বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য বাংলা ২য় পত্র থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য বাংলা ২য় পত্র থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

Some important questions and answers from Bangla 2nd paper for university admission preparation

বাংলা দ্বিতীয় পত্র

  • বাংলার অধিবাসীগণ যে ভাষাভাষী ছিল- অস্ট্রিক।
  • যে লিপি থেকে বাংলা লিপির উৎপত্তি হয়েছে- ব্রাহ্মী লিপি।
  • ণ-ত্ব বিধান ও য-ত্ব বিধান ব্যাকরণের যে অংশে আলােচিত হয়- ধ্বনিতত্ত্ব।
  • বাংলা ভাষার যে রীতি সুনির্দিষ্ট ব্যাকরণের নিয়ম অনুসরণ করে- সাধু ভাষা।
  • বাংলা ভাষায় খাটি বাংলা উপসর্গ রয়েছে- ২১টি।

ধ্বনি

  • ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় আবশ্যিকভাবে আগমন ঘটে- স্বরধ্বনির।
  • বর্গের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ধ্বনিকে বলা হয়- ঘােষ ধ্বনি।
  • ঐ এবং ঔ যে ধরনের ধ্বনি- যৌগিক স্বরধ্বনি।
  • বাংলা ভাষায় বর্গীয় ধ্বনি- ২৫টি।
  • বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা- ৪১টি।
  • তাড়নজাত ব্যঞ্জনধ্বনি- ড়, ঢ়।

শব্দ

  • উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দ- পাঁচ প্রকার।
  • বাংলা ভাষায় যে রীতিতে তৎসম শব্দের ব্যবহার বেশি- সাধু রীতিতে।
  • অর্থবােধক ধ্বনিকে বলা হয়- শব্দ।
  • অণু শব্দের বিশেষণরূপ—আণবিক।

এই বিভাগ থেকে আরো পড়ুন

সন্ধি

  • অনুচ্ছেদ = অনু+ ছেদ।
  • উদঘাটন= উৎ + ঘাটন।
  • সংগঠন = সম + গঠন
  • উত্থাপন = উৎ + স্থাপন।
  • পুনরায় = পুনঃ + আয়।
  • নমস্কার = নমঃ + কার।
  • আবিষ্কার = আবিঃ + কার।
  • মনােহর = মনঃ + হর।
  • পুরস্কার = পুরঃ +কার।

সমাস

  • আসল-নকল = দ্বন্দ্ব।
  • জলে-স্থলে = অলুক দ্বন্দ্ব।
  • মহানবী = কর্মধারয় ।
  • জ্ঞানশূন্য = তৃতীয়া তৎপুরুষ
  • রাজপুত্র = ষষ্ঠী তৎপুরুষ।
  • বর্ণচোরা = উপপদ তৎপুরুষ।
  • বিপত্নীক = বহুব্রীহি
  • হাতাহাতি = ব্যতিহার বহুব্রীহি।
  • সাত সমুদ্র = দ্বিগু।
  • উপকূল = অব্যয়ীভাব।

প্রত্যয়

  • মাধব = মধু + ষ্ণ।
  • সাম্য = সম্ + য।
  • মহিমা = মহৎ + ইমন।
  • পঙ্কিল = পঙ্ক + ইল।
  • বায়বীয় = বায়ু + নীয় ।
  • হৈমন্তিক = হেমন্ত + ষ্ণিক ।
  • দীপ্যমান = দীপ + শান।
  • ক্রেতা = ক্রী + তৃছ।
  • পূজক = পূজি + ণক।

কারক

  • ঘােড়ায় গাড়ি টানে- কর্তৃকারকে ৭মী ।
  • স্কুল পালিয়ে কেউ রবীন্দ্রনাথ হয় না- অপাদানে শূন্য।
  • জিজ্ঞাসিব জনে জনে– কর্মে ৭মী।
  • সুতায় কাপড় হয় না- করণে ৭মী।
  • তিলে তৈল আছে- অধিকরণে ৭মী।
  • ভিক্ষকে ভিক্ষা দাও- সম্প্রদানে ৪র্থী।
  • ডাক্তার ডাক- কর্মে শূন্য।
  • বাঁশি বাজে- কর্তায় শূন্য।

সমার্থক শব্দ

  • মেঘ : বারিদ, জলদ, জীমূত, অমুদ, নীরদ।
  • ভ্রমর : অলি, মধুকর, ভৃঙ্গ, শিলীমুখ, মধুলিট, মৌমাছি।
  • বিদ্যুৎ : বিজলি, তড়িৎ, সৌদামিনী, চপলা, ক্ষণপ্রভা, শম্পা।
  • পঙ্কজ : কমল, উৎপল, শতদল, অরবিন্দ, কুমুদ, পন্ন।

বাগধারা

  • অগ্নিপরীক্ষা- কঠিন পরীক্ষা।
  • আকাশ কুসুম- অসম্ভব কল্পনা।
  • আক্কেল গুড়ুম- হতবুদ্ধি।
  • এলাহী কাণ্ড- বিরাট আয়ােজন।
  • কূপমণ্ডুক- ঘরকুনো/ সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন।
  • পালের গােদা- দলপতি।
  • মণিকাঞ্চল যােগ- উপযুক্ত মিলন।

বিপরীত শব্দ

  • নশ্বর- অবিনশ্বর।
  • উৎকর্য- অপকর্ষ ।
  • অনুকুল- প্রতিকূল।
  • আপদ- নিরাপদ
  • আমদানি- রপ্তানি।
  • কোমল- কর্কশ
  • বর্ধমান- ক্ষীয়মাণ।
  • নিন্দা- প্রশংসা ।
  • জাগরিত- নিদ্রিত।
  • সরস- নীরস।

পারিভাষিক শব্দ

  • Deadlock- অচলাবস্থা।
  • Quota- যথাংশ।
  • Nationalism- জাতীয়তাবাদ।
  • Up-to-date- হালনাগাদ।
  • Anatomy- অঙ্গব্যবচ্ছেদ বিদ্যা।
  • Hybrid- সংকর।
  • Civil Society- সুশীল সমাজ।
  • Superstition- কুসংস্কার ।
  • Monitoring- পরিবীক্ষণ
  • Epic– মহাকাব্য।

বাক্য সংকোচন

  • ইতিহাস রচনা করেন যিনি- ঐতিহসিক।
  • যে দিনে একবার আহার করে- একাহারী।
  • যা নিবারণ করা কষ্টকর- দুর্নিবার।
  • যা সাধারণের মধ্যে দেখা যায় না- অনন্যসাধারণ।
  • সমুখে সর হয়ে অভ্যর্থনা- প্রত্যুদামন।
  • আপনাকে কেন্দ্র করে যার চিন্তা- আত্মকেন্দ্রিক।
  • যার উপস্থিত বুদ্ধি আছে- প্রত্যুৎপন্নমতি।
  • চক্ষুর সমুখে সংঘটিত- চাক্ষুষ।

Bcs Preparation

BCS Preparation provides you with course materials and study guides for JSC, SSC, HSC, NTRCA, BCS, Primary Job, Bank and many other educational exams.
Back to top button