আমাদের সকল পোস্ট ও ভিডিও হোয়াটসঅ্যাপে পেতে ফলো করুন :

লিঙ্কে ক্লিক করুন
বাংলা ভাষা ও সাহিত্য

বাংলা সাহিত্য ও ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর

বাংলা সাহিত্য ও ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আশা করি আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই উপকারী হবে। ইনশাল্লাহ!

প্রশ্ন : চর্যাপদ আবিষ্কৃত হয়
উত্তর : ১৯০৭ সালে।

প্রশ্ন : চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম প্রমাণ করেন
উত্তর : ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়।

প্রশ্ন : ‘চর্যাপদর পদগুলো টাকার মাধ্যমে ব্যাখ্যা করেন
উত্তর : মুনিদত্ত

প্রশ্ন : মধ্যযুগের সাহিত্যধারা বিভক্ত
উত্তর : তিন ভাগে ।

প্রশ্ন : মৈথিলি ও বাংলার মিশ্রণে যে ভাষা তাকে বলে
উত্তর : ব্রজবুলি ।

প্রশ্ন : রামায়ণ রচিত হয়
উত্তর : সংস্কৃত ভাষায়।

প্রশ্ন : মনসামঙ্গল কাব্যের আদি কৰি
উত্তর : কানাহরি দত্ত।

প্রশ্ন : ‘সই, কেমনে ধরিব হিয়া/আমার বঁধুয়া আন বাড়ি যায় আমারি আঙিনা দিয়া” পদটির রচয়িতা
উত্তর : চণ্ডীদাস।

প্রশ্ন : বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম
উত্তর : সমাচার দর্পণ।

প্রশ্ন : বাংলা সাহিত্যে গদ্যের সূচনা হয়
উত্তর : উনিশ শতকে।

প্রশ্ন : ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান ছিলেন
উত্তর : উইলিয়াম কেরি।

প্রশ্ন : ‘পঞ্চতত্র গ্রন্থটির রচয়িতা
উত্তর : সৈয়দ মুজতবা আলী।

প্রশ্ন : কাশবনের কন্যা যে জাতীয় রচনা
উত্তর : উপন্যাস।

প্রশ্ন : কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয়
উত্তর : ১৯৭৪ সালে।

প্রশ্ন : “মেঘনাদবধ কাব্য’ মহাকাব্যে প্রবল প্রকাশ পেয়েছে
উত্তর : দেশপ্রেম ।

প্রশ্ন : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার অন্তর্গত যে গ্রামে জন্মগ্রহণ করেন
উত্তর : কঠালপাড়।

প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরষ্কার লাভ করেন
উত্তর : ১৯১৩ খ্রি.।

প্রশ্ন : ‘রোকেয়া দিবস পালিত হয়
উত্তর : ৯ ডিসেম্বর।

প্রশ্ন : বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি
উত্তর : সুফিয়া কামাল।

প্রশ্ন : ‘তণ্ডল’ শব্দটির অর্থ
উত্তর : চাল।

প্রশ্ন : ‘নয়নচারা’ গল্পের রচয়িতা
উত্তর : সৈয়দ ওয়ালীউল্লাহ।

প্রশ্ন : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন
উত্তর : ১৮২০ সালে।

প্রশ্ন : ‘স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পূজ্যতে এ শ্লোকের রচয়িতা
উত্তর : চাণক্য পৃঞ্জিত।

প্রশ্ন : ‘নীললোহিত’ যে খেকের ছদ্মনাম
উত্তর : সুনীল গঙ্গোপাধ্যায় ।

প্রশ্ন : “শাহনামা’ বাংলায় অনুবাদ করেন
উত্তর : মোজাম্মেল হক

বাংলা সাহিত্য ও ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্ন : ‘অপু ও দুর্গা’ চরিত্র দুটি যে উপন্যাসের
উত্তর : পথের পাঁচালী ।

প্রশ্ন : মরমি কবি বলা হয়
উত্তর : হাসন রাজাকে।

প্রশ্ন : একটি ধানের শিষের ওপর একটি শিশির বিন্দু পঙক্তিটির রচয়িতা
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্ন : ‘যাপিত জীবন’ উপন্যাসের রচয়িতা
উত্তর : সেলিনা হোসেন।

প্রশ্ন : কবি শামসুর রাহমান মৃত্যুবরণ করেন
উত্তর : ২০০৬ সালে ।

প্রশ্ন : কালের কলস’ কাব্যগ্রন্থটির রচয়িতা
উত্তর : আল মাহমুদ।

প্রশ্ন : জসীমউদ্দীনের শ্রেষ্ঠ কাহিনি কাব্য
উত্তর : নকশী কাঁথার মাঠ।

প্রশ্ন : শব্দের গৃহদাহ’ উপন্যাসের রচনাকাল
উত্তর : ১৯২০ সাল।

প্রশ্ন : চিত্তনামা’ কাব্যগ্রন্থের রচয়িতা
উত্তর : কাজী নজরুল ইসলাম ।

প্রশ্ন : ‘বীরাঙ্গনা’ পত্ৰকাব্যে পত্র সংখ্যা
উত্তর : ১১টি।

প্রশ্ন : স্টপ জেনোসাইড’ চলচ্চিত্রের নির্মাতা
উত্তর : জহির রায়হান ।

প্রশ্ন : বাংলা সাহিত্যের ইতিবৃত্ত’ গ্রন্থটির রচয়িতা
উত্তর : মুহম্মদ আবদুল হাই।

প্রশ্ন : বাংলাদেশ স্বপ্ন দ্যাখে গ্রন্থটির রচয়িতা
উত্তর : শামসুর রাহমান।

প্রশ্ন : ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাসের উপজীব্য হলো
উত্তর : জেলে জীবনের বিচিত্র সুখ-দুঃখ।

প্রশ্ন : চলিত ভাষাকে জনপ্রিয় করেন
উত্তর : টেকচাঁদ ঠাকুর।

প্রশ্ন : ‘গৃহদাহ’ উপন্যাসের রচয়িতা
উত্তর : শরচ্চন্দ্র চট্টোপাধ্যায়।

প্রশ্ন : কবি গানের প্রথম কবি
উত্তর : গোঁজলা পুট (ই)।

প্রশ্ন : প্রযু’ নাটকের নাট্যকার
উত্তর : গিরিশচন্দ্র ঘোষ।

প্রশ্ন : বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধঃ দলিলপত্র সম্পাদনা করেন
উত্তর : হাসান হাফিজুর রহমান।

বাংলা সাহিত্য ও ব্যাকরণ থেকে আরো কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্ন : রতন’ চরিত্রটি যে গল্পের অন্তর্গত
উত্তর : পোস্টমাস্টার।

প্রশ্ন : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পেশায় ছিলেন
উত্তর : ডেপুটি ম্যাজিস্ট্রেট।

প্রশ্ন : ধানসিড়ি নদী অবস্থিত
উত্তর : বরিশালে।

প্রশ্ন : ছাড়পত্র ব্যান্থের রচয়িতা
উত্তর : সুকান্ত ভট্টাচার্য।

প্রশ্ন : মীর মশাররফ হোসেনের ছদ্মনাম
উত্তর : গাজী মিয়া।

প্রশ্ন : বাংলা কাব্য সাহিত্যের আধুনিকতার জনক
উত্তর : মাইকেল

প্রশ্ন : উপন্যাস’ শব্দের আক্ষরিক অর্থ
উত্তর : বিশেষ রূপে উপস্থাপন ।

প্রশ্ন : ময়নামতির চর’ কাব্যটির রচয়িতা
উত্তর : বন্দে আলী মিয়া।

প্রশ্ন : ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ এ গানের প্রথম সুরকার
উত্তর : আব্দুল লতিফ।

প্রশ্ন : সমকাল পত্রিকার প্রথম সম্পাদক
উত্তর : সিকান্দার আবু জাফর ।

প্রশ্ন : কাজী নজরুল ইসলাম তাঁর যে গ্রন্থটি ধবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন
উত্তর : সঞ্চিতা।

Md. Mahabub Alam

I am a committed educator, blogger and YouTuber and I am striving to achieve extraordinary success in my chosen field. After completing Masters in Anthropology from Jagannath University, I am working as Chief Accounts Officer in a national newspaper of the country. I really want your prayers and love.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button