আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

Click Here
জানা অজানা

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে জীববিজ্ঞান বিষয় থেকে ৩০টি গুরুত্বপুর্ণ প্রশ্নোত্তর

যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছো তাদের প্রস্তুতিকে আরো সমৃদ্ধ করতে জীববিজ্ঞান বিষয় থেকে গুরুত্বপূর্ণ ৩০টি প্রশ্ন ও উত্তর দেওয়া হলো।

১. যকৃতের কোন খন্ডে পিত্তথলি থাকে?

উত্তর -ডান খন্ডে।

২. বহিক্ষরা নয় কোনটা ?

উত্তর– থাইরয়েড।

৩. গবলেট কোষ কোথা থেকে ক্ষরিত হয়?

উত্তর – মিউকোসা।

৪. হাইড্রার লম্বা দূরত্ব অতিক্রম কোনটা দিয়ে?

উত্তর- লুপিং।

৫. অগ্নাশয়ে কোন এনজাইম থাকে না?

উত্তর- টায়ালিন।

৬. মাথার খুলিতে কয়টি আস্থি রয়েছে?

উত্তর-২৯ ।

৭. গ্রোথ হরমোন তৈরি হয় কোথায়?

উত্তর– পিটুইটারি(তৈরি ক্ষরণ দুইটাই পিটুইটারি)

৮. ঘাস ফড়িং এর রক্ত কণিকা কোনটা?

উত্তর- হিমোসাইট।

৯. Attenuated vaccine কোনটি?

উত্তর -BCG ।

১০ ম্যাক্রোফেজ তৈরি হয় কোথা থেকে?

উত্তর -মনোসাইট থেকে 17 স্পোর ।

১১. Algae কোন জনন ঘটে?

উত্তর -অযৌন জনন।

১২.কুড়ি তৈরি হয় কার?

উত্তর -গোলাপ ।

১৩. প্রশ্বাসে বায়ুতে কার্বনডাইঅক্সাইড এর পরিমাণ কত?

উত্তর– ০.০৪ % ।

১৪. কম তাপমাত্রায় সংরক্ষিত হয় কোনটি?

উত্তর -বীজ ।

১৫.গলগি বডি কোনটা সংশ্লেষ করে না / কাজ নয় ?

উত্তর -রাইবোজোম।

১৬.ইন্সুলিন কিভাবে তৈরি হয় ?

উত্তর- DNA Recombination ।

১৭.ক্রেবস চক্র কোথায়ঘটে?

উত্তর -মাইট্রোকন্ড্রিয়া ।

১৮.মানুষের সোমাটিক কোষে কয়টি অটোসম থাকে ?

উত্তর-৪৪ ।

১৯.আমিষ পরিপাকের এনজাইম কোনটি?

উত্তর – পেপসিন ।

২০. সবচেয়ে বড় পর্ব কোনটি?

উত্তর – আর্থোপোড়া ।

২১.ভাইরাসের বংশবৃদ্ধি প্রতিরোধ করে কোনটি?

উত্তর– ইন্টারফেরন ।

২২.পানিতে অদ্রবণীয় প্রোটিন কোনটি?

উত্তর – গ্লুটেলিন ।

২৩.ভ্রূণে কোনটি থাকে?

উত্তর – RBC/ প্লীহা ।

২৪. ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটি?

উত্তর – কাইটিন ।

২৫ .ফসফোলিপিড কোনটা?

উত্তর -লেসিথিন ।

২৬ .নেমাটোসিস্টে কি থাকে / হাইড্রার বিষাক্ত তরল কি?

উত্তর – হিপনোটক্সিন।

২৭.অ্যালভিওলাসে কার্বন ডাই অক্সাইড আসে—

উত্তর – ব্যাপন / Diffusion প্রক্রিয়ায় ।

২৮.রক্তের প্রকৃতি কেমন?

উত্তর– সামান্য ক্ষারীয়।

২৯. উদ্ভিদ দ্রুত শোষণ করে কোন আয়ন?

উত্তর– NO3 ।

৩০. অস্থি ও পেশির জোড়া লাগায় কোনটি?

উত্তর– টেনডন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button