Bangla Language & Literature Model Test- 03 || বাংলা ভাষা ও সাহিত্য মডেল টেস্ট পর্ব- ০৩ নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য মডেল টেস্টটি খুবই সহায়ক হবে। মডেলটিতে প্রশ্ন ও উত্তর গুলো এলোমেলোভাবে আসবে তাই যতবার খুশি আপনি মডেলটিতে অংশগ্রহণ করতে পারবেন। মডেল এর ফলাফল আপনি আপনার বন্ধুদের সাথে ফেসবুক ও টুইটারের মাধ্যমে শেয়ার করতে পারবেন। Best of Luck!
বাংলা ও সাহিত্য মডেল টেস্ট পর্ব- ০৩ |
#1. ‘পণ্ডিতমূর্খ’ শব্দটির ব্যাসবাক্য নিচের কোনটি?
#2. ছিয়াত্তরের মন্বন্তরের পটভূমিকায় সন্ন্যাসী বিদ্রোহের ছায়া অবলম্বনে রচিত উপন্যাস কোনটি?
#3. ‘নন্দিনী’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন রচনার চরিত্র?
#4. ‘সঞ্চিতা' কোন কবির কাব্য সংকলন?
#5. নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশি ভাষা পুরে কি আশা’, উদ্ধৃতিটি করেন কে?
#6. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নিচের কোনটি?
#7. ক্রিয়া ও কর্মপদ একই ধাতু থেকে গঠিত হলে তাকে কোন কর্ম বলে?
#8. নিচের কার ছদ্মনাম ‘দৃষ্টিহীন’?
#9. ‘উকিল’ শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে?
#10. নিচের কোনটি শুদ্ধ বানানের শব্দ?
#11. ‘দহনকাল’ উপন্যাসটির রচয়িতা কে?
#12. বাংলা বর্ণমালায় কতটি মৌলিক স্বর পাওয়া যায়?
#13. ‘রামদা’ শব্দের ‘রাম' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
#14. সংকীর্ণ-এর বিপরীত শব্দ কোনটি?
#15. নিচের কোনটি অপিনিহিতির উদাহরণ?
#16. ‘জগদ্দল পাথর’ বাগধারাটির অর্থ কী?
#17. ‘কিরণ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
#18. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন কোন সালে?
#19. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানাে একুশে ফেব্রুয়ারি গানটির প্রথম সুরকার কে?
#20. সম্প্রতি বাংলা ভাষার শ্রেষ্ঠ কোন কথাসাহিত্যিকের শততম জন্মবার্ষিকী পালিত হয়েছে?