আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

লিঙ্কে ক্লিক করুন
বাংলা ভাষা ও সাহিত্য

বাংলা সাহিত্য বিষয়ক ‘অন্ধকারযুগ’ থেকে ১৫টি প্রশ্ন ও সমাধান

বাংলা সাহিত্য বিষয় থেকে  কিছু প্রশ্ন ও উত্তর দেওয়া হল। চলুন দেখে নেওয়া যাক-

১। বাংলা সাহিত্যের অন্ধকার যুগের সময়কাল কি?

উত্তর-১২০১-১৩৫০(তুর্কি যুগ) 

২।মগের মুল্লুগ বলতে কি বঝায়?

উত্তর-অরাজক দেশাতুর্কি নাচন-নাজেহাল অবস্থা 

৩। রামাই পন্ডিত রচিত শূণ্য পুরাণ সংগ্রহ করেন কে?

উত্তর- বিশ্বকোষ প্রণেতা নগেন্দ্রনাথ বসু (বাংলা ১৩১৪ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করে।শূণ্যপুরাণে ৫১ টি অধ্যায় ছিলাে।

৪। গদ্য ও পদ্য মিশ্রিত কাব্যকে কি বলে?

উত্তর- “চম্পুকাব্য”।শূণ্যপুরাণ একটি চম্পুকাব্য। 

৫। সেক শুভােদয়া গ্রন্থকে “Dog Sonskrit” বলেছেন কে?

উত্তর-ড.সুনীতিকুমার চট্রোপাধ্যায়।এ গ্রন্থে মােট ২৫ টি অধ্যায় ছিলাে। 

৬। মধ্যযুগে রচিত বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ কন্তি?

উত্তর-“শ্রীকৃষ্ণকীর্তন।এটি বাংলায় কোনাে লেখকের একক কাব্যগ্রন্থ।এটি রচনা করেছেন বড়ু চন্ডীদাস। 

৭। ১৯০৯ সালে/বাংলা ১৩১৬ সালে বসন্তরঞ্জন বাকুড়ার কালিল্যা গ্রামে দেবেন্দনাথ মুখােপাধ্যায়ের বাড়ি থেকে কোন গ্রন্থ আবিষ্কার করেন?

উত্তর-শ্রীকৃষ্ণকীর্তন গ্রন্থটি ।এ গ্রন্থে মােট ১৩ টি খন্ড রয়েছে। 

৮। মধ্যযুগের সাহিত্য ধারার মধ্যে কোনটি বেশি সমৃদ্ধ?

উত্তর- বৈষ্ণব সাহিত্যধারা । 

৯। মধ্যযুগপর সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য কি ছিল?

উত্তর- ধর্মকেন্দ্রিকতা। 

১০। “কানু ছাড়া গীত নাই” বলতে কি বোঝো?

উত্তর- এটি মধ্যযুগের সত্যাকানু কৃষ্ণ। 

১১। বৈষ্ণব সাহিত্য কয় প্রকার ,কি কি?

উত্তর- তিন প্রকার।যথা- ১) জীবম সাহিত্য ২) বৈষ্ণব শাস্ত্র ৩) পদাবলী। 

১২। বাংলা সাহিত্যের প্রথম জীবন সাহিত্য কার লেখা?

উত্তর- শ্রীচৈতন্যদেবের ও শ্রীচৈতন্যদেবের প্রথম জীবন গ্রন্থ বৃন্দাবন দাস রচিত-চৈতন্য ভাগবত 

১৩। চৈতন্যদেবের দ্বিতীয় জীবন গ্রন্থ কি কি?

উত্তর- চৈতন্য মঙ্গল 

১৪। চৈতন্যজীবনী কৃষ্ণদাস কবিরাজের সর্বাপেক্ষা তথ্যবহুল গ্রন্থ কোনটি?

উত্তর-  চৈতন্য চরিতামৃত

১৫। এর রচনাকাল কত?

উত্তর-১৯৬৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button