টুকরো সংবাদ

বিশ্ব পরিবেশ সুরক্ষা সূচক ২০২২

যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা এজেন্সি (ইপিআই) সম্প্রতি ১৮০টি দেশের ওপর বিশ্ব পরিবেশ সুরক্ষা সূচক প্রকাশ করেছে। দেশটির এমসিকল ম্যাকবেইন ফাউন্ডেশনের সহায়তায় কলম্বিয়া ও ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সূচকটি তৈরি করেছেন। ইপিআই দুই বছর পরপর বিশ্ব পরিবেশ সুরক্ষা সূচকটি প্রকাশ করে। ১১টি ইস্যুতে ৪০টি কর্মক্ষমতা সূচক ব্যবহার করে ইপিআই জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশগত স্বাস্থ্য এবং বাস্তুতন্ত্রের জীবনীশক্তির ওপর মূল্যায়ন করে ১৮০টি দেশকে তালিকাবদ্ধ করে। সূচকটিতে যুক্তরাষ্ট্রের অবস্থান ২০তম।

২০২২ সালের বিশ্ব পরিবেশ সুরক্ষা সূচকে (ইপিআই) শীর্ষ পাঁচটি দেশ
সূচকে অবস্থান দেশ পয়েন্ট
প্রথম ডেনমার্ক ৭৭.৯০
দ্বিতীয় যুক্তরাজ্য ৭৭.৭০
তৃতীয় ফিনল্যান্ড ৭৬.৫০
চতুর্থ মাল্টা ৭৫.২০
পঞ্চম সুইডেন ৭২.৭০
২০২২ সালের বিশ্ব পরিবেশ সুরক্ষা সূচকে দক্ষিণ এশিয়া 
দেশ সূচকে অবস্থান পয়েন্ট
বাংলাদেশ ১৭৭তম ২৩.১০
আফগানিস্তান ৮১তম ৪৩.৬০
ভুটান ৮৫তম ৪২.৫০
মালদ্বীপ ১১৩তম ৩৭.৪০
শ্রীলঙ্কা ১৩২তম ৩৪.৭০
নেপাল ১৬২তম ২৮.৩০
পাকিস্তান ১৭৬তম  ২৪.৬০
ভারত ১৮০তম ১৮.৯০

Bcs Preparation

BCS Preparation provides you with course materials and study guides for JSC, SSC, HSC, NTRCA, BCS, Primary Job, Bank and many other educational exams.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button