আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
বাংলা প্রথম পত্র

বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধের প্রস্তুতিতে গুরুত্বপুর্ণ কিছু বাংলা শব্দের অর্থ

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসার মত কিছু বাংলা শব্দের অর্থ দেওয়া হল। যারা মেডিকেল বা যেকোনো পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নেবে লেখাটি তাদের সহায়ক হবে।

* উপনিবেশ – জীবিকা নির্বাহের জন্য অথবা স্থায়ীভাবে বাস করার জন্য দলবদ্ধভাবে বিদেশে যে বসতি স্থাপন করা হয় , Colon , I

* ক্ষীণদৃষ্টি = সংকীর্ণ দৃষ্টি ।

* কৌতূহলোদ্দীপক = যাতে কোনো অজানা বিষয় জানার আগ্রহ বাড়ে।

* ন্যাক্কারজনক = অত্যন্ত নিন্দনীয় , ধিক্কারজনক।

* বুর্জোয়া বিলাস = মধ্যবিত্ত শ্রেণির মানুষের শখ ।

* রাখিবন্ধন = শ্রাবণ পূর্ণিমায় প্রিয়জনের ডান হাতে মঙ্গল কামনায় রাখি বেঁধে দেওয়ার উৎসব।

• সমাজিক প্রকৌশলী = সমাজবিনির্মাণের কারিগর ।

• শভিনিস্টিক = রুশ রাজনৈতিক মতবাদী ।

* হিংস্ৰালয় = হিংস্র প্রাণীর বাসস্থান ।

* গলগ্রন্থি = গলার বন্ধনী ।

* ছাতলা = শ্যাওলা , দেয়ালে জমা পুরনো ময়লা।

* অ্যাদ্দিন = এতোদিন শব্দের কথ্যরূপ ।

* ঠ্যায়রো = দাঁড়াও ।

* ঠাওরালো = মনে করল ।

* চৌরঙ্গী = চার রাস্তার মিলনস্থল ।

* বিরান = জনমানবহীন , পরিত্যক্ত , ফাঁকা।

*খুরপি = মাটি খোঁড়ার জন্য ব্যবহৃত একপ্রকার ছোট খন্তা।

*অবরুদ্ধ নিষ্ক্রিয়তা = রুদ্ধ বা আটক অবস্থায় কর্মহীন ।

* কূটকৌশল = চতুরতা , দুর্বুদ্ধি ।

* বেয়নেট = বন্দুক।

* স্তম্ভিত = হতবাক , বিস্মিত ।

* গোয়েবলস ( ১৮৯৭-১৯৪৫ ) = জার্মানি বংশোদ্ভূত হিটলারের সহযোগী , রাজনিতিতে পতিহিংসা ও মিথ্যা রটনার প্রবর্তক ।

* কথিকা = নির্দিষ্ট ও ক্ষুদ্র পরিসরে বর্ণনাত্মক রচনা । সঙ্গিন ।

* উত্তরিলা – উপস্থিত হলেন ।

* গাঙ্গিনীর = নদীর ।

* পাটুনী = খেয়াঘাযের মাঝি ।

* ত্বরায় = তাড়াতাড়ি , দ্রুত ।

* বামাস্বর = স্ত্রীকণ্ঠ , মেয়েদের কণ্ঠস্বর ।

* বট = বল ।

* ফেরফার = ছলাকলা , ঘোরপ্যাঁচ ।

* সেঁউতি = নৌকার পানি সেচবার জন্য ব্যবহৃত পাত্র।

* গজগমনে = হস্তীর ন্যায় ধীর ও গুরুগম্ভীর চলন ।

* হের = দেখ ।

* থুয়েছিলা = রেখেছিলে ।

* অষ্টাপদ = সোনা , স্বর্ণ ।

* বরদান = আশীর্বাদ ।

* মীন = মাছ ।

* মোহনা = নদীর যে অংশ সমুদ্রে পড়েছে।

* সতত = সর্বদা ।

* বিরলে = একান্ত নিরিবিলিতে ।

* নিশা = রাত্রি ।

* ভ্রান্তি = ভূল ।

* স্বাধীনতা হীনতা = স্বাধীনতা ব্যতীত ।

* দাসত্ব শৃঙ্খল = পরাধীনতার শৃঙ্খল ।

* কোটিকল্প = অনন্ত কাল , চিরকাল ।

* আত্মনাশ = নিজেদের সর্বনাশ ।

* রণভূমি = যুদ্ধক্ষেত্র ।

* ত্বরা = দ্রুত , তাড়াতাড়ি ।

*দেশহীতে = দেশের কল্যানে , দেশের ভালোর জন্য ।

*কতর স্বরে = দুর্বল কণ্ঠে , করুণাভাবে ।

*দারা = স্ত্রী ।

* বাহ্যদৃশ্যে = বাইরের জগতের চাকচিক্যময় রূপে বা জিনিসে । *জীবাত্মা = মানুষের আত্মা ।

* অনিত্য = অস্থায়ী , যা চিরকালেরনয় ।

* আকিঞ্চন = চেষ্টা , আকাঙক্ষা ।

* আশ = আশা ।

* ভবের = জগতের , সংসারের ।

* সমরাঙ্গনে = যুদ্ধক্ষেত্রে ।

* বীর্যবান = শক্তিমান ।

* মহিমা = গৌরব ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button