Bangla Language & Literature Model Test- 01 || বাংলা ভাষা ও সাহিত্য মডেল টেস্ট পর্ব- ০১ নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য মডেল টেস্টটি খুবই সহায়ক হবে। মডেলটিতে প্রশ্ন ও উত্তর গুলো এলোমেলোভাবে আসবে তাই যতবার খুশি আপনি মডেলটিতে অংশগ্রহণ করতে পারবেন। মডেল এর ফলাফল আপনি আপনার বন্ধুদের সাথে ফেসবুক ও টুইটারের মাধ্যমে শেয়ার করতে পারবেন। Best of Luck!
বাংলা ও সাহিত্য মডেল টেস্ট পর্ব- ০১ |
#1. বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি?
#2. বাংলা সাহিত্যের আদি কবি কে?
#3. তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি বাড়েনি—কোন ধরনের বাক্য?
#5. ‘চকলেট' কোন দেশীয় শব্দ?
#6. ‘হাট-বাজার’ কোন অর্থে দ্বন্দ্ব সমাস?
#8. ‘মেঘনাদবধ কাব্য’ প্রথম প্রকাশিত হয় কত সালে?
#9. ‘সংশয়’ এর বিপরীত শব্দ
#10. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
#11. কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন?
#12. ‘গাছ থেকে ফল পড়ে’ কোন কারক?
#13. কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী?
#14. ‘বদনাম' শব্দের বদ কোন ভাষার উপসর্গ?
#15. ‘চলচ্চিত্র’ এর সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
#16. বৃষ্টি পড়ে টাপুর টুপুর এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ?
#17. কোন বাগধারা ভিন্ন অর্থ বহন করে?
#18. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?
#20. ‘ছন্দের জাদুকর’ কোন কবি?
Exam er por correct answer gulo show kore but jeta wrong hoyese tar correct answer ta dile better hbe
Thanks For your Comment. Can you see now? Hope your problem is solved.