মডেল টেস্ট

বাংলা ব্যাকরণ মডেল টেস্ট- ০৩ || Bangla Grammar Model Test-03

বাংলা ব্যাকরণ মডেল টেস্ট- ০৩ || Bangla Grammar Model Test-03 নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় (বিসিএস প্রস্তুতিব্যাংক জব প্রস্তুতি, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিসহ সকল চাকরীর পরীক্ষা) অংশ গ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই উপকারী হবে। মডেলটিতে প্রশ্ন ও উত্তর গুলো এলোমেলোভাবে আসবে তাই যতবার খুশি আপনি মডেলটিতে অংশগ্রহণ করতে পারবেন। মডেল এর ফলাফল আপনি আপনার বন্ধুদের সাথে ফেসবুক ও টুইটারের মাধ্যমে শেয়ার করতে পারবেন। Best of Luck!

বাংলা ব্যাকরণ মডেল টেস্ট- ০৩

#1. চলিত রীতির শব্দ কোনটি?

#2. ‘চকিত হইয়া’ শব্দটির চলিত রূপ-

#3. নিচের কোনটি তৎসম শব্দ?

#4. সাধু রীতির শব্দ কোনটি?

#5. সাধু ভাষার শব্দে 'ঈ'-এর স্থলে চলিত ভাষায় কোন কোমল রূপ ব্যবহৃত হয়?

#6. ‘পার হইয়া’ এই ক্রিয়া পদের সাধু রূপটি চলিত রূপে রূপান্তর করতে হবে-

#7. নিচের কোন শব্দটি তৎসম শব্দ নয়?

#8. ‘জুতাে’ শব্দটি কোন ভাষারীতির?

#9. চলিত রীতির শব্দ নয় কোনটি?

#10. নিচের কোনটি চলিত রীতির শব্দ?

#11. বাংলা ভাষার কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী?

#12. ‘গৃহিণী’ কী জাতীয় শব্দ?

#13. কোনটি তৎসম শব্দ?

#14. তৎসম শব্দ বলতে কী বুঝায়?

#15. সংস্কৃত ভাষা থেকে যেসব শব্দ সরাসরি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে কী বলে?

#16. ‘বন্য’ শব্দটির চলিত রূপ কোনটি?

#17. নিচের কোনটি তৎসম শব্দ?

#18. কোনটি সাধু রীতির শব্দ?

#19. ‘উহা’ কোন রীতির শব্দ?

#20. ‘ছড়ালে’ এর সাধু রূপ-

Finish

Bcs Preparation

BCS Preparation provides you with course materials and study guides for JSC, SSC, HSC, NTRCA, BCS, Primary Job, Bank and many other educational exams.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button