বিশ্ববিদ্যালয় ভর্তিতথ্য যোগাযোগ ও প্রযুক্তি

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য তথ্য ও যােগাযােগ প্রযুক্তি ১ম পর্ব

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য তথ্য ও যােগাযােগ প্রযুক্তি ১ম পর্ব

  • আধুনিক কম্পিউটারের বিকাশ শুরু হয় যার হাতে- ইংরেজ প্রকৌশলী ও গণিতবিদ চার্লস ব্যাবেজের।
  • কম্পিউটারের ‘প্রােগ্রামিং ধারণার প্রবর্তক- কবি লর্ড বায়রনের কন্যা অ্যাডা লাভলেস।
  • মেইনফ্রেম কম্পিউটার প্রথম তৈরি করে যে প্রতিষ্ঠান- আইবিএম কোম্পানি।
  • সাশ্রয়ী কম্পিউটার তৈরির পথ সুগম হয় যে আবিষ্কারের জন্য- মাইক্রোপ্রসেসর ১৯৭১ সাল।
  • ইন্টারনেট প্রটোকল ব্যবহার করে আরপানেট (Arpanet) আবিষ্কৃত হয়- বিংশ শতাব্দীর ৬০-৭০’র দশকে।
  • আরপানেটে ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের (Email) সূচনা করেন- মার্কিন প্রােগ্রামার রেমন্ড স্যামুয়েল টমলিনসন; ১৯৭১ সাল।

আরো পড়ুন : বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য আন্তর্জাতিক বিষয়াবলী পর্ব- ০২

  • ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের (www) জনক- টিম বার্নার্স-লি।
  • ই-লার্নিং-এর পূর্ণরূপ- ইলেকট্রনিক লার্নিং।
  • ই-গভর্ন্যান্স হলাে- শাসন ব্যবস্থায় ও প্রক্রিয়ায় ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতি প্রয়ােগ।
  • ই-কমার্স-এর পূর্ণরূপ- ইলেকট্রনিক কমার্স।
  • বিশ্বের সর্বাধিক জনপ্রিয় সামাজিক যােগাযােগ মাধ্যম ফেসবুক চালু করা হয়- ৪ ফেব্রুয়ারি ২০০৪।
  • সামাজিক যােগাযােগ মাধ্যম টুইটারে একজন ব্যবহারকারী একটি বার্তায় সর্বোচ্চ যত Character লিখতে পারে- ১৪০।
  • বাংলাদেশ বিশ্বের ৫৭তম দেশ হিসেবে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ মহাকাশে প্রেরণ করে- ১১ মে ২০১৮।
  • ই-বুক বা ইলেকট্রনিক বুক হলো- মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ।

আরো পড়ুন : বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য আন্তর্জাতিক বিষয়াবলী পর্ব- ০১

  • ওয়ার্ড প্রসেসিং এবং প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করা হয় যথাক্রমে- লেখালেখি এবং হিসাব করার জন্য।
  • মাল্টিমিডিয়া হলাে- মানুষের বিভিন্ন প্রকাশ মাধ্যমের (যেমন:বর্ণ, চিত্ত, শব্দ) সমন্বয়।
  • এডোবি ফটোশপ প্রােগ্রামটি ব্যবহার করা হয়- কম্পিউটারে ছবি সম্পাদনার জন্য।
  • এডােবি ইলাস্ট্রেটর প্রােগ্রামটি ব্যবহার করা হয়- ছবি আঁকা, নকশা প্রণয়ন, লােগাে ও অন্যান্য ডিজাইন তৈরিতে।
  • ডেটাবেজ মূলত গঠিত হয়- কলাম (ফিন্ড দ্বারা গঠিত) এবং সারির (রেকর্ড দ্বারা গঠিত) সমন্বয়ে।
  • DBMS’র পূর্ণরূপ- Database Management System.

Bcs Preparation

BCS Preparation provides you with course materials and study guides for JSC, SSC, HSC, NTRCA, BCS, Primary Job, Bank and many other educational exams.
Back to top button