ( আজারবাইজান ও আর্মেনিয়া ) ।

সুমাত্রা ও মালয়েশিয়াকে পৃথক করেছে – মালাক্কা প্রণালী।

কন্টাস এয়ারওয়েজ লি . – অস্ট্রেলিয়ার বিমান সংস্থা ।

ওয়াটার গেট কেলেংকারীর সাথে জড়িত – রিচার্ড নিক্সন।

বিশ্বে মোট ০৬ টি দেশের – সমুদ্র উপকূল নাই ।

নেপাল , ভুটান , আফগানিস্তান , লাওস , মঙ্গোলিয়া , মালি ও কান্দাহর – আফগানিস্তানের একটি শহর ।

আন্দিজ পর্বত মালা – দক্ষিণ আমেরিকা মহাদেশ ।

My Pulitzer পুরস্কার দেওয়া হয় – সংবাদিকতার জন্য (যুক্তরাস্ট্র)। আর্ন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস – ৮ সেপ্টম্বর ।

ব্যবিলনের শুণ্য উদ্যান গড়ে তোলেন – নেবুচাদনেজার ।

এডেন সমুদ্র বন্দর – ইয়েমেনে ।

বিশ্বব্যাংকের এটলাস মেথড – এ আয়ের দেশ নির্ধারণ করে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button